তৃণমূলকে রেয়াত নয়, বললেন অধীর |
পুর নির্বাচনের প্রচারে দুর্গাপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। রাজ্যের প্রধান শাসকদলের সঙ্গে তাঁদের জোট ভেস্তে যাওয়া প্রসঙ্গে শুক্রবার অধীর বলেন, “আমাদের সমর্থন নিয়ে সরকার তৈরি হয়েছে। কিন্তু এখন আমাদের মুছে ফেলার চেষ্টা চলছে। আমাদের প্রাপ্য জায়গা না দিলে তৃণমূলকে রেয়াত করা হবে না।” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর কটাক্ষ, “মাননীয়া মুখ্যমন্ত্রী ভেবেছিলেন, ওঁর হাতে জাদুদণ্ড আছে। রাতারাতি সব হয়ে যাবে। এখন উনি বলছেন, ১০০-র মধ্যে ৯৯টি কাজ হয়ে গিয়েছে। এ কথা বলার হিম্মত আমাদের নেই। আমরা মনে করি, মানুষের সমস্যা দিন দিন হয়। কাজও বাড়ে। তা ধারাবাহিক ভাবে করে যেতে হয়। শুধু নীল-সাদা করে তো উন্নয়ন হয় না! বর্ধমান কত জন চাষি আত্মহত্যা করেছেন। বেকারদের কর্মসংস্থান হয়নি।” মমতা রাষ্ট্রপতি পদের জন্য প্রণব মুখোপাধ্যায়ের মনোনয়ন সমর্থন না করায় তাঁর খেদ, “দেশের সব দল সমর্থন করছে। শুধু তৃণমূল বিরোধী। এ নিয়ে সংসদে অন্য দলগুলি আমাদের কটাক্ষ করছে। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মতো শীর্ষ পদে বাঙালি যেতে পারেননি। জ্যোতিবাবু এক বার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বাংলার সিপিএম বারোটা বাজিয়ে দিয়েছিল। এখন প্রণববাবু সে সুযোগ পাচ্ছেন। কিন্তু তৃণমূল বারোটা বাজিয়ে দিচ্ছে।”
|
লাউদোহায় জঙ্গলে মিলল অস্ত্র |
একটি জঙ্গল থেকে বস্তাবন্দি দু’টি পাইপগান ও চার রাউন্ড কার্তুুজ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফরিদপুর (লাউদোহা) থানার নাচনের ঘটনা। এসিপি কাজী সামসুদ্দিন আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। ফরিদপুর থানা ও দুর্গাপুর থানার পুলিশ এই অভিযানে যোগ দেয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আসন্ন দুর্গাপুর পুরভোটে অশান্তি বাধাতে দুষ্কৃতীরা ওই অস্ত্রগুলি জঙ্গলে লুকিয়ে রেখেছিল।
|
আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের জামুড়িয়া ইউনিট গঠিত হল জামুড়িয়া বাসস্ট্যান্ডে। শুক্রবার এই ইউনিট কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূলের লিগ্যাল সেলের নেতা অসীম ঘটক। এ দিন একটি মিছিল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ইউনিয়নের মহকুমা সাধারণ সম্পাদক রাজু অহলুওয়ালিয়া।
|
ভ্রাতৃ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। তারা আমবাগান তারকাঁটা মাঠে বার্নপুর বয়েজকে ৮-২ গোলে হারায়।
|
সিপিআইএমএল-এর প্রতিষ্ঠা দিবস পালিত হল পাণ্ডবেশ্বরে। এই উপলক্ষে একটি মিছিল শহর পরিক্রমা করে। বেশ কয়েকটি নকশালপন্থী দলের সমর্থকেরা মিছিলে পা মেলান। |