2012
 


ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি: এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম
হোম টিম: ডেকান চার্জার্স

‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: ভিজ্জি এন্ড ও ডিভি সুব্বা রাও এন্ড

টেস্ট খেলা: হয়নি

সর্বাধিক ওয়ান ডে স্কোর:
ভারত ৩৫৬/৯
কবে: ৫ এপ্রিল, ২০০৫
কাদের বিরুদ্ধে: পাকিস্তান

আন্তর্জাতিক টি-২০ খেলা: হয়নি

আইপিএল ২০১২-র প্রথম খেলা: ০৭ এপ্রিল ’১২
প্রথম খেলা কাদের: ডেকান চার্জার্স বনাম চেন্নাই সুপার কিংস
মোট খেলা: ২ টি

২০০৩ -এ এই স্টেডিয়াম তৈরী হয়। প্রথম ম্যাচ ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫৮ রানে জয় দিয়ে শুরু হয়। এই মাঠে ভারত এখনও পর্যন্ত ৪টি একদিনের ম্যাচের মধ্যে একটিও হারেনি। এটি ভারতের প্রথম মাঠ যেখানে বিজ্ঞাপনের জন্য এলসিডি স্ক্রিন ব্যবহৃত হয়েছিল। তেলেঙ্গানা আম্দোলনের জন্য ২০০৯-১০ সালে শ্রীলঙ্কার ভারত সফর চলাকালীন একটি আন্তর্জাতিক একদিনের ম্যাচ এবং আইপিএল ম্যাচ এখানে আয়োজন করা যায়নি। ৪৬,০০০ দর্শকাসন সম্বলিত এই মাঠ টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতি পেলেও এখনও পর্যন্ত এখানে একটিও টেস্ট ম্যাচ খেলা হয়নি। এখানে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের দফতর অবস্থিত।

খেলার পরিসংখ্যান
প্রথম টেস্ট - -
শেষ টেস্ট - -
প্রথম ওয়ান ডে ভারত বনাম পাকিস্তান ৫ এপ্রিল, ২০০৫
শেষ ওয়ান ডে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২ ডিসেম্বর, ২০১১
প্রথম টি-২০ - -
শেষ টি-২০ - -
সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারীর পরিসংখ্যান
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী -
টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী -
ওয়ান ডে’র সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি
ওয়ান ডে’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী আশিস নেহরা
টি-২০’র সর্বাধিক রান সংগ্রহকারী -
টি-২০’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী -