2012
 


ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বই
হোম টিম: মুম্বই ইন্ডিয়ানস

‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: গারওয়ারে প্যাভেলিয়ন এন্ড ও টাটা এন্ড

সর্বাধিক টেস্ট স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ৬০৪/৬ (ডিক্লেয়ার)
কবে: ২৩ জানুয়ারি, ১৯৭৫
কাদের বিরুদ্ধে:
ভারত

সর্বাধিক ওয়ান ডে স্কোর:
নিউজিল্যান্ড ৩৫৮/৬
কবে: ১৩ মার্চ, ২০১১
কাদের বিরুদ্ধে: কানাডা

আন্তর্জাতিক টি-২০ খেলা: হয়নি

আইপিএল ২০১২-র প্রথম খেলা: ০৬ এপ্রিল ’১২
প্রথম খেলা কাদের: মুম্বই ইন্ডিয়ানস বনাম পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
মোট খেলা: ৯ টি

দক্ষিণ মুম্বইয়ের চার্চগেট রেল স্টেশনের কাছে অবস্থিত প্রায় ৬৩০০০ বর্গ মিটারের এই স্টেডিয়ামটি ভারতের প্রথম স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের উত্তর প্রান্তে একসময় বিসিসিআই-এর সদর দফতর ছিল। ভারতের প্রথম বিশ্বকাপ ট্রফিটি ২০০৬ সাল পর্যন্ত এখানেই রাখা ছিল। ১৯৪৮ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত এখানে নিয়মিত টেস্ট খেলা হত। এরপর টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু অনিয়মের জন্য এর অদুরেই তৈরি হয় ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে তৈরির পর কৌলিন্য হারায় ব্রাবোর্ন। প্রায় ৩৭ বছর পর ২০০৯ সালে এখানে আবার টেস্ট খেলা শুরু হয়।

খেলার পরিসংখ্যান
প্রথম টেস্ট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২৩-২৯ জানুয়ারি, ১৯৭৫
শেষ টেস্ট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২২-২৬ নভেম্বর, ২০১১
প্রথম ওয়ান ডে ভারত বনাম শ্রীলঙ্কা ১৭ জানুয়ারি, ১৯৮৭
শেষ ওয়ান ডে ভারত বনাম ইংল্যান্ড ২৪ অক্টোবর, ২০১১
প্রথম টি-২০ - -
শেষ টি-২০ - -
সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারীর পরিসংখ্যান
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী সুনীল গাওস্কর
টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলে
ওয়ান ডে’র সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর
ওয়ান ডে’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী ভেঙ্কটেশ প্রসাদ
টি-২০’র সর্বাধিক রান সংগ্রহকারী -
টি-২০’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী -