2012
 


চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
হোম টিম: বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স

‘প্যাভেলিয়ন এন্ড’-র নাম: প্যাভেলিয়ন এন্ড ও বিইওমএল এন্ড

সর্বাধিক টেস্ট স্কোর: ভারত ৬২৬/১০
কবে: ৮ ডিসেম্বর, ২০০৭
কাদের বিরুদ্ধে: পাকিস্তান

সর্বাধিক ওয়ান ডে স্কোর:
অস্ট্রেলিয়া ৩৪৭/২
কবে: ১২ নভেম্বর, ২০০৩
কাদের বিরুদ্ধে: ভারত

আন্তর্জাতিক টি-২০ খেলা: হয়নি

আইপিএল ২০১২-র প্রথম খেলা: ০৭ এপ্রিল ’১২
প্রথম খেলা কাদের: বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস
মোট খেলা: ১১ টি

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের সুনাম তার খেলা-পাগল দর্শক আর খেলোয়াড়দের টান-টান সম্পর্কের স্বকীয়তায়। অজস্র বীরগাথার সাক্ষী এই মাঠে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হয় ১৯৭৪-৭৫ ক্রিকেট মরসুমে। এখানেই টেস্ট অভিষেক হয় স্যার ভিভিয়ান রিচার্ডস এবং গর্ডন গ্রিনিজের। অনিল কুম্বলের ৪০০তম টেস্ট উইকেট লাভ হয় এখানেই। ১৯৯৬ সালে স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়। নব কলেবরেও পুরনো মেজাজে এবারের আই পি এল মাতাবে বেঙ্গালুরুর মাঠটি। এই স্টেডিয়ামের পুরনো নাম ছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। পরবর্তীকালে এটি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এম চিন্নাস্বামীর নামাঙ্কিত হয়। ৭০০০০ দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ।

খেলার পরিসংখ্যান
প্রথম টেস্ট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২২-২৭ নভেম্বর, ১৯৭৪
শেষ টেস্ট ভারত বনাম অস্ট্রেলিয়া ৯-১৩ অক্টোবর, ২০০৭
প্রথম ওয়ান ডে ভারত বনাম শ্রীলঙ্কা ২৬ সেপ্টেম্বর, ১৯৮২
শেষ ওয়ান ডে অস্ট্রেলিয়া বনাম কানাডা ১৬ মার্চ, ২০১১
প্রথম টি-২০ - -
শেষ টি-২০ - -
সর্বাধিক রান ও উইকেট সংগ্রহকারীর পরিসংখ্যান
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর
টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলে
ওয়ান ডে’র সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর
ওয়ান ডে’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী জাহির খান
টি-২০’র সর্বাধিক রান সংগ্রহকারী -
টি-২০’র সর্বাধিক উইকেট সংগ্রহকারী -