এই প্রথম বড় বিতর্কের কেন্দ্রে লিও মেসি। তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুললেন রিয়াল মাদ্রিদের ফুটবলার ড্রেন্থে। যিনি লোনে খেলেন এভার্টনে। ড্রেন্থে বলেছেন, “যত বার ওর সঙ্গে খেলেছি, তত বারই ও নিগ্রো বলে ডেকেছে আমায়।” এক বার নয়, বারবার এই ঘটনা হয়েছে বলে দাবি তাঁর। এই একই অভিযোগের জন্য লুই সুয়ারেজকে আট ম্যাচে সাসপেন্ড করা হয় ইপিএলে। বার্সেলোনা অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, মেসি এ ধরনের কাজ করতেই পারেন না।
|
ইউরোপা লিগ ফাইনালে দুই আর্জেন্তিনার কোচের লড়াইয়ে জয়ী হলেন শিষ্যদিয়েগো সিমিয়োনে। তাঁর দল আতলেতিকো মাদ্রিদ বুখারেস্টে ৩-০ উড়িয়ে দিয়েছে মার্সেলো বিয়েলসার আথলেতিক বিলবাওকে। কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফালকাও করলেন জোড়া গোল। ৩-০ করেন দিয়েগো রিবাস। দিয়েগো ফোরলান এবং সের্খিও আগেরো মাদ্রিদের ক্লাব ছেড়ে যাওয়ার পর এ বছর তাদের তারকা বলতে ফালকাও-ই। পোর্তো থেকে এ বছরই তিনি যোগ দেন আতলেতিকো মাদ্রিদে। গত বারের ফাইনালের মতো এ বারও তিনি গোল করলেন। এ বার দু’টো। পরপর দু’বার ইউরোপা লিগে তিনিই সর্বোচ্চ গোলদাতা। দু’বছর মিলিয়ে ২৯ ম্যাচে ২৯ গোল করার পর তাঁকে এখন ডাকা হচ্ছে ‘মিস্টার ইউরোপা লিগ’ বলে। সেই সঙ্গে ইউরোপ থেকে এ বছর এটিই স্পেনের কোনও ক্লাবের একমাত্র ট্রফি।
|
সন্তোষ ট্রফিতে বাংলার সঙ্গে কোয়ার্টার ফাইনালের গ্রুপে একসঙ্গে পড়তে পারে কেরল এবং মহারাষ্ট্র। শেষ আটের গ্রুপ ‘এ’-তে বাংলা ও পঞ্জাব আগেই ছিল। গ্রুপের বাকি দু’টো টিম আসবে দ্বিতীয় এবং চতুর্থ ক্লাস্টারের বিজয়ী হিসাবে। চতুর্থ ক্লাস্টারে মহারাষ্ট্রের সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। এই গ্রুপে মহারাষ্ট্রেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি আবার দু’নম্বর ক্লাস্টারে ত্রিপুরা ও হিমাচল প্রদেশের তুলনায় বেশি শক্তিশালী দল কেরল। তাই ১৮ মে থেকে গত দু’বারের বিজয়ী বাংলার অভিযান মোটেই সহজ হতে যাচ্ছে না।
|
কলেজ স্কোয়ারে বৃহস্পতিবার থেকে শুরু হল ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের জুনিয়র ও সাবজুনিয়র সাঁতার। প্রথম দিন রেকর্ড করেছে রিশা সিংহ (৪০০ মিটার ফ্রিস্টাইল), কুণাল বসাক (২০০ মিটার ফ্রিস্টাইল) ও সৌরভ সাহা (২০০ মিটার বাটারফ্লাই)। এই তিন জন ছাড়া বিভিন্ন বিভাগে সেরারা শান্তনু বসু, শিরিন জোহা, রিমস্মিতা পোদ্দার, অনুষ্কা কর, চন্দ্রিমা নন্দী। |