টুকরো খবর
ইভটিজিং-কে ঘিরে বিবাদে জড়ালেন দুই এলাকার মানুষ
ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে কাছাড় জেলার চেরাগি ও করিমগঞ্জ জেলার বদরপুরের মধ্যে। বরাক নদীর দুই তীরে জমায়েত হয়েছেন মারমুখী দু’দল মানুষ। সংঘর্ষের আশঙ্কায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নেমেছেন কাটিগড়ার ইউডিএফ বিধায়ক আতাউর রহমান মাঝারভুইয়া। পুলিশ জানিয়েছে, বদরপুর মিশন রোডের দুই যুবক, সাদিক আহমদ ও নাজিমউদ্দিনের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনেছেন চেরাগি এলাকার মানুষ। অভিযোগ, তারা প্রায় প্রতিদিন মোটরসাইকেলে চেপে জনতা হাইস্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করত। আজ দুপুরে প্রথমে এর প্রতিবাদ জানায় স্কুলেরই দশম শ্রেণির ছাত্র আসাদউদ্দিন। ক্ষিপ্ত দুই যুবক তাকে মারধর করে। এলাকার মানুষ উত্তেজিত হয়ে সাদিক ও নাজিমকে ধরে পাল্টা উত্তমমধ্যম দেয়। তাদের প্রধানশিক্ষকের ঘরে আটকে রাখে। স্কুলছাত্ররা তাদের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ধৃত যুবকদের ছাড়াতে বরাক নদীর ওপার থেকে নৌকায় চেপে লোকজন রওনা দেয়। ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌকাটিকে ওপারে ফিরে যেতে বাধ্য করে। অন্য দিকে, সাদিক ও নাজিমকে কাটিগড়া থানায় নিয়ে আসে পুলিশ। জনতা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাসিত বড়ভুইয়ার অভিযোগের ভিত্তিতে তাদের পরে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জখম ছাত্র আসাদকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, আটক ৫ আত্মীয়
অগ্নিদগ্ধ হয়ে এক বিধবা মহিলার মৃত্যুর ঘটনায় তাঁর দুই ছেলে, দুই দেওর ও ভাইপোর নামে খুনের অভিযোগ উঠল। কাল রাতে মুজফফ্পুরের মুশাহারি থানার নরৌলি গ্রামে ঘটনাটি ঘটেছে। বাসন্তী দেবী (৫৫) নামে ওই মহিলা পেনশন পেতেন। তা নিয়েই পারিবারিক ঝামেলা চলছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, কাল রাতের ঘটনার পরে ওই মহিলার মেজো ছেলে থানায় ওই পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, মাকে এই পাঁচজন মিলে আগুনে পুড়িয়ে মেরেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। ডিএসপি (সদর) মনীশ কুমার বলেন, “এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে পারিবারিক ঝামেলার জন্য ওই মহিলার অশান্তি ছিল। তিনি যেহেতু পেনশন পেতেন সেই কারণে সকলেই তাঁর কাছ থেকে টাকা চাইত। সেই অশান্তির জেরে মহিলা নিজেই গায়ে আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তদন্তে খুনের বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।”

প্রেমের খাতিরে মাফ আদালতে
কথায় বলে ‘প্রেমে পড়লে আর হুঁশ থাকে না’। আর অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভট্টও সেই কথায় বিশ্বাস করেন। তাই এক নাবালিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে ধৃত ‘প্রেমিক’কে নামমাত্র সাজা দিয়েই মুক্তি দিলেন তিনি। বিচারকের কথায়, “সাহিত্যিক লর্ড খোয়েন তো বলেইছিলেন, ‘ওয়ান ক্যান নট লাভ অ্যান্ড বি ওয়াইজ’।” ২১ বছরের দীপু কুমার পালিয়ে গিয়েছিল তাঁর প্রেমিকার সঙ্গে। তাতেই বাধল গোল। কারণ, জানা গেল মেয়েটি নাবালিকা। ধৃত দীপুকে আজ আদালতে তোলা হয়। সওয়াল জবাবের সময় জানা যায়, ঘর বাঁধার জন্য ব্যাকুল হয়ে বয়সটা একটু বাড়িয়ে ১৯ বছর বলেছিল মেয়েটি। বিচারক বলেন, “মেয়েটি যেহেতু বয়স বাড়িয়ে বলেছিল, তাই দীপু জানত তাঁর প্রেমিকা সাবালিকা। কেউ যখন প্রেমে পড়ে তখন কারও অত কিছু বোঝার ক্ষমতা থাকে না। মেয়েটির বয়স যাচাই করার কথা দীপু ভেবেই দেখেনি। এতে তার দোষ নেই।” বিচারকের মতে, মেয়েটি নিজেও স্বীকার করেছে সে দীপুকে ভালবাসত। আর তাই মাত্র এক হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সারা দিন আদালত কক্ষে বসিয়ে রেখেই দীপুকে ছেড়ে দেন। ভালবাসার অপরাধে কী আর শাস্তি দেওয়া যায়!

বাম বন্ধে বিপর্যস্ত বিহারের জনজীবন
ঔরঙ্গাবাদে পুলিশের লাঠি চালনা, দলের এক জেলা সম্পাদক এবং এক পঞ্চায়েত প্রধান ছোটু সিংহের খুনের সিবিআই তদন্তের দাবিতে সিপিআই (এমএল)-এর ডাকা ২৪ ঘণ্টার বন্ধে বিক্ষিপ্ত ভাবে রাজ্যের জনজীবন ব্যাহত হল। রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা ও ট্রেন অবরোধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দুপুরে পটনায় রাস্তা অবরোধ চলার সময় ডাকবাংলো মোড় থেকে দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য-সহ বেশ কিছু সমর্থককে পুলিশ গ্রেফতার করে।এই বন্ধে রাজ্যের বিভিন্ন জেলায় ট্রেন অবরোধ করে দলের সমর্থকরা। জাতীয় ও রাজ্য সড়কগুলিতেও অবরোধ করা হয়। ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় যাত্রীদের ভোগান্তি হয়। রাজ্যের সব বামদলগুলি এই বন্ধককে সমর্থন করেছে। রামবিলাস পাশোয়ানের লোক জনশক্তি পার্টিও এই বন্ধে সামিল হয়। দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “এক পঞ্চায়েত প্রধান ও আমাদের দলের এক জেলা সম্পাদক, এই দু’টি খুন রাজনৈতিক কারণে করা হয়েছে বলে আমরা মনে করি। ঔরঙ্গাবাদে ২ মে গণ অবস্থানে যে ভাবে পুলিশ লাঠি চালিয়েছে এবং আমাদের দলের ২৯ জনকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদে নেমেছি। তাঁদের বিনা শর্তে মুক্তির দাবি জানানো হয়েছে। আমরা এই দু’টি খুনের সিবিআই তদন্ত দাবি করেছি।”

চার মাওবাদী হত্যার নিন্দায় পরেশ বরুয়া
মাও নিধনের নিন্দায় সরব হল পরেশপন্থী আলফা গোষ্ঠী। গত কাল তিনসুকিয়ার সদিয়াতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের শীর্ষ নেতা সিদ্ধার্থ বুঢ়াগোহাঁই-সহ চার মাওবাদী জঙ্গির মৃত্যু হয়। আলফার সেনাধ্যক্ষ পরেশ বরুয়া আজ এক বিবৃতিতে বলেন, “মাওবাদের সঙ্গে আলফার আদর্শগত পার্থক্য থাকলেও তাদের সংগ্রামে, নতুন সমাজ গড়ার স্বপ্নে আমাদের নৈতিক সমর্থন রয়েছে।” তাঁর অভিযোগ, ভারতের এক অংশে মাওবাদীদের সঙ্গে বোঝাপড়া করছে ভারত সরকার। মাও নেতাদের মুক্তি দিচ্ছে। একই সময় অসমে মাওবাদী আদর্শে বিশ্বাসী যুবকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে।

স্বামী-সহ প্রাক্তন প্রধান খুন নালন্দায়
এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। আজ দুপুরে নালন্দা জেলার আস্থাওয়া থানার নওয়ামা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম নীতু দেবী ও মুণ্ডার মাহাত। এই ঘটনায় পঙ্কজ নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গাড়িতে চেপে ওই দম্পতি যাচ্ছিলেন। কাঁচা রাস্তায় গাড়িটি ধীরে চলছিল। নওয়ামা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নীতু দেবীর সঙ্গে গাড়িতে তাঁদের বাচ্চাও ছিল।

বিমানবন্দরের ভবনে আগুন
আগুন লাগল গুয়াহাটি বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, গত কাল রাতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরের প্রশাসনিক ভবনে আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কেউ হতাহত না হলেও আগুনে লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। দমকলের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়ায়।

নিরাপত্তা বাহিনীর গুলিতে হত ৩ জঙ্গি
আধা সেনার সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মণিপুরের উখরুল জেলায়। আসাম রাইফেল্স সূত্রে খবর, গত কাল বিকেলে মাফৌ বাঁধের কাছে চাদং টাংখুল গ্রামে প্রিপাক জঙ্গিদের ঘাঁটি গাড়ার খবর আসে। জওয়ানরা গ্রাম ঘিরে ফেলে। জঙ্গিরা গুলি চালিয়ে পালাবার চেষ্টা করলে আসাম রাইফেল্সও পাল্টা গুলি চালায়। আধ ঘণ্টার গুলির লড়াইয়ে জওয়ানদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অস্ত্র-সহ আটক তিন ব্যবসায়ী
অস্ত্র-সহ গুয়াহাটিতে ধরা পড়ল তিন ব্যক্তি। পুলিশ জানায়, গত কাল রাতে শান্তিপুর এলাকা থেকে ধরা পড়ে তপোধন সহরিয়া, মনোজ বড়ো ও মনজিৎ রামচিয়ারি নামে তিন ব্যবসায়ী। তাদের কাছ থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল, ১টি রিভলভার, প্রচুর কার্তুজ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়। জেরায় জানা গিয়েছে মেঘালয়ে কয়লা ব্যবসার সঙ্গে তারা যুক্ত। লটারি ব্যবসায় জড়িত এক ব্যবসায়ীকে অপহরণের জন্যই ওই অস্ত্র সংগ্রহ করা হয়েছিল।

দুর্নীতি-মামলার অনুমতি নিয়ে সিদ্ধান্ত ৩ মাসে
দুর্নীতি দমনে সক্রিয়তার প্রমাণ দিতে উদ্যোগী কেন্দ্র। কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরুর অনুমতি চাওয়া হলে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে সব মন্ত্রককে নির্দেশ দিয়েছে সরকার। সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি মামলা করতে সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমতি প্রয়োজন হয়। এই অনুমতি নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে একটি মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে একই সময়সীমার সুপারিশ করেছে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। সেই সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্র। কোনও সিদ্ধান্ত কেন নেওয়া হল তাও বিশদে জানাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রককে।

বালকৃষ্ণনকে নিয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে জি বালকৃষ্ণনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট। অভিযোগ, প্রধান বিচারপতি পদে থাকার সময়ে বালকৃষ্ণন ও তাঁর আত্মীয়রা বেআইনিভাবে প্রচুর সম্পত্তির মালিক হন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে বালকৃষ্ণনকে সরানোর আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

কপিরাইট বিল পাশ মন্ত্রিসভায়
কপিরাইট সংশোধনী বিলে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মানবসম্পদ উন্নয়ন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মধ্যে মতবিরোধের জেরে ২৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে বিলটি আটকে যায়। এ দিন বিলটি কিছু পরিমার্জন-সহ পাস হয়ে যায়। ১৯৫৮-র কপিরাইট আইন সংশোধন করে নতুন বিলে বলা হয়েছে, এ বার থেকে সিনেমার গান বা সংলাপ টেলিভিশনে সম্প্রচারিত হলেই সংশ্লিষ্ট গীতিকার, সুরকার, চিত্রপরিচালক, সংলাপলেখককেও রয়্যালটি দিতে হবে।

আবেদন প্রত্যাহার তেজেন্দ্র সিংহের
সেনাপ্রধান ভি কে সিংহের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি প্রত্যাহার করে নিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংহ। প্রতিরক্ষা মন্ত্রকের দফতরে আড়ি পাতার ঘটনায় ভি কে সিংহের ভূমিকা কী ছিল, তা জানার জন্য সিবিআই তদন্তের আর্জি জানিয়ে ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

হেনস্থা রোধে বিল
কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হেনস্থা ঠেকাতে বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিলের আওতায় পরিচারিকারাও পড়বেন। এ ধরনের অভিযোগের নিষ্পত্তির জন্য কর্মক্ষেত্রে একটি প্যানেল রাখতে হবে। বিলের খসড়ায় আগে বলা হয়েছিল, অভিযুক্তকেই প্রমাণ করতে হবে, তিনি নির্দোষ। সেই ধারা বাদ দেওয়া হয়েছে।

রাজস্থানিতে ‘গীতাঞ্জলি’প্রকাশ হবে বুধবার
মরু-রাজ্যেও কবিগুরুকে জনপ্রিয় করতে সক্রিয় হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার টাউন হলে রাজস্থানি ভাষায় ‘গীতাঞ্জলি’র একটি অনুবাদ বই তিনি প্রকাশ করবেন। কিছু দিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে মমতা রবীন্দ্র-জন্মতিথিকে ‘জাতীয় ছুটি’ হিসাবে ঘোষণার দাবি জানান। মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনকেও তিনি ‘গীতাঞ্জলি’ ও ‘গীতবিতান’-এর ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। কলকাতা ভিত্তিক একটি অ-সরকারি সংস্থা ‘প্রভা খৈতান ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজস্থানের বিশিষ্ট সাহিত্যিক ইকরাম রাজস্থানিকে দিয়ে ‘গীতাঞ্জলি’ রাজস্থানি ভাষায় অনুবাদ করানো হয়েছে। সংস্থার কর্ণধার সন্দীপ ভুতোরিয়া জানিয়েছেন, সামনের রবিবারই জয়পুরে ঘটা করে রবীন্দ্রজয়ন্তী হচ্ছে। সেখানে সিংহভাগ শিল্পীই মরু-রাজ্যের।

বিশ্ববিদ্যালয় গড়তে আসবে নতুন বিল
গবেষণা এবং উদ্ভাবনীবিদ্যার উন্নয়নে নতুন ধরনের বিশ্ববিদ্যালয় গড়তে একটি বিল আনার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ‘ইউনিভার্সিটিজ ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিল (ইউআরআইবি)’-এর অধীনে ১৪টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনার প্রস্তাব রয়েছে। সেগুলি পুরোপুরি সরকারি অর্থে অথবা পুরোপুরি বেসরকারি অর্থে অথবা যৌথ উদ্যোগে তৈরি হতে পারে। প্রস্তাবগুলি খুঁটিয়ে দেখে সরকার যদি মনে করে, তাহলে সে নির্মাতার সঙ্গে চুক্তিপত্র (মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট) স্বাক্ষর করবে। সেই চুক্তিপত্র সংসদে পেশ করা হবে। সংসদ চাইলে তা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.