টুকরো খবর
ক্ষুদ্র-ঋণ বিল পাশ মন্ত্রিসভায়
মন্ত্রিসভায় পাশ হল ক্ষুদ্র-ঋণ সংস্থা নিয়ন্ত্রণ বিল। বৃহস্পতিবার অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এ কথা জানিয়ে বলেন, এর জেরে ওই সমস্ত সংস্থাকে রিজার্ভ ব্যাঙ্কের আওতায় আনা যাবে। সংসদের সায় পেলেই বিলটি আইনে পরিণত হবে। মূলত অন্ধ্র প্রদেশ এবং অন্য কিছু রাজ্যে ক্ষুদ্র-ঋণ সংস্থাগুলির বেআইনি লেনদেনে রাশ টানতেই এই আইন তৈরিতে উদ্যোগী হয় কেন্দ্র। খসড়া বিল অনুসারে যে কোনও ক্ষুদ্র-ঋণ সংস্থাকে রিজার্ভ ব্যাঙ্কে বাধ্যতামূলক ভাবে নথিভুক্ত হতে হবে। তাদের নিজস্ব নিট সম্পদের পরিমাণ অন্তত ৫ লক্ষ টাকা হতে হবে। এ ছাড়া গড়া হবে একটি ক্ষুদ্র-ঋণ পর্ষদ, যারা সরকারকে এই সংক্রান্ত নীতি তৈরির বিষয়ে পরামর্শ দেবে। ছাঁটাই এসকেএসে। অন্ধ্রপ্রদেশে কর্মী ছাঁটাই ও শাখা সংখ্যা কমানোর কথা ঘোষণা করল আর্থিক সঙ্কটে পড়া ক্ষুদ্র-ঋণ সংস্থা এসকেএস মাইক্রো -ফিনান্স। দেশের একমাত্র নথিভুক্ত এই ক্ষুদ্র-ঋণ সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যে ১,২০০ কর্মী ছাঁটাই ও ৭৮টি শাখা বন্ধ করা হবে। অন্ধ্রে সংস্থার ৩,৪০০ জন কর্মী রয়েছেন ও মোট শাখা ১৮০টি। ২০১০-এ মূলত অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র-ঋণ সংস্থাগুলিকে নিয়ে বিতর্কের জেরে দেশ জুড়ে ওই ব্যবসা নিয়ে প্রশ্ন ওঠে। চড়া সুদ, ঋণ পরিশোধের জন্য গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করা এবং তার জেরে আত্মহত্যার মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। অন্ধ্রপ্রদেশ সমস্যা মোকাবিলায় নয়া আইন প্রণয়ন করে। নজরদারি করতে ক্ষুদ্র-ঋণ সংস্থাগুলিকে ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় আনে রিজার্ভ ব্যাঙ্ক।

পূর্ণেন্দুর সালিশি মামলায় স্থগিতাদেশ চাইল পেট্রোকেম
প্যারিসে আন্তর্জাতিক সালিশি আদালতে হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল)-এর বিরুদ্ধে পূর্ণেন্দুু চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করল সংস্থা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আপিল মামলাটির শুনানি শুরু হয়। এইচপিএলের আইনজীবী প্রতাপ চট্টোপাধ্যায় বলেন, “সাত বছর ধরে রাজ্য বার বার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থার সঙ্গে চুক্তি করেছে। তাঁর আবেদনে সাড়া দিয়ে চুক্তি বদলেছে। কিন্তু তিনি লগ্নি আনেননি। অথচ রাজ্যের হাতে থাকা শেয়ার দাবি করছেন। কোম্পানি ল বোর্ড থেকে সুপ্রিম কোর্ট, পরাজিত হয়েছেন সর্বত্র। হলদিয়া ক্রমশ দুর্বল হয়েছে। যদিও তিনি লগ্নি আনতে না-পারলে রাজ্য যে অন্য বিনিয়োগকারীর সন্ধান করবে তা চুক্তিতেই আছে।” আগামী মঙ্গলবার ফের মামলার শুনানি। এ দিকে, এইচপিএলের অবস্থা সঙ্গীন। রুগ্ণতা বাড়ছে। নতুন করে লগ্নি ছাড়া রোগ সারাবার দাওয়াই নেই বলেই সরকারের অভিমত। কিন্তু আইনি লড়াই ও সিদ্ধান্ত নেওয়ায় বিলম্ব সমস্যা আরও বাড়াবে বলে আইনজীবীদের আশঙ্কা।

ইউ বি গোষ্ঠীর শাখা রইল না কিংফিশার
বিজয় মাল্য-র ইউবি গোষ্ঠীর শাখা সংস্থা হিসেবে আর পরিচিত হবে না কিংফিশার এয়ারলাইন্স। গোষ্ঠীর দাবি, গত ফেব্রুয়ারিতে সংস্থার শেয়ার পুনর্গঠনের পর কিংফিশার আর তাদের শাখা নেই। সে সময় ঋণ কমাতে কিংফিশারের বেশ কিছু শেয়ার ঋণপত্রের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে বেচা হয়েছিল। ফলে সংস্থায় ইউবি-র শেয়ার ৩৪.৫৫% হয়। এপ্রিলে তা আরও কমে ২৯.৩৯% হয়। তবে এখনও কিংফিশারের শেয়ার, ব্যাঙ্ক গ্যারান্টি, বিমান লিজ ইত্যাদি খাতে ১২,০০০ কোটি টাকার বেশি লগ্নি রয়েছে ইউবি-র।

অনশনের ডাক স্টেট ব্যাঙ্ক কর্মীদের
চিকিৎসা ভাতা বৃদ্ধি-সহ দফতরে ডাক্তার নিয়োগ এবং কর্মীদের এ সংক্রান্ত আরও কিছু সুবিধা দেওয়ার দাবিতে আন্দোলনে নামছে বেঙ্গল সার্কেলের স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশন। আজ, শুক্রবার থেকে কলকাতায় সংস্থার সদর দফতরে অনশন ধর্মঘটে বসছেন সংগঠনের নেতারা। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান জানান, “আমাদের অনশন ধর্মঘট অনির্দিষ্টকাল চলবে। দাবি মানা না হলে আরও বড় আন্দোলনে নামব।”

ভোডাফোনের কর নিয়ে
অর্থ বিলে রাষ্ট্রপতির সম্মতি মিললেই ব্রিটিশ বহুজাতিক ভোডাফোনকে নোটিস পাঠাবেন কর কর্তৃপক্ষ। লোকসভায় ইতিমধ্যেই বিলটি পাশ হয়েছে। বুধবারই জরিমানা ও সুদ-সহ সংস্থার উপর ২০,৩০০ কোটি টাকার কর বসানোর কথা জানায় অর্থ মন্ত্রক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.