ক্যানসার প্রতিরোধে ‘ওষুধ’ স্তন্যদুগ্ধ, দাবি বিজ্ঞানীদের |
বহু রোগের হাত থেকেই সদ্যোজাত সন্তানকে বাঁচাতে অব্যর্থ ভূমিকা নেয় মায়ের বুকের দুধ। এ বার সেই তালিকায় উঠল ক্যানসারের নামও। বিজ্ঞানীরা বলছেন, সন্তান জন্মের পর প্রথম যে হলুদ দুধ (কোলোস্ট্রাম) তৈরি হয় মায়ের শরীরে, তাতে এক বিশেষ ধরনের ক্যানসার প্রতিরোধক রয়েছে। প্রতিরোধকটির নাম দেওয়া হয়েছে ‘ট্রেল’। বিজ্ঞানীরা বলছেন, স্তন্যদুগ্ধে থাকা এই উপাদান ক্যানসার কোষগুলিকে ধ্বংস করে দেয়। ‘জার্নাল অফ হিউম্যান ল্যাকটেশন’ পত্রিকায় এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণা চলাকালীন, সদ্য মা হয়েছেন, এমন মহিলাদের শরীর থেকে কোলোস্ট্রাম সংগ্রহ করেন বিজ্ঞানীরা। এর কিছু দিন পরে ওই মায়েদের শরীর থেকেই কোলোস্ট্রামবিহীন স্তন্যদুগ্ধ সংগ্রহ করেন তাঁরা। এর পরে, তাঁরা পরীক্ষা করে দেখেন রক্তের তুলনায় স্তন্যদুগ্ধে ‘ট্রেল’-এর পরিমাণ অনেক বেশি। এর মধ্যে সব চেয়ে বেশি ‘ট্রেল’ রয়েছে কোলোস্ট্রামে। বিজ্ঞানীরা জানান, বাচ্চাদের লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, হজকিনস রোগ, নিউরোব্লাস্টোমা প্রতিরোধে স্তন্যদুগ্ধ কার্যকরী, তা আগেই জানা গিয়েছিল। এ বার তাতে নতুন সংযোজন হল ক্যানসারের নাম।
|
অরুণাচলে প্রথম কোমর প্রতিস্থাপন |
অরুণাচল প্রদেশের মতো প্রত্যন্ত পাহাড়ি রাজ্যে এই প্রথম সম্পূর্ণ হিপ বা কোমর প্রতিস্থাপন করা হল। সম্প্রতি এক পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন জি ভট্টাচার্য নামে এক ব্যক্তি। তাঁর ডান ফিমার হাড়ের একাংশ ভেঙে গিয়েছিল। ইটানগরে রামকৃষ্ণ মিশন হাসপাতালের মুখ্য শল্য চিকিৎসক লেনিন লিগু, তাবু মুড়ি, এ চক্রবর্তী এবং এস রায় জখম ব্যক্তির কোমর ও উরুসন্ধি পুরোপুরি বদলে দেন। পাহাড়ি রাজ্যে এই ধরনের অস্ত্রোপচার আগে হয়নি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রায় তিন লক্ষ টাকার ওই অস্ত্রোপচার মাত্র ৮০ হাজার টাকায় সম্পন্ন করা হয়েছে।
|
ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন রামপুরহাট থানার দেখুড়িয়া গ্রামের বাসিন্দাদের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দেখুড়িয়া গ্রামে একজন মহিলা এবং তিনজন পুরুষ গরিব মানুষদের স্বাস্থ্যবিমার কার্ড চেয়ে তাঁদের চোখের অপারেশন করে দেওয়া হবে বলে আশ্বাস দেয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তাঁরা এ ব্যাপারে প্রচার চালাচ্ছিলেন। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় পুরো ব্যাপারটি ভাল করে জানতে চান। কিন্তু তাঁদের কাছ থেকে ‘সদর্থক’ উত্তর না মেলায় দু’জনকে আটক করে গ্রামবাসীরা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক প্রসেনজিৎ পালের দাবি, “আমরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করি। গ্রামের মানুষ আমাদের ভুল ভেবেছেন।” পুলিশ জানায়, দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
|
ইসলামপুর হাসপাতালে ট্রমাকেয়ার ইউনিট চালু, নতুন শয্যা-সহ দুই বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিতে সরব হল দুটি সংগঠন সোমবার কনফেডারেশন অব স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ এবং ইসলামপুর হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির তরফে হাসপাতাল সুপারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুই সংগঠনের নেতারা জানিয়েছেন, হাসপাতালে শল্য এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞের অভাব রয়েছে। হাসপাতাল সুপার জ্যোতি দত্ত দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। |