টুকরো খবর |
দুই জেলায় স্কুল ভোট |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ জেলায় ৫টি স্কুল পরিচালন সমিতির ভোটে কংগ্রেস ৩টি এবং সিপিএম ২টি স্কুলে জয়ী হয়েছে। অন্য দিকে রঘুনাথগঞ্জ থানার সাইদাপুর ইউএন হাইস্কুল পরিচালন সমিতির নির্বাচনে ৪টি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। তবে ওই স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয় পেয়েছে কংগ্রেসের প্রার্থীরা। সব মিলিয়ে রবিবার বহরমপুরের দুটি স্কুল ছাড়াও রানিনগর, খড়গ্রাম ও জিয়াগঞ্জের স্কুলে পরিচালন সমিতিতে ভোট হয়েছে। ফল ঘোষণার পরে দেখা যায়রানিনগর থানার হেরামপুর হাইস্কুল ও ছয়ঘরি হাইমাদ্রাসা পরিচালন সমিতির পরিচালন সমিতির ৬টি আসনেই কংগ্রেস জয় পেয়েছে। এ ছাড়াও খড়গ্রাম থানার সাবদলহ হাইস্কুল পরিচালন সমিতিতে জয় পেয়েছে তারা। সাবদলহ হাইস্কুল পরিচালন সমিতিতে কংগ্রেস ৪টি ও সিপিএম ২টি আসনে জয়ী হয়েছে। অন্য দিকে বহরমপুরের সাটুই রাজেন্দ্র হাইস্কুলে ৫টি আসনে জয়ী হয়েছে সিপিএম। একটি আসন পেয়েছে কংগ্রেস। জিয়াগঞ্জ থানার বীরেন্দ্র সিং হাইস্কুল পরিচালন সমিতির ৬টি আসনেই জয় পেয়েছে বামফ্রন্ট প্রার্থীরা।অন্যদিকে, নদিয়ার কালীগঞ্জের সাবজোলা হাইস্কুল ও জুরানপুর হাইস্কুলেও ৫টি ও ৪টি আসন পেয়ে জয়ী হয়েছে সিপিএম। নির্বাচনের ফল নিয়ে সিপিএমের কালীগঞ্জ জোনাল কমিটির সম্পাদক সুবোধ চক্রবর্তী বলেন, “বামবিরোধীদের হারিয়ে বামফ্রন্ট জয়ী হয়েছে।” কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আলতাব হুসেন বলেন, “তৃণমূল এখানে একক ক্ষমতায় লড়েছে। তাই এই ফল।”
অন্যদিকে নাকাশিপাড়ার আকন্দডাঙা হাই মাদ্রাসার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম।
|
সহায়িকাদের বেতন বন্ধ, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
দু’মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে পুরপ্রধানকে ঘেরাও করে দিনভর বিক্ষোভ দেখালেন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা শিক্ষিকারা। সোমবার ধুলিয়ানে সিটুর উদ্যোগে ওই বিক্ষোভ হয়। শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা সমিতির সম্পাদক মানোয়ারা মির্ধার অভিযোগ, ২০১০ সাল থেকে ধুলিয়ানের ১৯টি ওয়ার্ডে ৩৮টি শিশু শিক্ষা কেন্দ্র চলছে। ৭৬ জন সহায়িকা সেখানে কাজ করেন। কিন্তু গত দু’মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। উল্টে পুরসভা থেকে প্রতিটি কাউন্সিলারের কাছে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, ১৯টি ওয়ার্ডেই নতুনভাবে দুটি করে শিক্ষা কেন্দ্র খুলে সেখানে সহায়িকা নিয়োগ করতে। ফলে বর্তমান সহায়িকাদের আশঙ্কা, তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধেই এই বিক্ষোভ। ধুলিয়ানের উপ-পুরপ্রধান দিলীপ সরকার বলেন, “ওই শিক্ষা কেন্দ্রগুলিতে সরকারি নিয়ম ভেঙে সহায়িকা নিয়োগ করা হয়েছে। ৪০ বছরের কমবয়সী মহিলারা সহায়িকার কাজ করতে পারেন না। অথচ অন্তত বারো জনের বয়স ৪০ এর নীচে। ১৯ নম্বর ওয়ার্ডে একটিও শিশু শিক্ষা কেন্দ্র খোলা হয়নি। এই সব বেআইনি কাজগুলোকে সংশোধন করে সমস্ত ওয়ার্ডে শিশু শিক্ষা কেন্দ্র খোলার জন্য বর্তমান পুরবোর্ড চেষ্টা করছে। তবে আইনসম্মতভাবে চাকরির নবীকরন করে যাদের নাম ওয়ার্ড কমিটি থেকে পাঠানো হয়েছে তাঁদের বেতন পেতে কোনও অসুবিধে নেই।” ধুলিয়ানের সিটুর সম্পাদক মহম্মদ আজাদ বলেন, “বেআইনি ভাবে কোনও নিয়োগ হয়ে থাকলে তাঁরা বাতিল হতেই পারেন। চুক্তিতে প্রতিবছর নবীকরনের মাধ্যমে নিয়োগের কথা থাকলেও বাস্তবে কোনও সহায়িকাকেই ছাটাই করার বিধান নেই। ধুলিয়ানে সে প্রচেষ্টা করলে তা মানা হবে না।”
|
বিধায়কের ‘হুমকি’, সরকারি হাসপাতালে প্রহৃত চিকিৎসক
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
হাসপাতালে ঢুকে তর্জনী উঁচিয়ে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের এক কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। পরে চিকিৎসককে ‘মারধর’ও করা হয়। যদিও সোমবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্কুলভোটে পুলিশের লাঠিচালনায় এক কংগ্রেস কর্মী জখম হওয়ায় রবিবার মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে যান রানিনগরের বিধায়ক ফিরোজা বেগম। অভিযোগ, হাসপাতালে ঢুকেই কর্তব্যরত চিকিৎসককে তিনি বলেন, “আমাদের কর্মীকে আগে দেখুন, পরে অন্য কাজ!” চিকিৎসক তিমিরকান্তি ভদ্র হকচকিয়ে গিয়ে জানান, তিনি এক রোগীকে দেখছেন, দেখা হলেই যাচ্ছেন। জবাব আসে, “জানিস আমি বিধায়ক? তোর চাকরি খেয়ে নিতে পারি। দাঁড়া তোকে দেখাচ্ছি!” মিনিট পনেরোর মধ্যেই চিকিৎসক বুঝে যান, বিধায়কের মুখের উপরে কথা বলার ‘সাজা’ কী! তিমিরবাবুর অভিযোগ, “মিনিট পনেরোর মধ্যেই জনা কুড়ি কংগ্রেসকর্মী হাসপাতালে ঢুকে ‘কোথায় গেল সে’ বলে আমাকে বেধড়ক মারতে থাকে। বুকে-পেটে-হাতে গুরুতর চোট লাগে। হাসপাতাল কর্মীরা এসে আমাকে ছাড়িয়ে না নিলে মারাই যেতাম!” ইসলামপুর থানায় বিধায়ক-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তিনি। বিধায়কের দাবি, “দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও ওই চিকিৎসক আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। কে ওঁকে মারধর করেছে জানি না।” তবে জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “যে মাপেরই নেতা হোন না কেন, হাসপাতালে ঢুকে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”
|
বোমা নিষ্ক্রিয় করল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • বড়ঞা |
বোমা ফেটে দুই পুলিশ কর্মীর জখম হওয়ার পরে বড়ঞা থানা চত্বরে মজুত ৭২টি বোমা নিষ্ক্রিয় করা হল। সোমবার সকালে থানা থেকে এক কিমি দূরে করালিতলার মোড়ে একটি ফাঁকা মাঠের মধ্যে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। ওই কাজের জন্য মালদহ জেলা থেকে বম্ব স্কোয়াডের পাঁচ জন সদস্য রবিবার রাতেই বড়ঞায় এসে পৌঁছন। এর আগে রবিবার সকালে থানা চত্বরের মধ্যে থাকা বোমা ফেটে সুবোধ মণ্ডল ও জীবন মিশ্র নামে দুজন সাব-ইন্সপেক্টর জখম হন। ঘটনার পরেই তাঁদের কান্দি মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই সুবোধবাবুর ডাল হাতের কব্জি থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ আদালতের নির্দেশ পেয়ে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।”
|
কল্যাণীতে আই আই আই টি তৈরির পথে জট কাটার ইঙ্গিত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কল্যাণীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি (আইআইআইটি) তৈরির দিকে আরও এক ধাপ এগোল রাজ্য। কেন্দ্র-রাজ্যের যৌথ প্রকল্পে শরিক হতে চেয়েছে কোল ইন্ডিয়া, ইস্পাত সংস্থা জে এস ডব্লিউ বেঙ্গল ও তথ্যপ্রযুক্তি সংস্থা রোল্টা। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মন্ত্রিসভার আগামী বৈঠকে বিষয়টি পেশ করা হবে। সোমবার মহাকরণে পার্থবাবুর সঙ্গে বৈঠকে বসেন তিন সংস্থার প্রতিনিধিরা। মন্ত্রী জানান, পাবলিক প্রাইভেট পার্টনার-শিপ মডেলে তৈরি হবে প্রকল্প। ইচ্ছাপত্র চাওয়া হলে ওই ৩ সংস্থা আগ্রহ দেখায়। এ দিন রাজ্য প্রকল্প নিয়ে ‘প্রেজেন্টেশন’ দেয়। তিন সংস্থাই সায় দেয়। তিনি বলেন, “মন্ত্রিসভার সবুজ সঙ্কেত পেলে কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন চাওয়া হবে। তার ৫ বছরের মধ্যে প্রকল্প চালু হবে।” মার্চে ভূমি ও ভূমি সংস্কার দফতরের থেকে কল্যাণীতে ১০০ একর হাতে পেয়েছে তথ্যপ্রযুক্তি দফতর। এর মধ্যে এই প্রকল্পের জন্য ৫০ একর চিহ্নিত করেছে রাজ্য। এ ছাড়া রাজ্য ৪৬ কোটি টাকা ব্যয় করবে বলে জানান পার্থবাবু। কেন্দ্র ১৪৮ কোটি, বাকি ২০ কোটি দেবে তিন সংস্থা। জেএসডব্লিউ বেঙ্গল কর্তা বিশ্বদীপ গুপ্ত জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পমহলকে যুক্ত করার প্রয়াস প্রশংসনীয়।
|
শিক্ষক গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বীরভূম জেলা গোয়েন্দা দফতরের এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কান্দি জেমো শ্রীবিষ্ণু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষকে। সোমবার সকালে বহরমপুরের গির্জার মোড়ে জেলা ট্র্যাফিক কার্যালয়ের কাছে এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “সিউড়ি ডিআইবি অফিসের এক পুলিশকর্মী এ দিন বহরমপুরে এসেছিলেন। সেখানে ডাব খাওয়া নিয়ে ওই পুলিশকর্মীর সঙ্গে শিক্ষকের বচসার সময়ে তমালবাবুকে মারধর করেন অভিজিৎবাবু। সরকারি কর্মীকে মারধরের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।”
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগ্নেয়াস্ত্র ও জাল নোট-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার চাপড়ার কল্যাণদহ এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার টাকার জাল নোট-সহ কাজল শেখ, রকিবুল বায়েন ও রজ্জাক বিশ্বাসকে ধরা হয়। পরে রবিবার আড়ংসরিষা পেট্রল পাম্পের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি-সহ রাজ্জাক মোল্লা ও ইদ্রিশ মালিথাকে গ্রেফতার করে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মোটর সাইকেল ও গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম নছায় শেখ (২৫)। বাড়ি কান্দির মুনিগ্রামে। সোমবার দুপুরে কান্দি-কুলি রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। কান্দি মহকুমা হাসপাতাল থেকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে।
|
জেলে আত্মঘাতী |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সুফল সর্দার (৪৭) নামে এক বিচারাধীন আসামী। বাড়ি কৃষ্ণগঞ্জের ভাজনঘাট সর্দারপাড়ায়। সোমবার ওয়ার্ডের বাইরে বাথরুমের জানালায় ফাঁস লাগিয়ে মারা যায় সে। অতিরিক্ত জেলাশাসক অরিন্দম ঘোষ, বলেন, “ওই ব্যক্তি ২০১১ সালে ধর্ষণে অভিযুক্ত হিসেবে জেলে আসেন।”
|
মৃত শিশু উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
নবদ্বীপের ষষ্ঠীতলায় এক সদ্যোজাত শিশুর দেহ মুখে নিয়ে যাচ্ছিল কুকুরে। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে খবর দেন পুলিশে। পুলিশ জানায়, সদ্যোজাতের দেহটি কে ফেলে গিয়েছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। আশপাশের হাসপাতালেও খোঁজ নিচ্ছে পুলিশ।
|
দেহ উদ্ধার |
অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার তেহট্টের কড়ুইগাছি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, বছর ত্রিশের ওই যুবকের কোনও পরিচয় জানা যায়নি। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
|