তিনি স্থানীয় বিধায়ক। প্রাক্তন মন্ত্রীও। রাজ্য বিধানসভার স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য।
অথচ জেলা পুলিশের একটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ করলেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় এবং স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের কাছেও সোমবার চিঠি দিয়ে ঘটনাটি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি।
গত শনিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ একটি আলোচনা সভার আয়োজন করে। বিষয়: সাম্প্রতিক কালে বহরমপুরের পুলিশ-জনতা সম্পর্ক। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের প্রতিলিপি-সহ এ দিন মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগে মনোজবাবু লিখেছেন, ‘জেলার পুলিশ সুপারের নেতৃত্বে যে আলোচনা সভার আয়োজন হয়েছিল, সেখানে একমাত্র আমন্ত্রিত ছিলেন মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা। কিন্তু স্থানীয় বিধায়ক ও স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আমাকে অনুষ্ঠানের ব্যাপারে জানানোই হয়নি। এ ঘটনায় আমি নিতান্তই
অসম্মানিত’। ঘটনাচক্রে, পদাধিকারবলে মমতা নিজেও স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য। এ দিন ওই কমিটির বাজেট পর্যালোচনা বৈঠক ছিল। সেখানে ছিলেন স্বরাষ্ট্রসচিব ও ডিজি-ও। বৈঠক
শেষে কমিটির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক তাপস রায়-সহ অন্য সদস্যদের কাছে ক্ষোভ জানান মনোজবাবু।
পরে তিনি বলেন, “এলাকার মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক নিয়ে আলোচনা হল অথচ স্থানীয় বিধায়ককেই ডাকা হল না! বহরমপুর যাঁর প্রাণ, সেই সাংসদ অধীর চৌধুরী বা জেলার মন্ত্রী আবু হেনাকেও পুলিশ ডাকল না! বহরমপুরকে কি শুধু তৃণমূলের মন্ত্রীই চেনেন?”
পদে পদে কংগ্রেসকে ‘বঞ্চিত’ করতেই প্রধান শাসক দলের মদতে এমন ঘটছে বলে অভিযোগ করে মনোজবাবু বলেন, “অসৌজন্য দেখাতেই কংগ্রেসের সঙ্গে বারবার এমন ব্যবহার করছে তৃণমূল।” |