নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
জঙ্গল থেকে বার হয়ে পথ ভোলা এক হরিণ পৌছে যায় চাষির বাড়ির উঠানে। ঘুম থেকে উঠে বন্যপ্রাণীকে ঘরের সামনে ঘুরে বেড়াতে দেখে প্রথমে হকচকিয়ে যান ওই পরিবারের লোকজন। পরে এলাকার কয়েকজন যুবকের সাহায্য নিয়ে বুনোটিকে ধরে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেন তাঁরা। সোমবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে ডুয়ার্সের বক্সা ব্যঘ্র প্রকল্পের পানবাড়ি জঙ্গল লাগোয়া দামসিবাদ গ্রামে। চাষি পরিবারের কর্তা মন্তোষ বর্মন বলেন, “ঘুম থেকে বাইরে বের হয়ে দেখি হরিণটা ঘরের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে কী করব বুঝতে পারিনি। পরে চিন্তা করলাম সেটা বাইরে গেলে বিপদে পড়তে পারে। তাই দেরি না করে কয়েকজনকে ডেকে ধরে বন দফতরের হাতে তুলে দেই।” বক্সা বন বিভাগের পূর্ব রাজাভাতখাওয়ার রেঞ্জার ভবেন বসুমাতা বলেন, “হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির। পানবাড়ি জঙ্গল থেকে বার হয়ে পথ ভুলে দামসিবাদ গ্রামে ঢুকে পড়ে। স্থানীয় এক চাষি সেটা ধরে আমাদের হাতে তুলে দেয়। এ দিন হরিণটি বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
বনকর্মীদের গুলিতে চা বাগানের বাসিন্দার মৃত্যুর ঘটনায় আদিবাসী বিকাশ পরিষদ ক্ষুব্ধ। শনিবার রাতে জলপাইগুড়ি বন বিভাগের খুঁটিমারি জঙ্গলে অনিল খেড়িয়া (১৮) নামে ওই তরুণের মৃত্যু হয়। বনকর্মীদের উপরে একদল কাঠ চোর হামলায় চালানোয় আত্মরক্ষার জন্য বনকর্মীরা গুলি চালান। তাতেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে বন দফতরের দাবি। ময়না তদন্তে জানা যায়, অনিলের দেহে ছররা লাগে খুব কাছ থেকে।
|
...বসে জামরুল গাছের ডালে |
|
ফলাহার: বুলবুলির মধ্যাহ্নভোজ, শহরের এক বাগানে। ছবি: রাজীব বসু। |
|
জঙ্গলের পাখি ধরে পাচারের সময় বনকর্মীদের হাতে ধরা পড়ল তিনজন দুষ্কৃতী। রবিবার রাতে গরুমারা জঙ্গলের রামসাই এলাকা থেকে দুটি টিয়া পাখির ছানা সহ ওই দুষ্কৃতীদের ধরা হয়। ঘটনার তদন্তে নেমে বনকর্তারা জেনেছেন, শুধু পাখির ছানা নয়। একই কায়দায় জঙ্গল থেকে লোপাট হচ্ছে শঙ্খিনী সাপ।
|
খোদ জেলাশাসকের অফিস চত্বর থেকে রাতের অন্ধকারে চুরি গেল কয়েকটি মূল্যবান গাছ। রবিবার, বারাসতে। সোমবার কর্মীরা এসে দেখেন, প্রায় দশটি শাল, মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার কারণ জানতে জেলাশাসকের নির্দেশে তদন্ত কমিটি গড়া হয়েছে। জেলার বিভাগীয় বনাধিকারিক কৌশিক সরকার বলেন, “গাছগুলি খুব বড় নয়, তাই সেগুলি কেটে কাঠ বিক্রি করার সম্ভাবনা কম। তবে, কারা এই কাজ করল তা দেখা হচ্ছে।”
|
|
দিনের আলোয় গাছের ফাঁকে। নয়াদিল্লিতে পিটিআইয়ের ছবি। |
|