টুকরো খবর |
শতাধিক জঙ্গির আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক ডজন জঙ্গি সংগঠনের শতাধিক সদস্য আজ মণিপুরে অস্ত্র সমর্পণ করল। রাজ্যের ইতিহাসে এত জন জঙ্গির একত্রে আত্মসমর্পণ এই প্রথম। সেই উপলক্ষে ইম্ফলে হাজির ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) শম্ভু সিংহ। তিনি বলেন, “কেন্দ্র চায়, জঙ্গিরা অস্ত্র জমা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক। স্বাভাবিক জীবন যাপন করুক।” তাঁর মতে, জঙ্গি সংগঠনগুলি যদি, নির্দিষ্ট দাবিসহ, আলোচনায় বসে, তা হলে, দেরি না করে সমস্যার দ্রুত সমাধান সম্ভব। আসাম রাইফেলসের সদর দফতরে আজ মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী গাইখংবাম, আসাম রাইফেলসের আইজি (দক্ষিণ) মেজর জেনারেল গুরুং-এর সামনে ১০৩ জন জঙ্গি অস্ত্র জমা দেয়। তারা ইউএনএলএফ, পিএলএ, কেসিপি, কেওয়াইকেএল, প্রিপাক, ইউএনপিসি, এনএসসিএন (কে), ইউপিপিকে, ইউএলএফ ও আরও তিনটি কুকি সংগঠনের সদস্য ছিল। রাজ্যের ২০টি জঙ্গি সংগঠন আপাতত সংঘর্ষবিরতিতে রয়েছে।
|
সচিনের মনোনয়ন নোংরা চাল: ঠাকরে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সচিন তেন্ডুলকরকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া কংগ্রেসের সব চেয়ে নোংরা চাল। আজ মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ঠিক এই ভাষাতেই নিজের মত জানিয়েছেন শিবসেনা প্রধান বাল ঠাকরে। দলীয় মুখপত্রেও এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর মতে, সচিনকে মনোনয়ন দেওয়ার পিছনে নিশ্চয়ই কংগ্রেসের অন্য কোনও উদ্দেশ্য আছে। লক্ষ লক্ষ সচিন-ভক্ত ভারত রত্ন সচিন তেন্ডুলকর বলার সুযোগ হারালেন। এখন বলতে হবে সাংসদ সচিন। বাল ঠাকরে জানিয়েছেন, তিনি সচিনকে নিয়ে গর্বিত। তবে রাজ্যসভায় যাওয়ার আগে সকলের উচিত সেখানে গিয়ে কাজ করতে পারবেন কি না তা ভেবে দেখা। সচিনের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন লতা মঙ্গেশকর। নিজেই ১৯৯৯ সালে রাজ্যসভায় মনোনয়ন পেয়েছিলেন। তাঁর বিশ্বাস, ক্রিকেট মাঠের মতোই রাজ্যসভাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন সচিন।
|
তিনটি বিমানের জরুরি অবতরণ
নিজস্ব প্রতিবেদন |
ওড়ার কিছু ক্ষণের মধ্যেই জরুরি অবতরণে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার দু’টি বিমান। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ২৫৪ জন যাত্রী ও ১১ জন কর্মী। তবে বিমান দুটির ক্ষেত্রে জরুরি অবতরণের কারণ আলাদা। ১৪৮ জন যাত্রী এবং ছ’জন কর্মী-সহ এয়ার ইন্ডিয়ার দুবাইগামী বিমানটির ধাক্কা লাগে একটি পাখির সঙ্গে। বিমানটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় কোঝিকোড়ের কাছে করিপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন চালক। অন্য দিকে, চেন্নাই থেকে কোচির উদ্দেশে ১০৬ জন যাত্রী এবং ৫ কর্মীকে নিয়ে যাত্রা শুরুর পরই চালক বুঝতে পারেন তেলের ট্যাঙ্ক ফুটো। চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। বায়ুসেনার একটি বিমানও যান্ত্রিক ত্রুটির জন্য বিহারের সাসারাম শহরের সুয়ারা বিমানঘাঁটিতে আজ জরুরি অবতরণ করে। তবে যাত্রী বা বিমানকর্মীদের কারও আঘাত লাগেনি। অন্য দিকে আজ দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে তাই রয়্যাল এরার ফোর্সের আর একটি বিমান। এতে আহত হয়েছেন তিন জন।
|
শিশুকন্যাকে ফেলে গেলেন বাবা-মা
সংবাদসংস্থা • রোহতক |
হরিয়ানার পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ এক শিশুকন্যাকে ফেলে গেলেন তার বাবা-মা। জন্ম থেকেই নানা শারীরিক অসুবিধায় ভুগতে থাকা শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। শিশুকন্যার প্রতি অবহেলা, এমনকী নৃশংসতার পরিচয় সম্প্রতি পাওয়া গিয়েছে বার বার। দিল্লির এইমস হাসপাতালে ফেলে যাওয়া ফলক বা বেঙ্গালুরুতে বাবার হাতে অত্যাচারিত আফরিনের মৃত্যু নিয়ে বিতর্ক শেষ হয়নি এখনও। হরিয়ানাতেও সম্প্রতি শিশুকন্যা ফেলে যাওয়ার কয়েকটি ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর এক চিকিৎসক জানিয়েছেন, অসুস্থ শিশুকন্যাটিকে বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে আসেন রাভি নামে এক মহিলা ও তাঁর স্বামী। শিশুটির বাবা-মা হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন তাঁরা।
|
গিরিডিতে বিষমদে মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মহুয়ার মদে বিষক্রিয়ায় গত রাতে গিরিডির শীতলপুরে তিন জনের মৃত্যু হয়েছে। একই জায়গায় মহুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আরও চারজন। মৃতের তালিকায় রয়েছেন পঞ্চাশোর্ধ্ব এক মহিলাও। ওই ঘটনার জেরে আজ সকাল থেকে ওই এলাকার বিভিন্ন গ্রামে অবৈধ মদের ভাটির খোঁজে পুলিশি অভিযান শুরু হয়েছে। গিরিডি জেলার পুলিশ সুপার ওঙ্কার অমল বেনুকান্ত জানিয়েছেন, মৃতরা শীতলপুরের বাসিন্দা। নাম ভবানী দাস, তিলকিদেবী এবং সরযূ দাস। তিনজনেরই বয়স ৫৫ থেকে ৬০-এর মধ্যে। পুলিশ জানিয়েছে, অবৈধ মদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের লাগাতার লড়াইয়ের জেরে অনেক দিন ধরেই শীতলপুরে বেআইনি মদের কারবার বন্ধ। কয়েক মাস আগেও গ্রামের কিছু মানুষ জোটবদ্ধ হয়ে সমস্ত মদের ভাটি ভেঙে দেন। তবে এই ঘটনার পর পুলিশের ধারণা, লুকিয়ে চুরিয়ে নতুন করে এলাকায় মদের ভাটি গজিয়ে উঠেছে।
|
পর্যাপ্ত কপ্টার নেই বায়ুসেনার, রিপোর্ট
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের বায়ুসেনার হাতে পর্যাপ্ত সংখ্যক হেলিকপ্টার নেই। এ কথা জানিয়ে আজ সংসদে রিপোর্ট জমা দিল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সেনাবাহিনীর আরোও ১৮টি চিতা, একটি চেতক, ৭৬টি অত্যাধুনিক হেলিকপ্টার এবং ৬০টি অস্ত্রবহনে সক্ষম অত্যাধুনিক হেলিকপ্টার প্রয়োজন বলে জানানো হয়েছে এতে। প্রধানমন্ত্রীকে লেখা সেনাপ্রধান ভি কে সিংহের একটি চিঠি সম্প্রতি ফাঁস হওয়ায় বিতর্ক তৈরি হয়। চিঠিতে সেনাবাহিনীর ‘অস্ত্রহীন দুরবস্থার’ কথা প্রধানমন্ত্রীকে জানান সেনাপ্রধান। বলেছিলেন, এত কম ও পুরনো অস্ত্র নিয়ে শত্রুর অত্যাধুনিক অস্ত্রের মোকাবিলা করার ক্ষমতা ভারতীয় সেনার নেই। আজ এই রিপোর্টে সেনাপ্রধানের সেই দাবি কার্যত মেনে নেওয়া হল।
|
অশোকের বিরুদ্ধে মামলা দায়ের ইডি-র
সংবাদসংস্থা • মুম্বই |
আদর্শ কাণ্ডে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ-সহ ১৪ জনের বিরুদ্ধে টাকা নয়ছয়ের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে আজ ইডি-র আইনজীবী আর ভি দেশাই জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ৫ মার্চ টাকা নয়ছয়ের মামলাটি দায়ের করা হয়। তিনি জানান, এদের বিরুদ্ধে সিবিআইও আগে এফআইআর দায়ের করেছিল।
|
প্ল্যাটফর্ম টিকিট আজ থেকে ৫ টাকা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশ জুড়ে আগামী কাল থেকে বাড়ছে রেল স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম। ৩ টাকা থেকে বেড়ে তা হচ্ছে ৫ টাকা। যত দিন না পর্যন্ত নতুন টিকিট ছাপা হচ্ছে, তত দিন পুরনো টিকিটেই নতুন দাম ছাপ মেরে তা বিক্রি করার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। গত মার্চেই বাজেট পেশ করার সময় রেল ভাড়ার পাশাপাশি, প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর প্রস্তাব দেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তবে পরবর্তী ক্ষেত্রে রেলমন্ত্রী মুকুল রায় বর্ধিত যাত্রী ভাড়ার কিছুটা প্রত্যাহার করলেও, প্ল্যাটফর্ম টিকিটের দাম নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি। সেই অনুযায়ী, আগামী কাল থেকেই এই প্ল্যাটফর্ম টিকিটের নয়া দাম চালু হচ্ছে বলে রেল মন্ত্রক সূত্রে খবর।
|
বাঁধের কাজ রুখল গ্রামবাসীরা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বৃহৎ নদীবাঁধের বিরুদ্ধে প্রতিবাদে নির্মীয়মাণ বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গ পাথর ফেলে বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায়। বৃহৎ বাঁধের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই একজোট হচ্ছিল স্থানীয় বিভিন্ন সংগঠন। তাওয়াং নামগিয়াল লাৎসে মঠের কয়েকজন সন্ন্যাসীও আন্দোলনে সামিল হন। তাঁদের সামলাতে অরুণাচল সরকার দলাই লামাকে চিঠি পাঠিয়েছে। আন্দোলনকারীদের উপরে লাঠিও চলেছে। গত কাল কুডুং, সেখার ও ইয়ুসম গ্রামে এনএইচপিসির ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন যে প্রকল্প তৈরী হচ্ছে, তার ৫০০ মিটার লম্বা সুড়ঙ্গ পাথরের চাঁই ফেলে বন্ধ করে দেওয়া হয়।
|
সীমান্তে চরস উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ভারত-নেপাল সীমান্তের একটি গ্রামে পুলিশ ১০৫ কিলোগ্রাম চরস উদ্ধার করল। গ্রেফতার তিন জন। পুলিশ জানিয়েছে, আজ সকালে পশ্চিম চম্পারণ জেলার শরকিয়াটোলা গ্রামে অভিযান চালানো হয়। বিশাল বাহিনী সুবেদার গদ্দি নামে এক গ্রামবাসীর বাড়ি ঘিরে ফেলে। সেখান থেকেই উদ্ধার হয় চরস। পুলিশ সুপার সুনীল নায়েক বলেন, “এর বাজার মূল্য প্রাথমিক ভাবে ১০ কোটি টাকার উপর। নেপাল থেকে এই চরস এসেছে কী না, খতিয়ে দেখা হচ্ছে।”
|
ভেসে গেল ৪ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচিতে কাঁকে বাঁধের জলে স্নান করতে গিয়ে আজ বিকেলে তলিয়ে গেলেন সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার চার পরীক্ষার্থী। এঁরা হলেন— অমৃত প্রকাশ, বিকাশ কুমার, প্রিন্স রাজ এবং রাহুল কুমার। বয়স ১৮-২০-র মধ্যে। পুলিশ জানিয়েছে, চারজনই বিহারের বাসিন্দা। ওই চার ছাত্রের পরীক্ষাকেন্দ্র ছিল রাঁচিতে। গত কাল ওই চার ছাত্র পরীক্ষাতেও বসেছিলেন। রাত পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।
|
পথ দুর্ঘটনায় মৃত ৫
নিজস্ব সংবাদদাতা • পটনা |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় আজ পাঁচ জনের মৃত্যু হয়েছে। দু’টি ঘটনাই ঘটেছে গয়ার, সিভিল লাইন ও বারাচাট্টি থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, আজ সকালে বাইপাসে মোটর সাইকেলের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃতদের নাম সঞ্জয় দাস (২৫) এবং ধর্মেন্দ্র কুমার (২৪)। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, বারাচাট্টি থানা এলাকায়। এখানে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারলে তিন যাত্রীর মৃত্যু হয়। তবে পুলিশ এখনও মৃতদের নাম জানাতে পারেনি।
|
দু’টি পথ দুর্ঘটনায় মৃত ৫, আহত ৩০
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুর এবং রামগড়ে গত কাল রাতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। জখম ৩০ জন। আহতদের সাত জনের আঘাত গুরুতর বলে পুলিশ জানিয়েছে। জামশেদপুরে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে মিরজাডি এলাকায়। পুলিশ জানায়, মিরজাডির কাছে একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। জখম হন ৩০ জন যাত্রী। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে রামগড় জেলার চটুপালুঘাটির। গত রাতে একটি ট্রেলার খাদে পড়ে যায়। মৃত্যু হয় চালক ও এক আরোহীর।
|
খেলতে গিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলের ময়দানে ক্রিকেট খেলতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বিচারধীন বন্দির। মৃতের নাম জগন্নাথ মুন্ডা (২৩)। একটি খুনের ঘটনায় জড়িত অভিযোগে জগন্নাথকে গ্রেফতার করা হয়। জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কাল সকালে খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ।
|
জওয়ান ধৃত
সংবাদসংস্থা • আগরতলা |
প্রথম পক্ষের স্ত্রী-সহ শ্বশুরবাড়ির পাঁচজনকে রাইফেলের গুলিতে খুন করে গা ঢাকা দেওয়া টিএসআর জওয়ান বিজয় রিয়াং পুলিশের হাতে ধরা পড়লেন। পুলিশ সূত্রে আজ জানা গিয়েছে, কাল রাতে ত্রিপুরার ধলাই জেলার প্রত্যন্ত উপজাতি গ্রাম নাইটিংগেলপাড়ায় বিজয়কে গ্রেফতার করা হয়েছে। এই জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
|
আম পাড়ায় খুন শিশু
সংবাদসংস্থা • ফতেপুর |
না বলে আম পাড়ছিল চার বছরের শিবম। সেই ‘অপরাধে’ তাকে গুলি করে মারলেন পাঁচ প্রতিবেশী। উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় রবিবার ঘটনাটি ঘটে। অভিযুক্তরা ফেরার। |
|