পরিকাঠামোয় বৃদ্ধি ২ শতাংশে |
আটটি পরিকাঠামো শিল্পে বৃদ্ধির হার ফের তলানিতে এসে ঠেকল মার্চে। গত বছরের একই সময়ের ৬.৫% থেকে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২%। মূলত অশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে উৎপাদনে ঘাটতিই এর কারণ বলে আজ বাণিজ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যানে জানানো হয়েছে। এই দুই ক্ষেত্রে উৎপাদন কমেছে যথাক্রমে ২.৯% এবং ১০.১%। শিল্পোন্নয়নের হার হিসাবে পরিকাঠামোর গুরুত্ব প্রায় ৩৮%। ফেব্রুয়ারির হার ছিল অনেকটাই ভাল, ৬.৮%। যদিও জানুয়ারিতে এই তা ছিল ০.৫%। অশোধিত তেল, তেল শোধন, প্রাকৃতিক গ্যাস, সার, কয়লা, বিদ্যুৎ, সিমেন্ট এবং তৈরি ইস্পাত, এই ৮টি পরিকাঠামো শিল্পে ২০১১-১২ অর্থবর্ষে অবশ্য বৃদ্ধির হার ৪.৩%। আগের বছরের হার ৬.৬%।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী ২ মে প্রথম বার বাজারে শেয়ার ছাড়ছে সম্বর্ধন মাদারসন ফিনান্স। ইস্যু বন্ধ হবে ৪ মে। গাড়ির যন্ত্রাংশ তৈরির ওই বহুজাতিক গোষ্ঠী জানায়, বাজার থেকে ১৬৬৫ কোটি টাকা তোলাই লক্ষ্য। তা দিয়ে ঋণ শোধ করা ছাড়াও নয়া কারখানা গড়া হবে। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রতিটি শেয়ারের মূল্য-বন্ধনী ১১৩-১১৮ টাকা।
|
বিমান জ্বালানির দাম কিলোলিটারে ৩১২ টাকা কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, দিল্লির দাম ৬৭,৩১৯.৭১ টাকা।
|
এ বার আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের মূল্যায়নের উপর নজর রাখছে মুডিজ। তালিকায় রয়েছে এলআইসি-ও। সব দিক খতিয়ে দেখে তিন মাসের মধ্যে তাদের রেটিং কমাতে পারে ওই আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা।
|
পূর্ব ভারতে এই প্রথম পুরুষদের জন্য এমিনেন্স অন্তর্বাসের নতুন সম্ভার আনল ম্যাক্সওয়েল। ফ্রান্সের সংস্থা এমিনেন্স-এর সঙ্গে যৌথ উদ্যোগে এগুলি আনার কথা জানিয়েছে তারা। ফ্রেঞ্চি, ভিআইপি-র মতো ব্র্যান্ড রয়েছে ম্যাক্সওয়েল-এর। |