|
|
|
|
সমবায়কে সাহায্যের আশ্বাস |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
পাটভিত্তিক শিল্পের প্রয়োজনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যদি কোনও প্রশিক্ষণ চান, তবে সরকার তাদের পাশে থাকবে। এমনকী, কৃষিভিত্তিক শিল্প গড়ার পরিকল্পনা থাকলে তা-ও গুরুত্ব দিয়ে দেখবে রাজ্য সরকার। সোমবার বিকেলে কালনা ২ ব্লকের হাঁসপুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একটি অনুষ্ঠানের উদ্বোধনে এমনই বললেন রাজ্যের ভারপ্রাপ্ত সমবায়মন্ত্রী হায়দার আজিজ সফি। অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমাশাসক সুমিতা বাগচি, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্বস্থলী (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ প্রমুখ। |
|
অনুষ্ঠানে হায়দার আজিজ সফি। নিজস্ব চিত্র। |
এ দিনের অনুষ্ঠানে এলাকার মানুষের কাছে তাঁদের সমস্যার কথা জানতে চান মন্ত্রী। সমবায় গোষ্ঠীর সদস্যেরা স্বল্প সুদে ঋণ দেওয়া, সেচের জন্য মাঠে গভীর নলকূপ বসানো-সহ বিভিন্ন চাহিদার কথা জানান। সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী। ওই সমিতির সম্পাদক জগন্নাথ ঘোষ মন্ত্রীকে জানান, আগের সমবায় বোর্ড ৫ থেকে ১০ লক্ষ টাকা ঋণ দিত। এখন তা বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করা হয়েছে। মন্ত্রীর কাছে তাঁর আবেদন, কৃষিপ্রধান এই এলাকায় একটি সব্জি রাখার হিমঘর তৈরি করা হলে এলাকার বহু চাষি উপকৃত হবেন। এ ব্যাপারে সরকার সবুজ সঙ্কেত দিলে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করবেন তাঁরাই। মন্ত্রী আশ্বাস দেন, এ ব্যাপারে সমবায়ের তরফে তাঁদের কাছে পরিকল্পনা পৌঁছলে, গুরুত্ব দিয়ে দেখা হবে।
এই সমবায়ের সদস্য সংখ্যা ১০৯২, এ কথা জানার পরে মন্ত্রীর পরামর্শ, “উন্নতি করতে হলে সদস্য আরও বাড়াতে হবে।” বিধায়ক বিশ্বজিৎবাবুও এ দিন পরামর্শ দেন, “উন্নয়নমূলক কাজকর্মের পাশাপাশি সমবায়ের একটি প্রশিক্ষণ শিবির খোলা উচিত। তা হলে কোন মাটিতে কী ধরনের চাষের জন্য কতটা সার দিতে হয়, সেখান থেকে জানতে পারবেন স্থানীয় চাষিরা।” |
|
|
|
|
|