টুকরো খবর |
দু’টি স্কুলে জয়ী সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও পাণ্ডবেশ্বর |
মহকুমার দু’টি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার বারাবনির পুচড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনের মোট ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেন তাঁরা। একটিতে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থী। আগে ক্ষমতায় ছিল সিপিএম। স্কুলের শিক্ষক তথা রিটার্নিং অফিসার অভিজিৎ উপাধ্যায় জানান, নির্বাচনের শেষে তৃণমূলের সমর্থকেরা পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে নির্বাচন নির্বিঘ্নেই শেষ হয়েছে। অন্য দিকে, বরাকরের বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি নিজেদের দখলে রেখেছে সিপিএম। স্কুলের মোট ছ’টি আসনের মধ্যে চারটিতে জিতেছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। দু’টি আসন গিয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীদের দখলে। অন্য দিকে, পাণ্ডবেশ্বর রাখাল চন্দ্র বালিকা বিদ্যালয়ে সব ক’টি আসনেই জয়ী হল তৃণমূল। ৬টি আসনের মধ্যে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে ছিল তারা। রবিবার বাকি ৩ আসনে সিপিআই(এমএল)-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যেকটি আসনেই জয় পায় তারা।
|
অভিযানে গিয়ে বাধার মুখে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি থেকে বেআইনি ভাবে মদ বিক্রি হচ্ছে, সূত্র মারফত এমন খবর মেলায় তল্লাশিতে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ। রবিবার রাতে রানিগঞ্জের দামালিয়া গ্রামের বাউরি পাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টা নাগাদ তৃণমূল নেতা রাজেশ বাউরির বাড়িতে যায় পুলিশ। বাধা দেন রাজেশবাবুর পরিবারের সদস্যেরা। এর পরে আরও পুলিশ ঘটনাস্থলে গেলে রুখে দাঁড়ান পড়শিরাও। ফিরে আসতে হয় পুলিশকে। তৃণমূলের রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডলের অভিযোগ, “অবৈধ কয়লা কারবারের বিরুদ্ধে বারবার সরব হয়েছে রাজেশ। তাই কয়লা চোরেদের সঙ্গে আঁতাত করেই পুলিশ এই অভিযান চালাতে যায়। কিন্তু কিছু না মেলায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ ফিরে যায়।” এডিসিপি অবশ্য তৃণমূলের অভিযোগ অস্বীকার করে জানান, সূত্র মারফত খবর পেয়েই অভিযান চালানো হয়েছিল। কিছু না পেয়ে পুলিশ ফিরে এসেছে।
|
কয়লাচোর রুখতে জখম রক্ষী |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন ইসিএলের রানিগঞ্জের নারায়ণকুঁড়ির বেসরকারি প্যাচের ৭ জন। তাঁদের মধ্যে দু’জনকে ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। প্যাচ কর্তৃপক্ষের অভিযোগ, রবিবার রাত দেড়টা নাগাদ প্রায় দু’শো দুষ্কৃতী কয়লা চুরি করতে খাদে নামে। বাধা দিতে গিয়ে ওই ৭ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে এলেও লাভ হয়নি। পুলিশ ফিরে যাওয়ার পরে দুষ্কৃতীরা ফের গিয়ে সংস্থার ৭টি গাড়িতে ভাঙচুর চালায়। এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায়ের দাবি, খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁর আশ্বাস, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা হবে।
|
পরিশ্রুত জলের দাবি কলেজে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পরিশ্রুত জল সরবরাহ-সহ তিন দফা দাবিতে সোমবার রানিগঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখাল টিডিবি কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র-সংসদ ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। পুরপ্রধানকে একটি দাবিপত্রও দেওয়া হয়। ওই কলেজের ছাত্র সংসদের সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, “এই কলেজে এখনও জলের পাইপলাইন বসানো হয়নি। কুয়োর জলই ব্যবহার করতে হয়।” তাঁর দাবি, পুরসভাকে দ্রুত পরিশ্রুত জলের ব্যবস্থা ও নিয়মিত কলেজ পরিষ্কারের দায়িত্ব নিতে হবে। কলেজে ঢোকার মুখের রাস্তাটি পাকা করতে হবে। পুরপ্রধান অনুপ মিত্র বলেন, “দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখে নিষ্পত্তির চেষ্টা হবে।”
|
‘দুর্নীতি’, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
দুর্নীতির অভিযোগে বিক্ষোভ অন্ডালের কোলিয়ারিতে। নিজস্ব চিত্র। |
দুর্নীতির অভিযোগে কুমারডি-বি কোলিয়ারির ‘সিভিল’ বিভাগে সকাল থেকে তালা লাগিয়ে, পরিবহণ বন্ধ রেখে সিটু, আইএনটিইউসি, আইএনটিটিইউসি এবং বিএমএসের যৌথ নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। অভিযোগ, খনি-কর্মী আবাসনের রক্ষণাবেক্ষণের জন্য ৮ লক্ষ ২৯ হাজার টাকার দরপত্র অনুযায়ী কাজ শুরু হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে পুরো বিল মিটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আধিকারিকেরাও জড়িত বলে দাবি সংগঠনগুলির। তাঁদের দাবি, তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিতে হবে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
জয়ী ক্রিকেট লাভার্স |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় প্লে-অফ ম্যাচে জয়ী হল ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশন। সোমবার আসানসোল স্টেডিয়ামের খেলায় আসানসোল সিএকে তারা ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সিএ সব উইকেট হারিয়ে ৫৪ রান করে। জবাবে ক্রিকেট লাভার্স ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
বিদ্যুৎ চেয়ে ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ছ’দিন ধরে বিদ্যুৎহীন অন্ডালের ময়রা কোলিয়ারি এলাকার ৪ নম্বর কর্মী আবাসন এলাকা। প্রতিকার চেয়ে কোলিয়ারির ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কর্মীরা। ম্যানেজার দিলীপ কুমার জানান, ট্রান্সফর্মার বিকল হওয়ায় এমন বিপত্তি হয়েছে। দ্রুত সমাধান করা হবে।
|
লোহা চুরি, ধৃত |
লোহার আকরিক চুরির অভিযোগে কালীদাস রুইদাস নামে এক ব্যক্তিকে ধরেছে পুলিশ। জামুড়িয়ার তপসি রেল সাইডিং-এ মালগাড়ি থেকে লোহা আকরিক লরিতে চাপানোর সময় সে প্রায়ই তা চুরি করত বলে জানিয়েছে পুলিশ। |
|