শিলিগুড়ি শহরে ডায়েরিয়ার সংক্রমণ চলছেই। শিলিগুড়ি জেলা হাসপাতালে রবিবার অন্তত ৫০ জন ডায়েরিয়ার সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন। উত্তরবঙ্গ ডেন্টাল কলেজেও নতুন করে কয়েকজন ছাত্র ডায়েরিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। শহরের নার্সিংহোমগুলিতেও ডায়েরিয়া আক্রান্ত হয়ে রোগীরা যাচ্ছেন বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও জেলা স্বাস্থ্য দফতর বা পুরসভা কেউই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না বলে অভিযোগ উঠেছে। পুরসভার বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, “যা শুনছি তাতে গত ৬ দিনে শুধুমাত্র শিলিগুড়ি জেলা হাসপাতালেই সাড়ে তিনশোর বেশি রোগী ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন নার্সিংহোমগুলিতেও। কিন্তু শহরে ঠিক কত জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন নার্সিংহোমগুলিতে রয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কাছে সেই তথ্য নেই। তা ছাড়া বিভিন্ন এলাকার পানীয় জল পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, খোলা খাবার বিক্রি বন্ধ করা, হোটেলগুলিতে রান্নার ব্যবস্থা, খাবারের মান এ সব খতিয়ে দেখার ব্যাপারে পুর কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য বিভাগ এখনও কোনও সঠিক পদক্ষেপ নিতে পারেনি।” মেয়র গঙ্গোত্রী দত্ত অবশ্য জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা। হাসপাতালের চিকিৎসকদের একাংশের এখনও অনুমান পানীয় জল থেকেই ডায়েরিয়ার সংক্রমণ ছড়াচ্ছে। উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ হস্টেলের পড়ুয়ারা দাবি করেছেন দ্রুত ওভারহেড জলাধার পরিষ্কার করার ব্যবস্থা করা হোক। অথচ রবিবার পর্যন্ত ওই কাজ না-হওয়ায় তাদের বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ। শহরের বস্তি এলাকাগুলি থেকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে যাচ্ছেন। অথচ পুরসভার তরফে বস্তি এলাকাগুলিতে কোনও সচেতনতা প্রচার বা স্বাস্থ্য শিবির কেন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি এখন-ই গুরুত্ব দিয়ে না দেখলে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে বলে শহরের চিকিৎসকদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন। |