স্বামীর অপূর্ণ কাজ শেষ করাই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানালেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনতি মিশ্র। বাঁকুড়া কেন্দ্রের প্রয়াত বিধায়ক কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতিদেবীকে এই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল
|
মিনতি মিশ্র। নিজস্ব চিত্র। |
প্রার্থী করেছে। শনিবার দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় তাঁর নাম ঘোষণা করেন। মিনতি দেবী বলেন, “বাঁকুড়ার উন্নয়ন করাই আমার স্বামীর একমাত্র লক্ষ্য ছিল। সেই কাজ এখনও অনেক বাকি। দল আমাকে প্রার্থী করায় আমি তাঁর সেই অসমাপ্ত কাজকে শেষ করার সুযোগ পেয়েছি।” ১২ জুন এই কেন্দ্রের উপনির্বাচন। তৃণমূলের জেলা সভাপতি অরূপ খাঁ বলেন, “মিনতিদেবীকে দল প্রার্থী করায় আমরা খুশি।” তিনি জানান, আজ রবিবার, তাঁরা নির্বাচনী প্রচারের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন।
এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দলের মধ্যে নানারকম জল্পনা কল্পনা চলছিল। দলেরই একাধিক গোষ্ঠী থেকে কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। তাঁদের কী প্রচারে সেভাবে পাওয়া যাবে? তৃণমূলের জেলা সভাপতি বলেন, “অনুগামীরা তাঁদের প্রিয় নেতাকে প্রার্থী হিসেবে চাইতেই পারেন। কিন্তু দলই শেষ কথা বলে। তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাই একজোট হয়ে এই উপনির্বাচনের প্রচারে নামব।” বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা বলেন, “মিনতিদেবীকে প্রার্থী করাটা দলীয় সিদ্ধান্ত। আমরা খুশি।” তাঁর দাবি, “বিধানসভা নির্বাচনের সময় আমরা সবে পুরসভার ক্ষমতায় এসেছিলাম। তখন কাশীবাবু প্রচুর ভোট পেয়েছিলেন। আরও কাজ করে মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছি।” জেলা কংগ্রেস সভাপতি তথা কাশীবাবুর নির্বাচনী এজেন্ট ব্রজবাসী বিশ্বাস বলেন, “কাশীদা’র সঙ্গে অনেক সময় বৌদিও নির্বাচনী প্রচারে থাকতেন। এ বার বৌদির জন্যও প্রচারে নামব।” |