ফুটবল, কাবাডি থেকে অ্যাথলেটিক্স, সাঁতার! রাজ্য সরকারের উদ্যোগে ওই সমস্ত বিভিন্ন খেলায় দল তৈরি করতে আগামী মাস থেকেই শিবির শুরু হবে বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই রাজ্য স্পোর্টস কাউন্সিলের তরফে গঠিত কমিটির প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ঘুরছেন।
জেলাগুলিতে আলাদা করে কমিটি তৈরি করতে তাঁরা কাজ শুরু করেছেন। ২ দিন ধরে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ঘুরে জেলাস্তরে কমিটি গড়েন রাজ্য স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব অজিত বন্দ্যোপাধ্যায় এবং গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। স্পোর্টস কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, জেলাশাসককে চেয়ারম্যান এবং পুলিশ সুপারকে ভাইস চেয়ারম্যান করে সাধারণত জেলাস্তরে ১৫ জনের কমিটি তৈরি করা হচ্ছে। ওই কমিটি প্রথমে বিভিন্ন খেলার শিবিরের আয়োজন করবেন। পরে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
কমিটিতে জেলাশাসকের পাশাপাশি মহকুমাশাসক এবং বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত স্থানীয় খেলোয়াড়, অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হচ্ছে। অজিতবাবু বলেন, “প্রতিটি জেলাতেই ফুটবল এবং অ্যাথলেটিক্স বাধ্যতামূলক হিসাবে রাখা হচ্ছে। সঙ্গে আরও ৪টি খেলা রাখতে হবে। শিবিরের পরে প্রতিযোগিতার আয়োজন করে জেলাস্তরে বিভিন্ন খেলায় উঠতি প্রতিভা বাছা হবে। বিভিন্ন জেলা থেকে বাছা ওই খেলোয়াড়দের নিয়ে ফের রাজ্যস্তরে শিবির করে ৩০ জনকে বেছে নেওয়া হবে চূড়ান্ত ভাবে। রাজ্য সরকারের তরফে তাদের থাকা খাওয়া, পড়াশোনার ব্যবস্থা করা হবে। তাদের নিয়ে দল গড়া হবে।” খেলা ভেদে বিভিন্ন বয়স সীমাও রাখা হচ্ছে।
ফুটবল, অ্যাথলেটিক্স ছাড়া তালিকায় আপাতত আরও ১০ টি খেলা রাখা হয়েছে। সাঁতার, টেবল টেনিস, খো খো, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, হকি, তিরন্দাজি এবং জিমনাস্টিক। শিলিগুড়িতে বাধ্যতামূলক দু’টি খেলা ছাড়াও বাকি চারটে খেলার মধ্যে থাকছে টেবল টেনিস, খো খো, কাবাডি এবং ভলিবল। জলপাইগুড়িতে রাখা হয়েছে ব্যাডমিন্টন, ভলিবল, খো খো এবং কাবাডি। এই জেলাগুলিতে ১০ মে থেকে শিবির শুরু করার চেষ্টা করতে বলা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও শীঘ্রই কমিটি গঠন করা হবে।
রাজ্যের ১৯ টি জেলায় ১ টি করে কমিটি গড়া হবে। তার সঙ্গে বিশেষ কমিটি গড়া হবে শিলিগুড়ি, দুর্গাপুর এবং ঝাড়গ্রামে। শিলিগুড়ির কমিটির চেয়ারম্যান করা হয়েছে অতিরিক্ত জেলাশাসককে। ভাইস চেয়ারম্যান থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার। তা ছাড়া টেবল টেনিস কোচ অমিত দামকে রাখা হয়েছে। থাকছেন মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ, কুন্তল গোস্বামী, দীপক শীলদের মতো ব্যক্তিরা। |