আই লিগ
আজ টোলগের শেষ হোম ম্যাচ নিয়ে জল্পনা
হোসে ব্যারেটোর ছবি সহ টি শার্ট তৈরি করে বিক্রি করছেন মোহনবাগানের এক ফ্যান ক্লাব সদস্যরা। তাতে লেখা ‘ইন ব্যারেটো উই ট্রাস্ট।” ব্যারেটোকে শেষ ম্যাচে সংবর্ধনা জানাতে। কলকাতায় আই লিগে লাল-হলুদ জার্সিতে টোলগে ওজবের শেষ ম্যাচ কি আজ?
লাল হলুদ সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি জল্পনা তা নিয়েই। টোলগের দলবদল নিয়ে ধোঁয়াশা এতটাই যে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান পর্যন্ত রবিবার বলেন, “টোলগে পরের মরসুমেও থাকবে কি না সেটা ওর ব্যাপার। দল দলের মতো চলবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার পরেও ম্যান ইউ প্রিমিয়ার লিগ জিতেছে।” সেই সঙ্গে মর্গ্যান বলেন, “কলকাতায় ইদানীং যা হয়নি আমার ক্ষেত্রে তাই হচ্ছে। পরপর তিন বছর কোচ থাকছি আমি।”
আই লিগে আজ স্পোর্টিংয়ের সঙ্গে খেলে লাল-হলুদের বাকি থাকছে পুণেতে এয়ার ইন্ডিয়া ম্যাচ। কাজেই এটাই কলকাতায় শেষ আই লিগ ম্যাচ। টোলগে অবশ্য কলকাতা লিগের একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। মর্গ্যানের কথায়, “আর ছ’পয়েন্ট নিয়ে গত বারের মতোই এ বারও ৫১-য় শেষ করতে চাই।” যুবভারতীতে স্পোর্টিং ক্লুব গোয়ার বিরুদ্ধে নামার আগে মর্গ্যান পাচ্ছেন পুরো দলই। অন্য দিকে বরং স্পোর্টিংয়ের সবচেয়ে সফল জেমস মোগা খেলতে পারবেন না কার্ড-সমস্যায়।
ম্যাচের আগের দিন মর্গ্যানকে পাওয়া গেল আত্মসমালোচকের ভুমিকায়। মেহতাব হোসেনের চোটের জন্য বেশ কিছু ম্যাচে না খেলাকেই তিনি দায়ী করেন এ বার বেশি গোল খাওয়ার জন্য। তাঁর বক্তব্য, “মেহতাব অনেক ম্যাচেই ছিল না। তাই ওপারার উপর বেশি চাপ পড়েছে। গত বারের তুলনায় তাই এ বার ডিফেন্সকে বেশি পরীক্ষার সামনে পড়তে হয়েছে।” এ দিকে সালগাওকর এ দিন চিরাগ কেরলকে ১-০ হারিয়ে উঠে এল ছ’নম্বরে। মোহনবাগান পাঁচে। প্রয়াগ সাতে।

সোমবারে আই লিগ

ইস্টবেঙ্গল : স্পোর্টিং ক্লাব (যুবভারতী, ৩-৩০)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.