ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি যে এ বার ম্যাঞ্চেস্টার শহরেই আসছে তা নিশ্চিত। এখন শুধু সেটা কেড়ে নেওয়ার প্রতিযোগিতা শহরের দুই বড় ক্লাবের মধ্যে। মনে করা হচ্ছে, সোমবার রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটির ডার্বির পরই চূড়ান্ত হয়ে যাবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। ইউনাইটেডের এখন ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সিটির ৮০। প্রথম পর্বের ম্যাঞ্চেস্টার ডার্বির স্মৃতি এখনও তাজা শহরবাসীর কাছে। ছ’মাস আগে ওল্ড ট্র্যাফোর্ডে সেই ম্যাচে ৬-১ জয় সত্ত্বেও ম্যান সিটি কোচ রবের্তো মানচিনি চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন না। বরং তাঁর বক্তব্য, “সিটি এই ম্যাচ জিতলেও ম্যান ইউয়ের কাছেই বেশি সুযোগ থাকবে ট্রফি জেতার। আমাদের কিন্তু এর পর নিউক্যাসলে অ্যাওয়ে ম্যাচ আছে।” ডার্বির আগে বিনয় সঙ্গী ম্যান ইউ কোচ ফার্গুসনেরও। বলছেন, “ম্যান সিটি যদি ডার্বি জিতে যায়, লিগও ঢুকবে সিটির ঘরেই।” এর এক দিন আগেই তো ফার্গুসন আবার দাবি করেছেন, তাঁর কোচিং কেরিয়ারের এটাই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্বি। শুধু তাই নয়, লিভারপুলের থেকেও ম্যান ইউয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন সিটিই। মানচিনির বড় সুবিধা, খেলা ঘরের মাঠে। আর সমস্ত বিতর্ক পিছনে ফেলে এসে কার্লোস তেভেজের দুরন্ত ফর্ম। ইতিমধ্যে হ্যাটট্রিকও করে ফেলেছেন এই আর্জেন্তিনীয়। ফার্গুসনের চিন্তা আবার নানির চোট। ম্যাঞ্চেস্টারবাসী অবশ্য সে সব নিয়ে খুব চিন্তিত নন। তাঁরা একটা দুর্দান্ত ম্যাচের অপেক্ষায়।
|
জঙ্গলমহলের একঝাঁক তরুণ ফুটবলার আজ ময়দানে অভিনব ফুটবল বাজারে উপস্থিত। তাঁদের বেছে নিতে গ্রিয়ার মাঠে সোমবার উপস্থিত হবেন কলকাতার বেশ কিছু নামী ক্লাব কর্তা। কলকাতার নামী কোচ রঘু নন্দী ও তাঁর স্ত্রী রত্না নন্দী নিজেদের উদ্যোগে লালগড়ে তিনটি ক্লাবে গিয়ে ২০০ জনকে ট্রেনিং দিয়েছেন। রত্নার মেয়েদের লিগের ক্লাব সরোজিনীতে খেলেন জঙ্গলমহলের একঝাঁক মেয়ে। সেই সূত্রেই ভাবনা। পুলিশের গাড়ি পাহারা দিয়ে রঘুদের নিয়ে যায় দূর সাঁকরাইল, সাতপাটিতে। সেখানে কোচিং দিয়ে জনা তিরিশ আদিবাসী ফুটবলারকে বাছা হয়েছে। আজ কর্তাদের সামনে তাঁদের পরীক্ষা। উৎসাহ দিতে থাকছেন মন্ত্রীরাও। পরীক্ষা সফল হলে বাংলার পাহাড়ে ফুটবলার বাছার পরীক্ষায় যেতে পারেন রঘু। মণিপুর, মিজোরাম, মেঘালয়, সিকিম থেকে পাহাড়ি ফুটবলারদের বন্যা। বাংলার পাহাড়ি এলাকা থেকে ফুটবলার তুলে আনার ব্যাপারে দীর্ঘমেয়াদি ভাবনা নেয়নি কেউ। ময়দানের ৮টি ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর, এরিয়ান কোচ রঘু বললেন, “জঙ্গলমহলের প্লেয়াররা এখনই প্রিমিয়ার লিগের জন্য তৈরি নয়। কিন্তু প্রথম ডিভিশনে খেলতেই পারে। ওদের সুযোগ দিতেই এই ব্যবস্থা।”
|
বারোয় পা রাখা চান্দ্রেয়ী হাজরা চমকে দিল রাজ্য দাবায়। এই বয়সে অন্যদের উড়িয়ে মহিলাদের খেতাব জিতে। যা এক অনন্য নজির। আজ পর্যন্ত এত কম বয়সী কেউ সিনিয়র খেতাব জেতেনি। ক্লাস সেভেনের চান্দ্রেয়ী এক মাস আগে রাজ্য দাবায় অনূর্ধ্ব তেরোয় চ্যাম্পিয়ন হয়েছে। তবে মহিলাদের মধ্যে সবাইকে ছাপিয়ে যাওয়াটা অনেক বড় চমক। শেষ দিন সুকন্যা দত্তর সঙ্গে দ্রুত ড্র করে ট্রফি নিশ্চিত করে নেয় চান্দ্রেয়ী। তার মা শর্মিষ্ঠা, মেয়ের সাফল্যে কৃতিত্ব দিচ্ছেন কোচ নীরজ মিশ্রকে। বঙ্গ-দাবার নতুন বিস্ময় অপরাজিত থেকে সাত ম্যাচে তুলেছে ৬ পয়েন্ট। টুর্নামেন্টে খেলেছেন স্বাতী মোহতাও। শীর্ষ বাছাই স্বাতী টাইব্রেকে দ্বিতীয় হন। সামনে তিনটি জাতীয় টুর্নামেন্ট। সিনিয়র (মহিলাদের), জুনিয়র ও সাবজুনিয়র। তিন জায়গাতেই বাংলা দলে জায়গা পেল রিষড়ার চান্দ্রেয়ী। অর্থাৎ বড় পরীক্ষার সামনে কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী। অন্য দিকে জমাট নাটক হয়েছে রাজ্য দাবায় ছেলেদের জুনিয়রে (অনূর্ধ্ব উনিশ)। এখানে শেষ রাউন্ডের পর পাঁচ জন একই পয়েন্টে শেষ করায় টাইব্রেকে খেতাব জেতেন দেবর্ষি মুখোপাধ্যায়। সাবজুনিয়র চ্যাম্পিয়ন মিত্রাভ গুহ। আর সব কটি ম্যাচ জিতে ষাটোর্ধ্ব পুরুষদের সেরা হয়েছেন স্বপন কুমার দাস।
|
রাজ্য অনূর্ধ্ব ১৯ বাস্কেটবলে কলকাতার বড়বাজার যুবক সভার মাঠের প্রথম খেলায় হারল বর্ধমানের মেয়েরা। তারা কলকাতার রাখি সঙ্ঘের কাছে ২৩-৪২ পয়েন্টে হারে। তবে পরের ম্যাচে তারা ৪২-১৭ পয়েন্টে চেতলা পার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে বর্ধমানের ছেলেরা প্রথম ম্যাচে ৪২-২৩ পয়েন্টে ওয়াইএমসিএ-কে হারায়।
|
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ ২-০ জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিনে উঠে এল অস্ট্রেলিয়া। ফলে ভারত নেমে গেল চার নম্বরে। ভারতের সঙ্গে একই পয়েন্টে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। সদ্যপ্রকাশিত ক্রমপর্যায় তালিকায় এক নম্বরে ইংল্যান্ড এবং দু’নম্বরে দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যান ও বোলারদের ক্রমপর্যায়ে সেরা চন্দ্রপল ও স্টেইন।
|
বাংলাদেশের কিংবদন্তি গায়িকা রুনা লায়লার কিশোর নাতি জইন সুযোগ পেলেন আর্সেনালের ট্রেনিং শিবিরে। আট বছরের জইনকে আর্সেনাল অ্যাকাডেমিতে ৫ সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে। উচ্ছ্বসিত রুনা নিজে এই খবর জানিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কে। |