নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
স্কুল পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি বাধল। তৃণমূলের এক কর্মীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। ভাঙচুর করা হয় ভোটের কাজের জন্য তৈরি তৃণমূলের অস্থায়ী বুথ। পাল্টা সিপিএমের দলীয় কার্যালয়ে ইট-পাটকেল ছোড়ে তৃণমূলের লোকজন। রবিবার ঘটনাটি ঘটেছে হুগলি উচ্চ বালিকা বিদ্যালয়ে। দীর্ঘ দিন ধরেই ওই স্কুলের ক্ষমতা রয়েছে সিপিএমের হাতে। |
পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। গোলমালের সূত্রপাত বিকেল ৩টে নাগাদ। দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তৃণমূলের অভিযোগ, আচমকাই সিপিএমের লোকেরা তৃণমূলের ৩টি বুথে চেয়ার-টেবিল ভাঙচুর করে। মারামারি বেধে যায়। ঘটনাস্থলে থাকা গুটি কয়েক পুলিশকর্মী পরিস্থিতি সামাল দিতে পারেননি। গোপাল ঘোষ নামে এক তৃণমূল কর্মীর ডান হাতে গুরুতর চোট লাগে। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। তৃণমূলের এক কাউন্সিলরও আহত হন।
উত্তেজিত তৃণমূল কর্মী-সমর্থকেরা সিপিএমের স্থানীয় একটি কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ। ইট ছুড়ে কার্যালয়ের কাচ ভেঙে দেওয়া হয়। ডিএসপি (সদর) মহম্মদ রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দু’পক্ষকে নিরস্ত করে। এর পরে দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কোনও দলই অবশ্য অভিযোগ মানতে চায়নি। |