জমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উপদেষ্টা টি কে নায়ার। এই কেলেঙ্কারিতে জড়িয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) ও বিতর্কিত টাট্রা ট্রাক চুক্তিও।
বেঙ্গালুরুতে বিইএমএল কর্মীদের সমবায়ের হাতে বেশ কিছু জমি রয়েছে। সমবায়ের অন্যতম সদস্য কে এস পেরিয়ারস্বামীর অভিযোগ, সম্প্রতি নিয়ম ভেঙে অত্যন্ত কম দামে দু’টি জমি নায়ারের ভাগ্নি এ প্রীতি প্রভা ও পারিবারিক বন্ধু উমাদেবী নাম্বিয়ারকে দেওয়া হয়েছে। বিইএমএল কর্তা ভি আর এস নটরাজনের চাপেই কর্মী সমবায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে দাবি পেরিয়ারস্বামীর। তিনি জানিয়েছেন, ওই জমি পেতে হলে অন্তত ৬ বছর বিইএমএলে চাকরি করতে হবে। ১০ বছর বাস করতে হবে কর্নাটকে। কিন্তু এ ক্ষেত্রে একেবারে বহিরাগতদের জমি দেওয়া হয়েছে।
বিইএমএলের মাধ্যমেই সেনাবাহিনীকে টাট্রা ট্রাক বিক্রি করত বিতর্কিত ব্যবসায়ী রবি ঋষির ভেকট্রা গোষ্ঠী। ওই ট্রাক বিক্রির চুক্তিতে অনিয়মের অভিযোগের তদন্ত করছে সিবিআই। জেরা করা হয়েছে নটরাজনকেও। সংবাদমাধ্যমে প্রকাশ, টাট্রা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন ও প্রতিরক্ষা মন্ত্রকে অভিযোগ জমা পড়ার পরে নায়ারের আত্মীয়-বন্ধুদের জমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন নটরাজন। পেরিয়ারস্বামীর দাবি, নায়ারের প্রভাবকে কাজে লাগিয়ে বেঁচে যাওয়ার পথ খুঁজছিলেন বিইএমএল কর্তা। এই বিষয়ে রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ও মনমোহন সিংহকে চিঠিও লিখেছেন পেরিয়ারস্বামী। ওই দু’টি জমি ফেরত দিয়েছেন নায়ারের ভাগ্নি ও বন্ধু। নায়ার একটি বিবৃতিতে জানিয়েছেন, নিয়ম ভেঙে তাঁর ঘনিষ্ঠদের জমি পাইয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। টাট্রা ট্রাক চুক্তির সঙ্গেও এই বিষয়ের কোনও যোগ নেই। |