পদ নয়, অগ্রাধিকার দেওয়া উচিত দলীয় সংগঠনকেই। রাজনীতিতে নিজের ‘আখের গোছানোর’ চেয়ে দলীয় সংগঠন চাঙ্গা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। আজ দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বকে পরোক্ষে এই বার্তাই দিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত।
লোকসভা ভোটের দু’বছরও বাকি নেই। প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই সক্রিয় একাধিক মহল। ছত্রপতি শিবাজীকে নিয়ে লেখা বিজেপি সাংসদ অনিল মহাদেব দাভের বই প্রকাশ অনুষ্ঠানে বিজেপির সেই সব মহলকে পরোক্ষে বার্তা দিয়ে মোহন ভাগবত বলেন, “শিবাজী রাজা হওয়ার জন্য লালায়িত ছিলেন না। ঠিক তেমনিই পদের কথা না চিন্তা করে সংগঠন ও দেশের জন্য ভাবা উচিত। কেবল নেতাতেই দল চলে না। দলের কাজের জন্য কর্মকর্তাও দরকার। তারাই তৃণমূল স্তরে দলীয় সংগঠনকে এগিয়ে নিয়ে যায়।”
বিজেপি-সূত্র বলছে, আসন্ন লোকসভা ভোটে প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে দলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। দলের বর্ষীয়ান সাংসদ লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই রয়েছেন তালিকায়। কিন্তু সঙ্ঘ মনে করছে, এর ফলে বিজেপির সংগঠনই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোহন ভাগবত আজ এ নিয়ে তাঁর অসন্তোষের কথাই বুঝিয়ে দিলেন বলে মত বিশেষজ্ঞদের। বস্তুত সঙ্ঘ মনে করছে, একের পর এক দুর্নীতিতে ইউপিএ সরকারের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কিন্তু তার সুযোগ নিতে ব্যর্থ হচ্ছে বিজেপি। সরকারের বিরুদ্ধে বিরোধিতায় যাওয়ার বদলে বিভিন্ন প্রশ্নে অন্তর্কলহে জড়িয়ে পড়ছে দল। ভাগবত বলেন, “এখন অনেক ভাল অবস্থায় রয়েছি। এর সুযোগ নেওয়া উচিত। তা ছাড়া গণতন্ত্র অনেক সক্রিয়। এই পরিস্থিতিতে নেতাদের নিজের আখের গোছানোর চিন্তা ছেড়ে দলে মনোনিবেশ করাই বাঞ্ছনীয়।” |