অ-ডিমাসা উপজাতিদের ডাকা বন্ধের মধ্যেই আজ ডিমাসা হাসাও জেলা স্বশাসিত পরিষদের ৬১-তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অবশ্য আসেননি। প্রধান অতিথি হিসেবে তাঁরই থাকার কথা ছিল। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে আজ এই বন্ধের ডাক দিয়েছিল। বন্ধে এ দিন মিশ্র সাড়া মিলেছে।
কেন এলেন না মুখ্যমন্ত্রী, এর কোনও ব্যাখ্যায় কেউ যাননি। গগৈ নিজেও প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যে বার্তা পাঠিয়েছেন, তাতে শুধু বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ তাঁর আসা হল না। তবে স্বশাসিত পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি জেলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় সাংসদ কংগ্রেসের বীরেন সিংহ ইংতি বলেন, “শিলচর-লামডিং ব্রডগেজ এবং ইস্ট-ওয়েস্ট করিডর বাস্তবায়িত হলে দেশের পর্যটন মানচিত্রে ডিমা হাসাও স্থান পাবে।” পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবজিৎ থাওসেনও ওই দুই জাতীয় প্রকল্পের উপরে গুরুত্ব দেন। তিনি জানান, এ জন্য বরাক উপত্যকার বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে চলেছেন। আগে জঙ্গি সমস্যার জন্য কাজকর্ম এগোতে না পারলেও এখন পার্বত্য জেলাটিতে শান্তি ফিরে এসেছে বলে দাবি করেন তিনি। প্রতিষ্ঠা দিবসে বন্ধ ডাকায় দেবজিৎবাবু ইন্ডিজেনাস পিপলস ফ্রন্টের সমালোচনা করেন।
এ দিকে, বন্ধের দরুন আজ হাফলং, মাহুর ও হারাঙ্গাজাও-য়ে দোকানপাট খোলেনি। গাড়ি চলেনি। তবে জেলার অন্যত্র বন্ধের কোনও প্রভাব পড়েনি। পুলিশ জানিয়েছে, হাফলঙে বন্ধের সমর্থকরা একটি মোটর সাইকেলে ভাঙচুর চালায়। এই ঘটনায় পাঁচ জন পিকেটারকে গ্রেফতার করা হয়েছে। অন্যত্র কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে বন্ধের দরুন হাফলঙে দোকানপাট বন্ধ থাকলেও স্বশাসিত পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লোক সমাগম
কম হয়নি। ডিমা হাসাও জেলাকে দুই ভাগ করে অ-ডিমাসা উপজাতিদের জন্য পৃথক জেলার দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অনেক দিন থেকে আন্দোলন করছে। তাদের অভিযোগ, সরকার এই দাবি খতিয়ে দেখতে দুই দফায় দুটি মন্ত্রিগোষ্ঠী গঠন করলেও এ পর্যন্ত কেউই তাদের সঙ্গে কোনও কথা বলেননি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই তারা বন্ধ পালনের ডাক দিয়েছিল। |