এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহারের কোতোয়ালি থানার চিলকিরহাট এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ওই দম্পতির নাম সাধুরাম বর্মন (৫৫) এবং রঙবালা বর্মন (৫০)। এ দিন সকালে বাড়ির কাছে বাঁশঝাড়ে দম্পতির ঝুলন্ত দেহ দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। সাধুরামবাবু কৃষিকাজ করতেন। পারিবারিক বিবাদের জেরে বর্মন দম্পতি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “পারিবারিক অশান্তিতে দম্পতি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে। মৃতদের পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। দেহটি দুটি ময়ানতদন্তে পাঠানো হয়েছে।” কোনও সুইসাইড নোটও মেলেনি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধুরামবাবুর ৩ সন্তান। মেয়ে বিমলার বিয়ে হয়ে গিয়েছে। দুই ছেলের মধ্যে বিকাশ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। নুবাস বাড়ির সামান্য কিছু কৃষি জমি দেখাশোনা করেন। দুই ছেলে বিবাহিত। পরিবারের সকলেই একই বাড়িতে থাকেন। এক সপ্তাহ আগে শ্বশুর শাশুড়ির সঙ্গে পুত্রবধূর গোলমাল হয়। তা গ্রাম্য সালিশিতে গড়ায়। তাতে দুইপক্ষ কে ভুল বোঝাঝুঝি মেটানোর পরামর্শ দেন বাসিন্দারা। এরই মধ্যে এ দিন সকালে ঝুলন্ত দেহ দুটি দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত দম্পতির ছেলে বিকাশ বর্মন বলেন, “আমি বাইরে থাকি। গত মঙ্গলবার বাড়ির কোনও একটা ব্যাপার নিয়ে সালিশি সভা বসেছিল বলে শুনেছি। রাতেও সবাই খাওয়ার পর ঘুমোতেও চলে যায়। নতুন করে কোনও ঝমেলা হয়নি। কী হল বুঝতে পারছি না।” তৃণমূল কংগ্রেসের কোচবিহার-১ ব্লক সভাপতি খোকন মিঁয়া ঘটনার খবর পেয়ে এলাকায় যান। তিনি বলেন, “পারিবারিক কোনও বিবাদ ঘটনার পিছনে রয়েছে বলেই তো শুনছি। সালিশি সভাও হয়। পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে।”
|
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঋণ দান প্রকল্প ফের চালু করার দাবি জানাল কাশিয়াবাড়ি নাগরিক কমিটি। বৃহস্পতিবার বিকালে কাশিয়াবাড়ি নাগরিক কমিটির পক্ষ থেকে ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের কাশিয়াবাড়ি শাখা ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে উত্তর বড় হলদিবাড়ির পঞ্চায়েত প্রধানের সহায়তায় ব্যাঙ্কের পক্ষ থেকে ১০০ জন বাসিন্দার একটি তালিকা তৈরি করে ঋণ দেওয়া শুরু হয়। তিন জনকে ঋণ দেওয়ার পর বিষয়টি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। সে সময় থেকে ঋণ দেওয়া বন্ধ থাকে। গ্রামীণ ব্যাঙ্কের কাশিয়াবাড়ি শাখা ম্যানেজার স্বপন গুহরায় বলেন, “ওই ঘটনার পর আমরা ঋণদান প্রকল্পটি বন্ধ করে দিই। রাজনৈতিক কিছু কারণে ঋণ দেওয়া বন্ধ রয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতেঅনুরোধ করা হয়েছে। তা হলেই ঋণ দেওয়া হবে।”
|
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ইসলামপুর থানার বারহানগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম সাহের বানু (২২)। ওই এলাকায় তার বাড়ি। রাতে ওই মহিলার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকেরা পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার দুপুরে মৃতের বাবা সামু মহম্মদ জামাই মহম্মদ রাজিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। পণের দাবিতে তাঁর মেয়ের উপর নিয়মিত অত্যাচার চালানো হত বলে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ মহম্মদ রাজিকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
|
অগ্নিদগ্ধ হয়ে এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ থানার অন্দরাণফুলবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম মৌসুমী পাল (১৬)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে মৌসুমী গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছে। |