ডায়েরিয়ার সংক্রমণ রুখতে শহরের বিভিন্ন এলাকা থেকে জল পরীক্ষার নির্দেশ দিলেন পুর কর্তৃপক্ষ। গত সোমবার থেকে ৩ দিনে ডায়েরিয়ার আক্রান্ত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে অন্তত ১৫০ জন রোগী ভর্তি হয়েছেন। শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবারও ডায়েরিয়া আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশ মহিলা এবং শিশু। তা জানার পর বৃহস্পতিবারও পুর কর্তৃপক্ষের উদাসীন মনোভাব দেখে পুরসভার মাসিক সভায় অভিযোগ তোলেন বিরোধী দল নেতা মুন্সি নুরুল ইসলাম, বাম কাউন্সিলর দিলীপ সিংহ। নুরুলবাবু হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন। এ ব্যাপারে অবিলম্বে সচেতন না হলে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। শিশু বিশেষজ্ঞরা পানীয় জল থেকে ডায়েরিয়ার সংক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছেন। শহরের জল পরিষেবার পাইপ লাইন কোথায় খারাপ হলে জল দূষণ ঘটতে পারে বলে তা খতিয়ে দেখার দাবি তোলেন বিরোধীরা। পরে মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “জল থেকে কোনও ভাবে ডায়েরিয়া ছড়াচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে জল পরীক্ষা করতে বলা হয়েছে।” |
পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ মৈত্রেয়ী চক্রবর্তী জানান, ফুলবাড়ি ক্যানেলের কাছে পুরসভার পাইপ লাইনে ফাটল রয়েছে বলে স্বাস্থ্য কারিগরি দফতরের তরফে জানানো হয়েছে। তা দ্রুত সারাতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক হাসপাতালে গিয়ে খোঁজ নেন। হাসপাতালের সুপার প্রদীপ সরকার জানান, এ দিন হাসপাতালে ৩২ ডায়েরিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শিশু এবং মহিলার সংখ্যাই বেশি। পাশাপাশি শহরের নার্সিংহোমগুলিতে ডায়েরিয়ায় আক্রান্ত রোগীরা যাচ্ছেন। খালপাড়া, সেবক রোডের কয়েকটি নার্সিংহোমের প্রতিটিতে ৫/৬ জন করে ডায়েরিয়ার রোগী ভর্তি রয়েছেন। সে ক্ষেত্রে ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যাটা সঠিক কত তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন চিকিৎসকদের অনেকেই। অথচ পুরসভার স্বাস্থ্য বিভাগ বা জেলা স্বাস্থ্য দফতরের সে ব্যাপারে উদাসীন বলে অভিযোগ উঠেছে। শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য এ দিন জেলা স্বাস্থ্য দফতরকে বিভিন্ন নার্সিংহোমগুলিতে ডায়েরিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “শহরের হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে কোথায় কত ডায়েরিয়া আক্রান্ত রোগী রয়েছেন তা খোঁজ নিতে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে। পাশাপাশি জল পরীক্ষার জন্য পুরসভার সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদকেও জানিয়েছি।” এ দিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে গত ৪ দিনে চিকিৎসা করাতে আসা ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ২০০ কাছাকাছি পৌঁছেছে। ভর্তি রোগীদের অধিকাংশই শহরের বস্তি এলাকাগুলির বাসিন্দা বলে জানা গিয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকেই ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা আসছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। |