|
|
|
|
বাড়ি-বাড়ি প্রচারে তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গত ১১ মাসে রাজ্য সরকার কি কাজ করেছে, তার তালিকা সংবলিত লিফলেট নিয়ে দলের মহিলা কর্মীদের বাড়ি-বাড়ি প্রচারের নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে সংগঠনের দ্বিতীয় জেলা সম্মেলনে ওই লিফলেট প্রকাশ করা হয়। সেখানে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ওই লিফলেট সকলের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সুব্রতবাবুর অভিযোগ, “সিপিএম বাদেও কিছু সংবাদপত্র এবং কিছু স্বার্থাণ্বেষী গোষ্ঠী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা করছেন। উসকানিমূলক কথাবার্তা বলা হচ্ছে।” তার পরেই দলের মহিলা কর্মীদের প্রতি তাঁর বার্তা, “এই সময় আমাদের সরকারের কাজ প্রচারের দায়িত্ব নিতে হবে। সিপিএমকে সরিয়ে একটা চ্যালেঞ্জে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। সবাই মিলে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জেও জয়ী হতে হবে।” মহিলা তৃণমূলের সভানেত্রী অভিযোগ করেন, উত্তরবঙ্গে তাঁদের শরিক দল কংগ্রেসও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করছে। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রীর কাজ দেখে এবং তৃণমূল কংগ্রেস ক্রমশ দেশে একটি শক্তিশালী দল হয়ে ওঠায় শরিক দল ভয় পেয়েছে। তারা মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছে। এটা কিছুতেই মানা হবে না। মহিলা তৃণমূল রাস্তায় নেমে এর জবাব দেবে। ঘরে ঘরে সরকারে কাজের প্রচার নিয়ে যেতে হবে। যারা পড়তে পারে না প্রয়োজনে তাঁদের শোনার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। মানুষকে সরকার কী কাজ করছে তা জানাতে হবে।” ওই লিফলেটে ২৫ দফা কাজের খতিয়ান দেওয়া হয়েছে। বিশেষ করে গত ১১ মাসে মহিলাদের জন্য কি কাজ হয়েছে তা তুলে ধরা হয়েছে। কংগ্রেস অবশ্য তৃণমূলের ওই অভিযোগ মানতে রাজি নয়। কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, “কোনও সংগঠনের কর্মিসভায় দাঁড়িয়ে কে কি বলেন, তার উত্তর হয় না।” এদিনের সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রতিবেদন পড়ে শোনান দার্জিলিং মহিলা তৃণমূলের সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত। সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি রাখা হয়। সেগুলি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালের প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি দেখতেও যাবেন চন্দ্রিমা দেবী। |
|
|
|
|
|