এক সিপিএম নেতার মৃতদেহ উদ্ধার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। বুধবার রাত ১১ নাগাদ করতোয়া এলাকায় ৩১ নম্বর (ডি) জাতীয় সড়কের পাশে ওই নেতার দেহটি পড়ে ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ তাঁর বাইকটি উদ্ধার করেছে। পুলিশ জানায়, মৃতের নাম মণিভূষণ রায় (৩১) তিনি হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। হলদিবাড়ি বাজারে তাঁর একটি হার্ডওয়াড়ের দোকান রয়েছে। পুলিশের সন্দেহ, কোনও গাড়ির ধাক্কায় তাঁর মুত্যু হয়েছে। তবে দেহটি ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বুধবার রাতে কয়েক জন বন্ধুর সঙ্গেই ছিলেন ওই সিপিএম নেতা। কালিবাড়ি মোড় এলাকায় তাঁর মোবাইলে একটি টেলিফোন আসে। শিলিগুড়ি কাজে যেতে হবে বলে তিনি বন্ধুদের জানিয়ে বাইকে রওনা হয়ে যান। এ দিন সকালে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাণেশ্বর মিত্র মৃতের মামা গৌতম দত্তকে নিয়ে রায়গঞ্জ থানায় আসেন। দেহ শনাক্ত হয়। উদ্ধার হয় মৃতের মোবাইলটিও।
|
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বানারহাটের ব্যবসায়ী সমিতির তরফে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র এই প্রসঙ্গে বলেন, “ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।” বানারহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিজয় বরুয়া বলেন, “দুটি গোষ্ঠীর সংঘর্ষে এলাকার সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। প্রশাসন বা পুলিশ সম্পূর্ন ব্যর্থ। প্রশাসন তথা সরকার সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারেনি। বানারহাট থানার আইসির বদলি দাবি করেছি। বানারহাটে ১৫টি দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।”
|
ভুটান নোটের সমস্যা সমাধানে রির্জাভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের নিয়ে আলোচনা করলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মহকুমাশাসকের দফতরে আলোচনা হয়। সেখানে ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা এক্সচেঞ্জ কাউন্টারের দাবি করেন। আরবিআইয়ের দুই প্রতিনিধি গৌতম পোদ্দার ও পার্থ রায় কলকাতা থেকে বৈঠকে যোগ দেন। আলিপুর দুয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সহ সভাপতি অপূর্ব সেন বলেন “এতদিন সীমান্তবর্তী এলাকাগুলিতে ওই ভুটানি নোট লেনদেন হত। হঠাৎ ভুটান সরকার ওই দেশের নোটের বদলে ভারতীয় টাকা দিতে না চাওয়ায় সমস্যা তৈরি হয়। এখনও ব্যাবসায়ীদের কাছে কয়েক কোটি টাকা ভুটান নোট রয়েছে। আমরা আরবিআইয়ের আধিকারিকদের কাছে টাকা বদলের কাউন্টারের দাবি জানিয়েছি।”
|
গ্যাসের ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল খালাসির। বুধবার রাতে দমনপুরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার ফেটে রেল সেতুর নীচে পড়ে যায় অসম থেকে শিলিগুড়িগামী ট্যাঙ্কার। মৃতের নাম বিজু সিংহ (১৯)। গাড়ির চালক পলাতক। বৃহস্পতিবার ট্যাঙ্কার তোলার জন্য সকালে আধ ঘণ্টা ৩১ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে।
|
এক বছর আগে খুঁটি পোঁতা হয়েছে। কাজ হয়নি। বুধবার বেলাকোবা সংলগ্ন কীর্তনিয়াপাড়া, হাড়িয়াপাড়া, দুয়ারিপাড়া, ঢাকপাড়া এলাকার বাসিন্দারা সন্ন্যাসীহাট এলাকায় জড়ো হয়ে সন্ধ্যায় ট্রান্সফরমার বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানান। জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে পুলিশ আসে।
|
বুধবার ফাঁসিদেওয়ায় ঝড় কবলিত এলাকা ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকে। তাঁর সঙ্গে ছিলেন ফাঁসিদেওয়ার যুগ্ম বিডিও কৌশিক চন্দ ও কৃষি আধিকারিকরা। তাঁরা গুয়াবাড়ি ও ধামনাগথ এলাকাগুলিতে যান। |