ডিআরএম অফিসে আগুন লাগল বৃহস্পতিবার। তবে দমকল আসার আগেই রেল কর্মীরা আগুন নিভিয়ে ফেলয় বড় মাপের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। রেল সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ডিআরএম কার্যালয়ের দোতলায় ডিইএন(নর্থ)-এর দফতরে আগুন লাগে। সকালে সাফাইকর্মী দরজা খুলতেই বন্ধ ঘরের মধ্যে থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। উপস্থিত কর্মীরাই ভিতরে ঢুকে দফতরের আসবাবপত্র সরিয়ে ফেলেন এবং অগ্নি-নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। ওই কার্যালয়ের পাশাপাশি রয়েছে আদ্রা ডিভিশনের রেলের পদস্থ আধিকারিকদের দফতরগুলি। ডিআরএম অমিতকুমার হালদার বলেন, “প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দফতরে থাকা কিছু নথিপত্র পুড়লেও বড় মাপের ক্ষয়ক্ষতি হয়নি।”
|
বিড়ি কারখানা বন্ধ, ক্ষোভ |
মজুরি বৃদ্ধির দাবি না মেনে একটি বিড়ি কারখানা বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বৃহস্পতিবার বিষ্ণুপুরের মহকুমাশাসকের দ্বারস্থ হলেন। তাঁদের অভিযোগ, ইতিপূর্বে স্থানীয় শ্রম দফতরে এ কথা জানিয়েও কোনও কাজ হয়নি। বিষ্ণুপুর থানা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন সংগঠনের পক্ষে দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি বেতনক্রম না মেনে অল্প বেতনে এই শ্রমিকদের কাজ করানো হয়। ওই বিড়ি কারখানার মালিক বুধবার থেকে কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকদের আয় অনিশ্চিত বয়ে পড়েছে।” তবে ওই বিড়ি কারখানার মালিক তারাপদ সেনের দাবি, “এক আত্মীয়ের বিয়ের জন্য দু’দিন কারখানা বন্ধ রেখেছিলাম। বেতনও আগের থেকে বাড়ানো হয়েছে।” বিষ্ণুপুরের সহ শ্রমাধ্যক্ষ সুভাষ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগের তদন্ত হবে।” মহকুমা শাসক অদীপ রায় জানান, ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
|
রেলকর্মী খুনের প্রতিবাদ আদ্রায় |
ধানবাদের খানুডি স্টেশনে রেলকর্মী খুনের ঘটনার প্রতিবাদে এবং নিহতের স্মৃতিতে শোকদিবস পালন করলেন রেলকর্মীরা। বৃহস্পতিবার রেলকর্মী সংগঠন মেন্স কংগ্রেসের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। অন্য দিকে, হরিপ্রসাদ লাল বেগি নামের ওই রেলকর্মীকে খুনের অভিযোগে ধৃত অজয়প্রসাদ মাহাতোকে এ দিন ধানবাদ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বলে জানিয়েছে ভোজুডির রেলপুলিশ। বুধবারই মহুদার ছত্রুটাড় গ্রামের বাসিন্দা অজয়কে ধরেছিল রেলপুলিশ। এ দিন সকালে আদ্রায় রেলের বিভিন্ন দফতরের অনেক কর্মীই কালো ব্যাজ পরে কাজে যোগ দিয়েছিলেন। ওই ঘটনায় জড়িত বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে রেল কর্মীদের এই সংগঠনটি।
|
চাষিদের কৃষি সহায়ক যন্ত্রপাতি কম দামে ভাড়া দেওয়ার ব্যবস্থা করার দাবি তুলল ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভা। বৃহস্পতিবার বাঁকুড়া ধর্মশালায় সংগঠনের কর্মিসভায় এই দাবি করেন রাজ্য সাধারণ সম্পাদক হাফিজ আলম সৈরানি। তিনি বলেন, “বর্তমানে সার ও কৃষিকার্যে ব্যবহৃত যন্ত্রপাতির দাম বাড়ায় দরিদ্র কৃষকেরা তা কিনতে পাচ্ছেন না। তাঁদের সুবিধার্থে রাজ্য সরকারের ওই সব যন্ত্রপাতি ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করা উচিত। সে জন্য প্রতি তিনটি পঞ্চায়েত পিছু একটি করে এই সেন্টার গড়তে হবে।” সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মানিক মুখোপাধ্যায়-সহ অনেকে উপস্থিত ছিলেন।
|
বেআইনিভাবে বাড়িতে দেশি ও বিদেশি মদ মজুত করা এবং বিক্রির অভিযোগে বুধবার রাতে সুনীল মোদক নামে এক দোকানদারকে গ্রেফতার করে ইঁদপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি ইঁদপুরের ব্রাক্ষ্মণডিহা গ্রামে। পুলিশের দাবি, তাঁর বাড়ি থেকে প্রায় ৩০ লিটার দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। |