পুলিশ চৌকির কাছেই একটি সোনার দোকানে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির সরবেড়িয়া মোড়ে। দোকানের মালিক আক্কাস লস্করের দাবি, নগদ লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভরি সোনা-রূপার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কলকাতা-বাসন্তী রোডের পাশে সরবেড়িয়া মোড়ের কাছে ওই সোনার দোকানটি। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে মালিক দেখেন, সাটার ভাঙা। ভিতরে আলমারি, শো-কেস ভেঙে লুঠপাট চালানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের প্রধান মোসলেম শেখ বলেন, “সোনার দোকানটি থেকে পুলিশ চৌকির দূরত্ব বড় জোর দু’শো মিটার। অথচ, এমন দুঃসাহসিক ঘটনা ঘটল।”
|
বোমা বাঁধতে গিয়ে মৃত যুবক |
বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম বাবন দে (৩২)। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জগদ্দলের বিবেকনগরে। স্থানীয় বুদ্ধ মন্দির এলাকায় একটি ঘরে বোমা বাঁধছিল বাবন, বোতল ও মুখ বাঁকা কালো নামে তিন জন। সকলের বিরুদ্ধেই বিভিন্ন অসামাজিক কার্য-কলাপের অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ। বোমা ফেটে জখম অবস্থায় তিন জনকেই ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে মৃত্যু হয় বাবনের। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
|
আরামবাগের হরিণখোলা গ্রামের পূর্ব কৃষ্ণপুরে বুধবার রাতে কংগ্রেস ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে গোলমাল বাধে। বোমাবাজিও হয়। খবর পেয়ে রাতেই পুলিশ যায়। |