|
|
|
|
বাস থেকে পড়ে মৃত্যু মহিলার |
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
আত্মীয়দের মিনিবাসে তুলে নিজে নামতে গিয়ে রাস্তায় পড়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নামখানা-বকখালি রোডের শিবরামপুর মাইতির বাঁধ মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতার নাম সাকালি বিবি (৩৫)। বাড়ি স্থানীয় পাতিবুনিয়া গ্রামে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। গণ্ডগোলের আশঙ্কায় দুপুর ১টা থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা এবং বকখালিতে বেড়াতে আসা পর্যটকেরা। আজ, শুক্রবার থেকে যাতে বাস স্বাভাবিক ভাবে চালানো যায়, তা নিয়ে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ, বাস মালিক এবং মৃতার পরিবারের লোকজনকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে পুলিশের তরফে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ দশমাইল মোড়ে একটি মিনিবাসে কয়েকজন আত্মীয়কে তোলেন সাকালি বিবি। বাসটিতে বেশ ভিড় ছিল। আত্মীয়দের তুলতে ওই মহিলা নিজেও বাসটিতে ওঠেন। কিন্তু বাস ছেড়ে দেওয়ায় নামতে পারেননি। অভিযোগ, পরের মোড়ে বাস একটু আস্তে হতে না হতেই তড়িঘড়ি কন্ডাক্টর ওই মহিলাকে নামাতে গেলে তিনি পড়ে যান। মাথায় চোট পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সাকালির। নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুমারেশ পণ্ডা বলেন, “বকখালিতে বাস ছাড়ার পরে যাত্রী তোলার জন্য খুব ধীরে চালানো হয়। আবার, নামখানায় ঢোকার মুখে সময় মতো গন্তব্যে পৌঁছতে বেপরোয়া গতিতে চালানো হয়। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।” মিনিবাসটিকে আটক করেছে পুলিশ। চালক এবং কন্ডাক্টর পলাতক। |
|
|
|
|
|