৫ মে আইপিএলের অষ্টমীর দিনে জোড়া ম্যাচের বরাত পাচ্ছে ইডেন! দাদা বনাম খান মারমার-কাটকাট যুদ্ধ তো থাকছেই। বিকেল চারটের সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যাবে দু’দলের কর্তাদের নিয়ে দশ ওভার-দশ ওভারের সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ! যেখানে এক দিকে কেকেআর-এর জার্সি গায়ে দেখা যাবে শাহরুখ খান এবং তাঁর বলিউড টিমকে। শাহরুখ নিজে খেলবেন সেই ম্যাচে। অন্য দিকে পুণে ওয়ারিয়র্স কর্তাদের টিম।
বলিউড তারকা আনার হলে পুণেরও পিছিয়ে থাকার কথা নয়। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেক ফিল্মি তারকার সঙ্গেই সহারার খুব ভাল সম্পর্ক। সুব্রত রায়ের ছেলে সুশান্ত রায় যিনি পুণে ওয়ারিয়র্স টিমের মুখ্য কর্তা হিসেবে টিমের সঙ্গে সারাক্ষণ থাকছেন, তিনি আনন্দবাজারকে বললেন, “শাহরুখ নিশ্চয়ই আনবে বলিউড সুপারস্টারদের। আমরা নিজেরাই বেশি খেলব। মজার ম্যাচ, আর কী!”
তবে লিয়েন্ডার পেজ সহারার বোর্ড অব ডিরেক্টর্স-এ আছেন। তাঁকে ৫ মে-র ইডেনে নামানোর চেষ্টা করবেন পুণে কর্তারা। খোঁজ নেওয়া হচ্ছে, ওই সময়ে লিয়েন্ডার ফাঁকা থাকছেন কি না। ম্যাচের নিয়ম ঠিক করা হয়েছে, দশ বছর পেশাদার ক্রিকেট খেলা ছেড়েছেন এমন প্লেয়াররাই শুধু খেলতে পারবেন। পুণে কর্তারা খুব চিন্তায় ছিলেন ওয়াসিম আক্রম অবসর নিয়েছেন দশ বছর হয়েছে কি না। উদ্বিগ্ন আলোচনার মধ্যে এক জন ধরিয়ে দেন, “আরে, আক্রম তো ২০০৩ বিশ্বকাপেই খেলেছে দক্ষিণ আফ্রিকায়। মনে নেই? তা হলে ও কী করে খেলবে? দশ বছর হয়নি তো।”
পুণের প্রবীণ আমরে খেলতে পারবেন। রণদেব বসু বা দীপ দাশগুপ্তরা পারবেন না। পুণে কর্তারা খুব আশাবাদী ছিলেন, অ্যালান ডোনাল্ডকে তাঁরা নামাতে পারবেন। কিন্তু ডোনাল্ডের ক্রিকেট কেরিয়ার শেষ হয় ২০০৩ বিশ্বকাপে কানাডা ম্যাচ দিয়ে। দশ বছরের নিয়মে আক্রমের মতো তিনিও আটকে যাচ্ছেন। সেলিব্রিটি ম্যাচে পুণের কোচ কে হচ্ছেন? সুশান্ত রায় আনন্দবাজারকে বললেন, “কলকাতায় ম্যাচ যখন, আমাদের কোচ দাদাকেই করব!” মানে সেলিব্রিটি ম্যাচেও সেই দাদা বনাম খান! |