গেইলদের জন্য বোর্ডের নির্দেশে উইকেট বদল
ক্রিস গেইলের বিরুদ্ধে তাঁর সাধের টার্নার না-ও পেতে পারেন গৌতম গম্ভীর।
এত দিন ইডেনের চার নম্বর পিচকে বাছা হচ্ছিল। যা আদতে দাঁড়াচ্ছিল টার্নার। কিন্তু এ বার যে উইকেটের ব্যবস্থা থাকছে বেঙ্গালুরু ম্যাচে, সেখানে বৃহস্পতিবার রাত পর্যন্ত সবুজের আভা আছে। আর এই পিচ পরিবর্তনের পিছনে কেকেআর নয়, আছে ভারতীয় বোর্ড। গত সপ্তাহে ইডেনের পিচ দেখতে আসেন বোর্ডের পিচ কমিটির চেয়ারম্যান বেঙ্কট সুন্দরম। তিনি সিএবিকে জানিয়ে দেন, ফ্র্যাঞ্চাইজিদের কথা বেশি শুনতে গিয়ে এমন দশা দাঁড়াচ্ছে পিচের। যা মোটেই বোর্ডের পছন্দ নয়। নির্দেশ দেন, এমন উইকেট বানাতে হবে যেখানে ব্যাটসম্যানদের হাত খোলার সুযোগ থাকবে। নাইট অধিনায়কও আর এ নিয়ে আপত্তি তোলেননি। গত মঙ্গলবার ডেকান চার্জার্স বনাম কেকেআর ম্যাচও নতুন উইকেটে হওয়ার কথা ছিল। গম্ভীরদের দুর্ভাগ্য, গেইলের সামনে পড়ার আগে নতুন উইকেট যাচাই করে দেখার সুযোগ পেল না কেকেআর।
শহরে কোহলি। ছবি: শঙ্কর নাগ দাস
উইকেট ভাল হবে ধরে নিয়েই কেকেআর শিবিরে ঘোরাফেরা করছে গেইলকে থামানোর অঙ্ক। তার জন্য স্পিনই প্রধান অস্ত্র। সুনীল নারিনকে দিয়ে বোলিং শুরু করার ভাবনা রয়েছে। টিমে ফিরিয়ে আনা হতে পারে বাঁ হাতি স্পিনার ইকবাল আবদুল্লাকে। গত বার ইডেনে গেইল একাই উড়িয়ে দিয়েছিলেন নাইটদের। আপাতত ঠিক আছে, গম্ভীরের সঙ্গে কাল শনিবার ওপেনার হিসেবে যাবেন মনবিন্দর বিসলা। তিনে কালিস, চার থেকে ছয়ে মনোজ, ইউসুফ ও চোট সারিয়ে ফেরা লক্ষ্মী। সাতে সাকিব, আট থেকে এগারোয় রজত ভাটিয়া, সুনীল নারিন, আবদুল্লা ও লি। চোট থাকায় এই ম্যাচেও বালাজির খেলা হচ্ছে না।
এ দিকে, এ দিনই টিম মালিক সিদ্ধার্থ মাল্য সহ শহরে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ক্রিস গেইল, ড্যানিয়েল ভেত্তোরি এবং টিমের মেন্টর অনিল কুম্বলে আসেননি। তাঁরা শুক্রবার আসছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.