নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম শাহরুখ খানের ৫ মে-র লড়াইয়ে কলকাতা কোন দিকে থাকবে তা দেখার জন্য অন্য সবার মতো মুখিয়ে আছেন স্বয়ং দিলীপ বেঙ্গসরকরa। বৃহস্পতিবার বিকেলে টাউন হলে ব্লুচিপ সিএসজেসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নিতে এসে প্রাক্তন ভারত অধিনায়ক ইডেনে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরির কথা, কলকাতার ক্রীড়াপ্রেমের প্রশংসা করার পাশাপাশি বললেন, “সৌরভ কলকাতার ছেলে। দেশের অধিনায়কত্ব করেছে বহু দিন। বড় ক্রিকেটার। প্রচুর সাফল্য আছে ওঁর। এখনও আই পি এলে খেলছে সুনামের সঙ্গে। তবে পুণের হয়ে। আমি জানি না, নাইট রাইডার্সের সঙ্গে পুণে ম্যাচে কলকাতা কাকে সমর্থন করবে?” |
ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এ দিন এসেছিলেন সব খেলার বহু প্রাক্তন ও বর্তমান তারকা। চুনী গোস্বামী থেকে কেশব দত্ত, ওডাফা ওকোলি থেকে সৌম্যজিৎ ঘোষ, সুব্রত ভট্টাচার্য থেকে সাব্বির আলি, ঝুলন গোস্বামী থেকে পৌলমী ঘটক, সোমা বিশ্বাস থেকে দোলা বন্দোপাধ্যায়, দেবাং গাঁধী থেকে বুলা চৌধুরী, চিমা ওকোরি থেকে কুন্তল রায়। কেউ পুরস্কার নিতে, কেউ তুলে দিতে। ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, আইনমন্ত্রী মলয় ঘটকও। বেঙ্গসরকরের মতো লাইভ টাইম পুরস্কার নিতে এসেছিলেন সাইনি উইলসনও। দেশের অন্যতম সেরা অ্যাথলিটও মিষ্টির হাঁড়ি, উত্তরীয়র সঙ্গে পুরস্কার নেওয়ার আগে ডুব দিলেন নিজের সোনার স্মৃতিতে। “বিয়ে হওয়ার সাত দিনের মধ্যে অনুশীলনে নেমেছিলাম আমি। পেয়েছিলাম সোনা। সন্তান হওয়ার তিন মাসের মধ্যেও মাঠে ফিরেছি। মুটিয়ে গিয়েছিলাম। সাত মাসের মধ্যে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা জিতেছিলাম।”
মনোময় ভট্টাচার্য এবং অনুপম রায়ের গানের মাঝে মাঝে দেওয়া হচ্ছিল বর্ষসেরার স্বীকৃতি। দিলীপ ও সাইনি-কে মানপত্র তুলে দেওয়ার পর যখন পুরস্কার দেওয়া হচ্ছে, তখন সব দর্শক উঠে তাঁদের অভিবাদন জানান। ওডাফাকে যিনি কলকাতায় আনতে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন, সেই চিমা ওকোরি কলকাতার ক্রীড়া সাংবাদিকদের বিচারে বাংলার সেরা ফুটবলার ওডাফা ওকোলির হাতে তুলে দেন সম্মান। তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়ন দোলা বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেন নিজের ভাই রাহুল বন্দ্যোপাধ্যায়ের হাতে। স্বামী সৌম্যদীপ রায়ের হাত থেকে পুরস্কার নিলেন পৌলমী ঘটক। অ্যাথলেটিক্সের আশা রায়, দাবার দীপ্তায়ন ঘোষ, টেনিসের শিবিকা বর্মন ট্রফি পেয়ে উচ্ছ্বসিত। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ঘোষণা করে দিলেন, খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য পাঁচ লাখ টাকা দেওয়া হবে ক্রীড়া সাংবাদিক ক্লাবকে। |