কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন জনতা পার্টি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। দুই টেলিকম সংস্থা এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি থেকে চিদম্বরম তাঁর ছেলে কার্তি-কে বহু টাকার মুনাফা ঘরে তোলার সুযোগ করে দিয়েছিলেন বলে দাবি করেছেন স্বামী। প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লেখা এক চিঠিতে এই অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত, বিষয়টি তদন্ত করছে সিবিআই।
অবশ্য অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ দেননি স্বামী। কার্তি ও তাঁর ঘনিষ্ঠ শিবিরের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। কার্তির সঙ্গে চুক্তির কোনও সম্পর্ক নেই।
টু-জি কাণ্ডে চিদম্বরম জড়িত, এই অভিযোগ এনে মামলা লড়ছেন স্বামী। তাঁর দাবি, এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির ক্ষেত্রেও প্রভাব খাটান তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম। এয়ারসেলের শেয়ারের বড় অংশ ২০০৬-এ ৪ হাজার কোটি টাকায় কেনে মালয়েশিয়ার ব্যবসায়ী টি আনন্দ কৃষ্ণনের নিয়ন্ত্রণাধীন ম্যাক্সিস। স্বামী জানান, বিদেশি বিনিয়োগ উন্নয়ন পর্ষদের সায় ছাড়া তা কেনা যেত না। তাঁর দাবি, অনুমতির বিষয়টি ঝুলিয়ে রাখেন চিদম্বরম। ইতিমধ্যে এয়ারসেলের বেশ কিছু শেয়ার অসব্রিজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্টস নামে এক সংস্থা কেনে। যেটির ৯৪% শেয়ারের মালিক কার্তি। কার্তি-র সংস্থা এয়ারসেল শেয়ার হাতে পাওয়ার পরে ম্যাক্সিস এয়ারসেল শেয়ার কেনায় পায়। অভিযোগ, এয়ারসেল শেয়ারের দর বাড়ায় বড় অঙ্কের লাভ করেন কার্তি। |