টুকরো খবর |
বিয়ের মরসুমে ফের দুর্ঘটনা বিহারে, মৃত ৯
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে ফের দু’টি পথ দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৮ জন। কাল রাতে প্রথম ঘটনাটি ঘটেছে সুপোল জেলার জেদিয়া থানা এলাকায়। এখানে তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়ে ভর্তি আছেন তিন জন। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মুজফফ্রপুরে বোছা থানা এলাকার কানহারায়, ৫৭ নম্বর জাতীয় সড়কের উপরে। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জন। সকলেই বিয়ে বাড়ির লোকজন বলে পুলিশ জানিয়েছে। এই দু’টি ঘটনা নিয়ে তিন দিনে বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনায় রাজ্যে মোট ১৯ জনের মৃত্যু হল। কাল রাত ১১ নাগাদ গাড়িতে চেপে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন একটি দল। সুপোল জেলার গুড়িয়ার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। মৃতদের মধ্যে আছেন ভুলেশ্বরী শর্মা (৫৫), মহেন্দ্র শর্মা (৪৫) এবং মুকেশ শর্মা (২৫)। এঁরা সকলেই পিঁপড়া থানা এলাকার বাসিন্দা। আহত হয়ে আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে ঘটা দ্বিতীয় ঘটনাটি সম্পর্কে পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে আছেন শত্রুঘ্ন রাম (৩০), সঞ্জিৎ রাম (২৬), কমলেশ রাম (২৮) এবং সুধীর রাম (২৬)। দু’জনের নাম পুলিশ জানতে পারেনি। বিহারে এখন বিয়ের মরশুম চলছে। তার জেরে নানা জায়গায় পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না রাজ্যের মানুষের। পুলিশ জানিয়েছে, আগের দিন রাত ১২ টা নাগাদ জেলার পিআর থানার শ্রীকৃষ্ণ মোড় থেকে মেয়ের বাড়ির লোকেরা পরশরা ফিরছিলেন। কানহারার কাছে একটি ট্রাকের সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় ছ’জনের। এর আগে ঔরঙ্গাবাদে দু’দিনে ১০ জনের মৃত্যু হয়েছিল। সকলেই বিয়ে বাড়ির লোক ছিলেন। তার মধ্যে বর ও কনেও ছিল।
|
অসম গণ পরিষদের সভাপতি পদে মহন্ত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দল গঠনের ২৭ বছর পরে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। ১৯৮৫ সালে অসম গণ পরিষদের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি প্রফুল্লকুমার মহন্ত প্রথম দলীয় নির্বাচনেও জিতে গেলেন। দু’বারের মুখ্যমন্ত্রী মহন্ত অগপ সভাপতি হলেন। আজ অগপর প্রথম সভাপতি নির্বাচনের লড়াইয়ে ৫৯ বছর বয়সী মহন্ত পদ্ম হাজরিকাকে ৩৭ ভোটে হারিয়ে দেন। মোট ২৯টি পদের জন্য আজ নির্বাচন হল। কার্যনির্বাহী সভাপতি পদে জিতেছেন অতুল বরা। তিনি কুমার দীপক দাসকে ৬৮ ভোটে হারিয়েছেন। অগপ-র দলীয় নির্বাচনে ৫০ জন প্রার্থী বিভিন্ন পদে লড়েন। দলের ৩৯৫ জন সদস্যর মধ্যে ৩৯০ জন আজ ভোট দেন। আসু ও অগপর প্রাক্তন শীর্ষনেতা মহন্তর নামের সঙ্গে গুপ্তহত্যা থেকে শুরু করে বহু দুর্নীতি, হত্যা, দল বিরোধী কাজের অভিযোগ জড়িয়ে। তাঁর নামে স্বেচ্ছাচারী শাসকের তকমাও সেঁটেছে। ২০০৫ সালে অগপ ভেঙে তিনি অগপ (প্রগতিশীল) তৈরি করেন। ২০০৮ সালে ফের মূল দলে ফেরেন। উল্টোদিকে, পদ্ম হাজরিকা দলে নতুন রক্ত, নতুন মুখ আনার পক্ষপাতী ছিলেন। বর্তমান সভাপতি চন্দ্রমোহন পটওয়ারি অবশ্য বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভরাডুবির ভার নিয়ে আর লড়াইয়ে নামতে রাজি হননি। তবে ভোট শেষে দেখা গেল অভিজ্ঞ মহন্তর উপরেই ভরসা রাখছেন দুই প্রজন্মের অগপ সদস্যরা। যে স্বপ্ন দেখিয়ে ছাত্রাবাস থেকে ছাত্র নেতা হিসাবে সোজা মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে গিয়েছিলেন প্রফুল্ল মহন্ত, সেই দিন এখন নেই। বরং একের পর এক ভোটে হারের পরে রাজ্যে অগপ দল কার্যত অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে।
|
নয়া উপগ্রহের সফল উৎক্ষেপণ
সংবাদসংস্থা • শ্রীহরিকোটা |
|
উৎক্ষেপণের পর পিএসএলভি। |
মহাকাশ বিজ্ঞানে ফের উল্লেখযোগ্য সাফল্য ভারতের। বছরের যে কোনও সময়ে আবহাওয়ার পূর্বাভাস জানাতে সক্ষম উপগ্রহ রাইস্যাট-১-এর আজ সফল উৎক্ষেপণ করল ভারত। ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্রের (ইসরো) তৈরি এই উপগ্রহ দিন-রাত এমনকী মেঘলা আবহাওয়াতেও পৃথিবীর ছবি তুলতে পারে। এত দিন শুধু আমেরিকা, কানাডা ও জাপানের কাছেই ছিল এই ধরনের উপগ্রহ। ভারতকেও ওই সমস্ত দেশের সাহায্য নিতে হত। এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারত তৈরি করল এই উপগ্রহ। সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান বলেন, “দুর্দান্ত সাফল্য। মাটির আর্দ্রতা, হিমবাহের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে রাইস্যাট-১।” ইসরো সূত্রের খবর, ঘন জঙ্গলের আড়ালে থাকা জিনিসেরও ছবিও তুলতে পারবে এই রাইস্যাট-১ উপগ্রহ। এই কারণে নয়া উপগ্রহটিকে ‘ভারতের প্রথম চর উপগ্রহ’ও বলছেন কেউ কেউ। তবে ভারত সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে, প্রধানত কৃষি ও বিপর্যয় মোকাবিলার কাজেই ব্যবহার হবে এটি।
|
কুপিয়ে লুঠ টাকা-অলঙ্কার
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ঢুকে এক গ্রামবাসীকে কুপিয়ে নগদ টাকা-সহ অলঙ্কার লুঠের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে ধুবুরি মানকার চর থানার ঝাউডাঙা গ্রামে। জখমের নাম হাফিজুর রহমান। ওই ঘটনায় বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ধুবুরির পুলিশ সুপার প্রদীপ শালৈ বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত রক্ষী বাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলা হবে।” ওই দিন গভীর রাতে ১৫/১৬ জনের একটি ঝাউডাঙা গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমানের বাড়িতে হামলা করে। দুষ্কৃতীরা ওই শিক্ষক ও তাঁর বড় ছেলেকে দড়ি দিয়ে বাঁধে। ওই সময় ছেলে হাফিজুর বাধা দিতে গেলে তাঁকে ভোজালি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। প্রায় আধ ঘন্টা ধরে লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা পালায়।
|
প্রকাশ্যে ধূমপান, শাহরুখকে সমন
সংবাদসংস্থা • জয়পুর |
আইপিএল চলাকালীন সওয়াই মান সিংহ স্টেডিয়ামে জনসমক্ষে ধূমপানের অভিযোগে শাহরুখ খানকে সমন পাঠাল জয়পুর আদালত। ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রাজস্থান রয়্যালসের খেলা ছিল। সে দিন শাহরুখ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। আনন্দ সিংহ রাঠৌর নামে এক ব্যক্তি শাহরুখের বিরুদ্ধে জনসমক্ষে ধূমপানের অভিযোগ করেন। রাঠৌর জয়পুরে একটি ক্রিকেট অ্যাকাডেমি চালান। রাঠৌরের অভিযোগ, শাহরুখ ধূমপানে করলে তা দেখে তাঁর অনেক সমর্থকই ধূমপানে উৎসাহিত হবে। এর ফলে যুবসমাজের প্রতি ভুল বার্তা যাবে। এই অভিযোগ প্রমাণিত হলে শাহরুখের সর্বাধিক ৫০০ টাকা জরিমানা হতে পারে।
|
গাড়িসুদ্ধ চালককে জ্বালাল গ্রামবাসীরা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পথ দুর্ঘটনার জেরে এক ‘বেপরোয়া’ চালককে পিটিয়ে মেরে গাড়ির সঙ্গেই জ্বালিয়ে দিল স্থানীয় বাসিন্দারা। মৃতদেহের অবস্থা এমনই যে তাকে চিনতে পারা যায়নি। ফলে পুলিশ তাঁর কোনও পরিচয় জানতে পারেনি। গোপালগঞ্জের মীরগঞ্জ থানার সিংহা গ্রামে আজ সকাল ৬টা নাগাদ এই নৃশংস ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, আজ সকালে সিওয়ান থেকে আসা ওই গাড়ির ধাক্কায় অতুল কুমার মিশ্র (৯) নামে এক বালকের মৃত্যু হয়। এরপরেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে গাড়িটিকে আটক করে। চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা। এরপরে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অর্ধমৃত চালককে সেই জ্বলন্ত গাড়িতে ছুড়ে ফেলে দেয় তারা। পুলিশ আসার আগেই সব শেষ হয়ে যায়। থানার ওসি নগেন্দ্র কুমার জানিয়েছেন, “চালকের পরিচয় জানা যায়নি। সিওয়ান থেকে আসা গাড়িটির ব্যাপারে খোঁজ চলছে। এই ঘটনার সঙ্গে জড়িত গ্রামবাসীদের কাউকেই এখনও চিহ্নিত করা যায়নি। খোঁজ চলছে।”
|
পথ দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
পথ দুর্ঘটনায় মারা গেলেন দুই ব্যক্তি। দুর্ঘটনাটি ঘটে ত্রিপুরার উত্তরে ভাংমুন-কাঞ্চনপুর রাস্তার উপর মানপুই এলাকায় গতকাল বিকেলে। ভাংমুন থেকে কাঞ্চপুর যাওয়ার পথে একটি লরি ধাক্কা মারে একটি বাইককে। বাইকটি চালাচ্ছিলেন জোহান সাইকাং। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রেমসাংপুই। রেমসাংপুইয়ের জখম গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দিকে, লরিটি বাইকটিকে ধাক্কা মেরে গভীর খাদে গড়িয়ে যাওয়ার ফলে লরির চালকেরও মৃত্যু হয়। জোহানের অবস্থা আশঙ্কাজনক।
|
বোমার ঘায়ে মৃত শিক্ষক, দুষ্কৃতীও
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পুরনো বদলা নিতে এসে বোমা মেরে এক শিক্ষককে খুন করার পরে সেই বোমার ঘায়েই মৃত্যু হয়েছে দুষ্কৃতীর। গতকাল রাতে পূর্ণিয়ার অমর থানার পিঁপড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত শিক্ষক সূর্যানন্দ যাদব (৪৫)। ওই দুষ্কৃতীর নাম রত্নেশ বিশ্বাস (৩০)। পুলিশ জানিয়েছে, এক বছর আগে ওই শিক্ষকের ছেলের মদের দোকান থেকে টাকা না দিয়ে সে মদ চায়। তা নিয়ে শিক্ষকের ছেলের সঙ্গে রত্নেশের ঝামেলা বাধে। তাকে মারধরও করা হয়। এই ঘটনার পরে তার যে রাগ পড়েনি এ দিনের ঘটনাই তার প্রমাণ। রাতে ওই শিক্ষকের বাড়িতে কয়েক জনকে নিয়ে সে চড়াও হয়। শিক্ষক ঘর থেকে বেরিয়ে এলে তাঁকে রত্নেশ বোমা মারে। সেই বোমার ঘায়ে শিক্ষকের মৃত্যু হয়। পরে দেখা যায় সেই বোমার ঘায়ে জখম হয়ে ওই দুষ্কৃতীও মাটিতে পড়ে রয়েছে। পরে তার মৃত্যু হয়।
|
মন্ত্রিগোষ্ঠীর কাছে সংশোধনী
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা সংক্রান্ত আইনের সংশোধনী পাশ করল না কেন্দ্রীয় মন্ত্রিসভা। আলোচনার জন্য ওই সংশোধনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে। সংশোধনীর মাধ্যমে পরিচারিকাদের এর আওতায় আনতে চায় কেন্দ্র। কিন্তু কিছু মন্ত্রী বলেন, সংশোধনে অভিযোগকারিণীর বক্তব্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একপেশে আইন হলে মানুষকে হেনস্থার জন্য ব্যবহার করা হতে পারে।
|
পাঁচ কিলোর বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পাঁচ কিলো ওজনের বোমা মিলল তিনসুকিয়ায়। পুলিশ জানায়, আজ ফিলোবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বোমাটি আটক হয়। সেনাদের বোমা বিশেষজ্ঞরা সেটি নিয়ে যায়। আলফার পরেশপন্থী গোষ্ঠী এই আইইডিটি রেখেছিল বলে সন্দেহ করছে পুলিশ।
|
কথা রাখলেন বন্ধু |
|
ছবি: পিটিআই |
বারাণসীতে অটোচালক-বন্ধু রাম লখনের ছেলের বিয়েতে হাজির আমির খান। ‘থ্রি ইডিয়টস’-এর প্রচারের সময় লখনকে কথা দেন বিয়েতে আসবেন। বুধবার মাঝ রাতে উপস্থিত হন ৪৭ বছরের তারকা। বন্ধুকে জড়িয়ে ধরেন। তাঁকে ঘিরে ভিড়ে এক সময় বিয়ের মঞ্চ থেকে পড়েই যান আমির। হেসে উড়িয়ে দেন গোটা ব্যাপারটা। টেলিভিশন শো-এর প্রচারেই কি বারাণসীতে? তারকার সাফ জবাব, “প্রচার নয়। বন্ধুর অনুরোধে। আর বারাণসী আমার মায়ের জন্মস্থান। তাই এমনিতেই জায়গাটার প্রতি টান আছে।” |
|