|
|
|
|
পাখির ধাক্কায় ককপিটের কাচে চিড়, অকেজো বিমান |
নিজস্ব সংবাদদাতা |
পাখির সঙ্গে ধাক্কা লেগে চিড় ধরে গেল ককপিটের কাচে। সিঙ্গাপুর থেকে কলকাতায় নামার পর অকেজো হয়ে পড়ল বিমানটি। আটকে পড়া যাত্রীদের নিয়ে যেতে তাই বৃহস্পতিবার দুপুরে অন্য একটি বিমান পাঠানো হল সিঙ্গাপুর থেকে। সেই সঙ্গে এলেন ছ’জন ইঞ্জিনিয়ারও।
বিমানবন্দর সূত্রের খবর, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ ২২৫ জন যাত্রী নিয়ে বিমানটি নামছিল কলকাতায়। রানওয়ে থেকে প্রায় দু’হাজার ফুট উপরে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের। অত উপর দিয়ে কোন পাখি উড়ছিল? প্রাণিতত্ত্ববিদ সুজিত চক্রবর্তী বলেন, “কমনটিল নামে এক ধরনের পরিযায়ী পাখি এই সময় আমাদের আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। দু’দিন আগে রাতে আমিই একটি দলকে সল্টলেকের উপর দিয়ে উড়ে যেতে দেখেছি। এরা দু’হাজার ফুটেরও বেশি উচ্চতায় উড়তে পারে।” অনুমান করা হচ্ছে, সে রকম কোনও পরিযায়ী পাখির ধাক্কাতেই ককপিটের কাচে চিড় ধরে। তবে পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিষয়টি জানিয়ে নির্বিঘ্নেই নেমে আসেন রানওয়েতে। তার পর থেকে বিমানবন্দরের ৪১ নম্বর বে-তে বিমানটিকে রাখা হয়েছে। ওই এয়ারবাস ৩৩০ বিমানে বুধবার রাতে কলকাতা থেকে যাঁদের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, তাঁদের অনেককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিছু যাত্রীকে হোটেলে রাখা হয়। বেশ কয়েক জন বিমানবন্দরেই থেকে যান। বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বড় বোয়িং ৭৭৭ বিমান আসে কলকাতায়। আটকে পড়া ১৪৭ জন যাত্রীকে নিয়ে সাড়ে পাঁচটা নাগাদ বিমানটি সিঙ্গাপুর উড়ে যায়। পাখির ধাক্কা লাগা বিমানটি এ দিন রাত পর্যন্ত সারাতে ব্যস্ত ছিলেন সিঙ্গাপুর থেকে আসা ইঞ্জিনিয়ারেরা। |
|
|
|
|
|