মেমারিতে মাঠে মিলল দেহ, ধৃত ২ |
মাঠ থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ মিলল মেমারির সালারপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় বৃহস্পতিবার। পুলিশ দেহ আনতে গেলে বাধা দেন বাসিন্দারা। তদন্তের জন্য কুকুর নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রায় তিন ঘণ্টা পরে দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায় পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ওই ব্যক্তির নাম জওহরলাল মুর্মু (৪৬)। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। |
বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান। এই ঘটনায় বুধনি মান্ডি নামে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তদন্তে জানা গিয়েছে, বুধবার বিকেলে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা পুত্রবধূকে দেখতে যান জওহরলাল। তার পর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। পুলিশের দাবি, জেরায় বুধনি জানিয়েছেন, রাত ৮টা নাগাদ জওহরলাল তাঁর বাড়িতে যান। রাত সাড়ে ১১টা নাগাদ সেখান থেকে চলে যান তিনি। পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, ওই গ্রামের আরও দুই ব্যক্তির সঙ্গে বুধনির সম্পর্ক ছিল। তার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানায় পুলিশ।
|
প্রদীপ তা খুনে ৪ অভিযুক্তের জামিন নামঞ্জুর |
দুই সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েনের হত্যার ঘটনায় চার অভিযুক্তের জামিনের আবেদন নামঞ্জুর করল বর্ধমান জেলা জজ আদালত। বৃহস্পতিবার পতিতপাবন তা, ছোটন চক্রবর্তী, সুরজিৎ তা ও ভূপাল গোস্বামী নামে ওই চার অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি হয় জেলা জজ প্রভাতকুমার অধিকারীর এজলাশে। সরকারি আইনজীবী সুব্রত হাটি বলেন, “হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তের ভার নিয়েছে সিআইডি। তদন্তের দেখভাল করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী ৪ মে হাইকোর্টে মামলার শুনানি হবে।” অভিযুক্তদের আইনজীবী মদেশ্বর হোসেনের অবশ্য দাবি, “এই মামলায় ৩০২ ধারা প্রয়োগ করা উচিত নয়। অভিযোগের বয়না অনুসারে এই মামলায় ৩০৪ ধারা প্রয়োগ হওয়া উচিত। কারণ, ওই দু’জনকে সরাসরি খুন করা হয়নি। তাঁরা দু’পক্ষের মারপিটের মাঝে পড়ে মারা যান। এই ঘটনায় কোনও আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়নি। তাই অনিচ্ছাকৃত খুনের ধারাই যোগ হওয়া উচিত।”
|
পাঁচটি ব্লকের মধ্যে চারটিতেই প্রশাসনিক রদবদল হচ্ছে কালনা মহকুমায়। প্রশাসন সূত্রে জানা যায়, কালনা ২ বিডিও সুদীপ পাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমায় ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দিচ্ছেন। তাঁর জায়গায় আসছেন গৌরাঙ্গ ঘোষ। মন্তেশ্বরের বিডিও হিসেবে দীর্ঘদিন কাজ করার পরে আসানসোলের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দিতে চলেছেন প্রদীপকুমার অগ্রবাল। তাঁর জায়গায় এসেছেন প্রদীপকুমার পারুই। পূর্বস্থলী ১ বিডিও স্নেহাংশুরঞ্জন গঙ্গোপাধ্যায়ের জায়গায় আসছেন তপনকুমার মণ্ডল। স্নেহাংশুবাবু বর্ধমান সদরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন। পূর্বস্থলী ২ বিডিও অলোকা মণ্ডলের জায়গায় আসার কথা দাসপুর ২ বিডিও মুদস্সর নজরের আসার কথা থাকলেও তাঁর এলাকায় বিধানসভা উপ-নির্বাচন থাকায় আপাতত আসতে পারবেন না। তাই অলোকাদেবীকে আপাতত দু’মাস পুরনো পদেই থেকে যেতে হচ্ছে বলে জানিয়েছেন মহকুমাশাসক সুমিতা বাগচি। তিনি আরও জানান, এ সবের পাশাপাশি মহকুমা প্রশাসনে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দিতে চলেছেন দুর্গাপুরের ফরিদপুরের বিডিও চিরন্তন প্রামাণিক।
|
‘কোর্ট ফি’ অমিল কালনা আদালতে |
১, ২ ও ৫ টাকার কোর্ট ফি মিলছে না কালনা মহকুমা আদালতে। এই অভাব চলছে প্রায় ছ’মাস ধরে। ফলে মামলা করতে বা রায়ের সার্টিফায়েড কপি নিতে মানুষকে ১০ বা ২০ টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হচ্ছে। কালনা মহকুমা আদালতের স্ট্যাম্প ভেন্ডার এই কোর্ট ফি অমিলের ঘটনা মহকুমা প্রশাসনকে বারেবারে জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। তবে মহকুমাশাসক সুমিতা বাগচি জানান, এই সমস্যা সারা রাজ্যের প্রায় সব আদালতেই দেখা দিয়েছে। সমস্ত আদালতের স্ট্যাম্প ভেন্ডারদের কাছে থাকা ১, ২ ও ৫ টাকার কোর্ট ফি শেষ হয়ে পড়ায় সমস্যাটি বড় আকার নিয়েছে। তিনি বলেন, “রাজ্যের সমস্ত ট্রেজারিতে এই কোর্ট ফি আসে নাসিক থেকে। সেই সরবরাহ না থাকার জন্যই এমন বিপত্তি।”
|
বর্ধমান-আরামবাগ রাস্তায় বাঁকুড়া মোড়ে বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়েবাড়িতে ক্যাটারিংয়ের কাজ সেরে ম্যাটাডরে চেপে ফিরছিলেন সুনীলকুমার শর্মা (৩৫), রাজু বাউড়ি (২৭) ও রাম গোস্বামী (২২)। ভোরে একটি ট্রাকের ধাক্কায় তিন জনেরই মৃত্যু হয়। সুনীল ও রামের বাড়ি আসানসোল শহরে। রাজুর বাড়ি জামুড়িয়ায়। পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। |