টুকরো খবর |
শিলিগুড়িতে দাবি আদায়ে পরামর্শ মঞ্জুলের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সংঘবদ্ধ থেকেই নিজেদের দাবি আদায় করতে হবে বলে মতুয়া ভক্তদের পরামর্শ দিলেন ত্রাণ ও পুনর্বাসণ মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। রবিবার প্রথম উত্তরবঙ্গ মতুয়া সম্মেলনে যোগ দিয়ে ওই কথা বলেন তিনি। মঞ্জুলবাবু সারা ভারত মতুয়া মহাসংঘের সহ সভাধিপতির দায়িত্বে রয়েছেন। বক্তব্য দিতে গিয়ে তিনি মতুয়াদের ভক্তদের সতর্ক করে দেন। তিনি বলেন, “নানা জায়গায় বেশ কিছু সংঘের অবতারণা হয়েছে। সেগুলি একটিও মহাসংঘের অনুমোদিত নয়। কেউ ওই সংঘের সঙ্গে যুক্ত থাকবেন না। সবাই মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত থাকবেন।” এদিন ওই সম্মেলনে মতুয়া সম্প্রদায়ের ‘ছোটমা’ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সম্মেলনের সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরাও মতুয়াদের মিছিলে যোগ দেন। তাঁরা ত্রাণ ও পুনর্বাসণ মন্ত্রীর কাছে বিধান মাকের্টে জমির পাট্টার দাবি করেন। সম্মেলন মঞ্চ থেকে ১৬ দফা দাবি ঘোষণা করা হয়। দাবি সম্মিলিত স্মারকলিপি মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। সেখানে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিকে জাতীয় ছুটি ঘোষণা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে মেডিক্যাল কলেজে স্থাপনের দাবিও ওই স্মারকলিপিতে করা হয়েছে। ওই স্মারকলিপির একটি কপি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এ প্রসঙ্গে বলেন, “ওই স্মারকলিপির কথা মুখ্যমন্ত্রীকে জানাব। মুখ্যমন্ত্রী বড়মার আশ্রমে গিয়েছেন। সরকার আপনাদের পাশে রয়েছে।”
|
সাব স্টেশনের জমি নিয়ে আলোচনা |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সাব স্টেশন তৈরির জন্য জমি কেনার বিষয় জমির মালিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসল পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। রবিবার বিকেলে তপসিখাতা এলাকায় ১১৫ জন জমির মালিকের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। বৈঠকে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানিয়ে দেন, একর প্রতি ৩০ লক্ষ টাকা দিয়ে জমি কিনবেন তাঁরা। আলিপুরদুয়ারের তপসিখাতা মরিচবাড়ি এলাকায় ওই সাব ষ্টেশন তৈরি হবে। গ্রিডের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক চন্দন নন্দী বলেন, “জমির মালিকদের কাছ থেকে সরাসরি একর প্রতি ৩০ লক্ষ টাকা দরে জমি নেওয়া হবে। ওই জমিতে গাছ বা বাড়ি থাকলে তার জন্য আলাদা টাকা দেওয়া হবে। জমি আইন অনুযায়ী নিদিষ্ট পরিমাপের বেশি জমি কিনতে গেলে সরকারের কাছে আবেদন করতে হয়। সাব ষ্টেশন করতে প্রায় ১৮০ একর জমির প্রয়োজন। অনুমতির জন্য আবেদন করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। অনুমতি পেলেই জমি কেনার প্রক্রিয়া শুরু হবে।
|
বাগান খোলার সময়সীমা শেষ হচ্ছে আজ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আজ, সোমবার দার্জিলিংয়ের রিংটং চা বাগান খোলার সময়সীমার শেষ দিন। বাগান মালিক কর্তৃপক্ষ বাগান না খুললে ফের বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন। জেলাশাসক বলেন, “সোমবারের মধ্যে বাগান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে বাগান মালিকপক্ষের সঙ্গে কথা বলব।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ বছর ধরে ওই চা বাগান বন্ধ রয়েছে। শ্রমিক অসন্তোষ এবং সেই সময় বাগানের একটি অফিস আগুন লেগে পুড়ে যায়। তার পর থেকে বাগানটি বন্ধ রয়েছে। রাজ্যে পরিবর্তন হওয়ার পর থেকে ফের ওই বাগান খোলার ব্যপারে দাবি জানায় গোখা জন মুক্তি মোর্চা। গত মাসে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওই বাগান খোলার ব্যপারে আশ্বাস দেন। এদিন বাগানটি না খোলা হলে আন্দোলনের হুমকি দিয়েছেন মোর্চা নেতৃত্ব।
|
আলোচনাসভা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পশ্চিমবঙ্গে বিপ্লবী শক্তির পরাজয়ের পর কী হাল হয়েছে তা সবাই দেখছে বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য বিনয় কোঙার। রবিবার বিকেলে শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে লেনিনের ১৪৩ তম জন্মদিন উপলক্ষ্যে ‘সমাজতন্ত্রই ভবিষ্যত’ বিষয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিপ্লবী শক্তির পরাজয়ের পর কি হাল হয়েছে তা সবাই দেখছেন। বুর্জোয়াদের ভেতরে নিজেদের দ্বন্দ্ব মানুষ দেখছে। হারের পেছনে কিছু কারণ রয়েছে, এমনি এমনি সবকিছু হয় না। যা হোক আমি তার মধ্যে যাচ্ছি না। এখনও অনেক পথ চলতে হবে। ৩৪ বছরের রাজত্বে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টির বিকাশ কতটা হয়েছে তা দেখতে হবে। উপলব্ধি করতে হবে।” ওই সভায় সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার ছিলেন।
|
ধর্ষণের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
সপ্তম শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। গত সোমবার শামুকতলা থানার চিকলিগুড়ি গ্রামের বটতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। দুজনেই চিকলিগুড়ি হাই স্কুলের পড়ুয়া। ছয়দিন ধরে বিষয়টি গ্রাম্য সালিশির মাধ্যমে মিটমাট করবার চেষ্টা হয়। মিটমাট না-হওয়ায় শনিবার সন্ধ্যায় ওই কিশোরীর মামা থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে ওই ছাত্রীকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” এলাকার পঞ্চায়েত সদস্যা করুণাময়ী সরকার জানান, দু’পক্ষকে নিয়ে তাঁরা আলোচনায় বসেছিলেন। তিনি বলেন, “দুজনেই নাবালক হওয়ার বিষয়টি মিটমাট করা যায়নি। পুলিশ তদন্ত করুক।”
|
গ্রেফতার অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
হাতকাটা কান্ডের মূল অভিযুক্ত হকি দাসকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ শহর থেকে পুলিশ তাকে আলিপুরদুয়ারে নিয়ে আসে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল জানান, গত বছর ৭ ডিসেম্বর আলিপুরদুয়ার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের পার্ক রোডের বাসিন্দা মিঠু সেনগুপ্তর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় ধৃত যুবক। ওই ঘটনায় মিঠু সেনগুপ্তের বাঁ হাত কব্জি থেকে কেটে আলাদা হয়ে যায়। ঘটনার পর থেকে হকি দাস ও তার ভাই রকি পলাতক ছিল। কিছুদিন আগে রকিকে গাজিয়াবাদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
|
দিনভর অবস্থান |
নিজস্ব সংবাদদাতা • বেরুবারি |
বেরুবারির নরবেন চা বাগানের শাকাতি ডিভিশনের চা শ্রমিকেরা তাদের মজুরি এবং শাকাতি ডিভিশন অবিলম্বে খোলার দাবিতে রবিবার সারাদিন কারখানার গেটের সামনে অবস্থান করলেন। গত ১৩ তারিখে এই চা বাগানটির শাকাতি ডিভিশনে মালিকপক্ষ সাসপেনশন অব ওয়ার্ক ঘোষণা করেন। ন্যাশনাল ইউনিয়ন অব প্ল্যানটেশন ওয়ার্কার্সের ইউনিট সম্পাদক রতন বল বলেন, “কাজ বন্ধ। শ্রমিকেরা অসুবিধায় পড়েছেন।” |
|