সংবাদপত্র-ফতোয়া ‘ফ্যাসিস্ত’ চিন্তার ফল, মত গ্রন্থাগারগুলির
গ্রন্থাগারে বাছাই করা সংবাদপত্র রাখার সরকারি নির্দেশের পিছনে ‘ফ্যাসিস্ত’ মনোভাব রয়েছে বলে ফের অভিযোগ উঠল।
সাধারণ গ্রন্থাগারে সংবাদপত্র ব্যবহারে সরকারি আদেশ বিষয়ে রবিবার কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলে কনভেনশন করে ‘বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ’ এবং ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পেশ্যাল লাইব্রেরিস অ্যান্ড ইনফরমেশন সেন্টারস’ (ইয়াসলিক)। সেখানে বক্তৃতা করেন বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সভাপতি তথা ফরওয়ার্ড ব্লকের রাজ্যসভার সাংসদ বরুণ মুখোপাধ্যায়, অভিনেতা অরুণ মুখোপাধ্যায়, যাদবপুরের প্রাক্তন উপাচার্য তথা ইয়াসলিকের প্রাক্তন সভাপতি অশোকনাথ বসু প্রমুখ। প্রত্যেকেরই বক্তব্যের মূল নির্যাস গ্রন্থাগারগুলিতে বাছাই করা সংবাদপত্র রাখার সরকারি নির্দেশ মত বিনিময় এবং গণতান্ত্রিক অধিকারের উপরে ‘হস্তক্ষেপ’। যে সংবাদপত্রগুলি সরকারের সমালোচনা করছে, সেগুলিই গ্রন্থাগারে রাখার জন্য সরকার অর্থব্যয় করবে না বলে জানিয়েছে। এই নির্দেশ সরকারের ‘ফ্যাসিস্ত’ মনোভাবের পরিচায়ক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন, ছোট সংবাদপত্রগুলিকে উৎসাহিত করার জন্যই তাঁদের ওই নির্দেশ। কিন্তু এ দিন ওই কনভেনশনে বক্তারা পাল্টা প্রশ্ন তোলেন, ছোট সংবাদপত্রগুলিকে উৎসাহ দেওয়াই যদি সরকারের ওই পদক্ষেপের উদ্দেশ্য হয়ে থাকে, তা হলে তারা জেলা থেকে প্রকাশিত ছোট ছোট স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করল কেন?
বরুণবাবু বলেন, “গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চ সূত্রের অন্যতম হল, প্রত্যেক পাঠকের পছন্দের বই এবং সংবাদপত্র রাখতে হবে। সরকারের নির্দেশ মানতে গেলে সেই সূত্র অমান্য করতে হয়!” অরুণবাবুর বক্তব্য, “সরকার সুচিন্তিত ভাবেই এই নির্দেশ দিয়েছে। যাতে জনগণ তাদের সমালোচনাগুলি জানতে না পারে।” অশোকনাথবাবু বলেন, “সরকারের টাকা করদাতাদের টাকা। সুতরাং, করদাতাদের পছন্দের সংবাদপত্র সরকারের পছন্দ না হলেও নিশ্চিত ভাবেই গ্রন্থাগারে রাখতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.