নিজস্ব সংবাদদাতা • ফালাকটা |
ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি করা হল চিতাবাঘ। রবিবার ভোরে ডুয়ার্সের মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগান থেকে চিতাবাঘটিকে ধরা হয়। গত এক মাস ধরে চা বাগান লাগোয়া ধুমচি জঙ্গল থেকে বার হয়ে চিতাবাঘটি লাগোয়া দুটি চা বাগানে গবাদি পশু শিকার করছিল। চা বাগানের পাঁচ বাসিন্দাও চিতাবাঘের হামলায় জখম হন। দুটি চা বাগানের বাসিন্দাদের দাবি মেনে বন দফতর থেকে চিতাবাঘটিকে ধরার জন্য টোপ রাখা হয়েছিল। ধরা পড়া চিতাবাঘটিকে পরীক্ষা করে দেখার পরে জলদাপাড়ার পশু চিকিৎসক অশোক সিংহ জানিয়েছেন, চিতাবাঘটি গর্ভবতী। সন্তান প্রসবের জন্য চা বাগানের ঝোপে আশ্রয় খুঁজছিল। সকালেই চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসা করে বনকর্মীরা সেটিকে জলদাপাড়ার পূর্ব রেঞ্জে ছেড়ে দেন।
|
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার করল বন দফতর। রবিবার সকালে তুফানগঞ্জ থানার বলরামপুর এলাকার ঘটনা। বন দফতর সূত্রে জানা যায়, এদিন সকালে হরিণটিকে ঘোরাঘুরি করতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে আনেন। কোচবিহারের ডিএফও পিনাকী মিত্র বলেন, “চিকিৎসার পরে সেটিকে পাতলাখাওয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” |