টুকরো খবর |
অণ্ণা শিবিরের কোর কমিটির বৈঠকে নাটক |
সংবাদসংস্থা • নয়ডা |
অণ্ণা শিবিরের কোর কমিটির বৈঠকে নাটক। আজ বৈঠকের আলোচনা ‘মোবাইলে ধরে রাখার’ অভিযোগে বহিষ্কার করা হয় কোর কমিটির সদস্য মুফতি শামিন কাজমিকে। যদিও তাঁর দাবি, অণ্ণার আন্দোলন ‘মুসলিম-বিরোধী’ হয়ে পড়ায় তিনি পদত্যাগ করেছেন। আজ দুপুরে নয়ডায় বসেছিল অণ্ণা শিবিরের কোর কমিটির বৈঠক। হঠাৎই বৈঠক থেকে বেরিয়ে এসে কাজমি সাংবাদিকদের বলেন, “অণ্ণা শিবিরের কোর কমিটিতে আমিই এক মাত্র মুসলিম সদস্য ছিলাম। কিন্তু তাঁরা মুসলিমকে চান না, তাই আমি আর কমিটিতে নেই।” তাঁর আরও অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া ‘ইচ্ছে মতো’ শিবির চালাচ্ছেন। এর কিছু পরেই অণ্ণা শিবিরের সদস্য কুমার বিশ্বাস ও সাজিয়া ইলমি অভিযোগ করেন, বৈঠকের বিষয় ‘মোবাইলে ধরে রাখতে গিয়ে’ ধরা পড়েন কাজমি। তাঁকে বহিষ্কার করা হয়েছে। অণ্ণা শিবির সূত্রে খবর, ধরা পড়ার পর কাজমিকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। মনে হচ্ছে সাংবাদিকদের দেওয়ার জন্যই অডিওটি বানাচ্ছিলেন তিনি। কুমার বিশ্বাস বলেন, “এটা বিশ্বাসভঙ্গ। অণ্ণা শিবির থেকে তাঁকে দূরে থাকতে বলা হয়েছে।”
|
ভারতের মানচিত্রে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে বিতর্ক |
নিজ্স্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সিবিএসই-র পাঠ্য বইয়ে মানচিত্র বিতর্ক। অভিযোগ, শ্রীনগরের একটি সেনা স্কুলের তৃতীয় শ্রেণির বইয়ে জম্মু ও কাশ্মীরের মানচিত্র বিকৃত করে দেখানো হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরকে ইসলামাবাদ ‘আজাদ কাশ্মীর’ বলে দাবি করে থাকে। সিবিএসই-র এই নতুন বইয়ে ভূস্বর্গের মানচিত্র সে ভাবেই দেখানো হয়েছে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি বলেন, “মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিষয়টি এখনই দেখা উচিত। এটি ভুল, না ইচ্ছে করে করা হয়েছে, তা-ও খতিয়ে দেখা হোক।” তাঁর মতে, “বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের সীমান্ত সম্পর্কে এই ভুল তথ্য যদি দেশের বাচ্চাদের দেওয়া হয়, তবে তা অবশ্যই বন্ধ করা উচিত। কারণ এটি দেশের পক্ষে ক্ষতিকারক।” কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, “আমরা এই বিষয়ে কিছু জানি না। এই রকম কিছু ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।” দোষীদের ছাড়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে হই চইয়ের পর কিছু সেনাকর্তা কয়েকটি স্কুলের অধ্যক্ষদের বইগুলি ফেরত দিয়ে যেতে বলেছেন। মানচিত্রটিতে চোখ বোলাতে চান তাঁরা। সিবিএসই এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে এই বিষয়ে চিঠি লেখার সিদ্ধান্তও নিয়েছে সেনা। তাদের যুক্তি, এই বিষয়ে তাদের দায়ী করা যায় না। কারণ তারা বই ছাপে না। বিতর্কিত বইটি ছেপেছে দিল্লির করোল বাগের এক প্রকাশনী সংস্থা। এই বিষয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা সেনার।
|
৮টি গাড়ি জ্বালিয়ে দিল মাওবাদীরা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে রাস্তা তৈরি বা নির্মাণ প্রকল্প এলাকায় মাওবাদীদের হামলা অব্যাহত। সম্প্রতি রাঁচি এবং খুঁটি জেলায় এমন ধ্বংসাত্মক কাণ্ড ঘটানোর পর কাল রাতে মাওবাদীরা গিরিডি জেলার ডুমারি এলাকায় রাস্তা তৈরির কাজে হামলা চালাল। জেলার পুলিশ সুপার ওঙ্কার অনুপ অমল বেনুকান্ত আজ জানিয়েছেন, হামলাকারীরা ডুমারি রোডে একটি নির্মাণ সংস্থার কয়েকটি ড্যাম্পার-সহ মোট আটটি গাড়িতে আগুন লাগায়। বিধ্বংসী আগুনে সব ক’টি গাড়িই ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানায়। অন্য দিকে লাতেহারে উগ্রপন্থী দু’টি গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের খবর মিলেছে। পুলিশ সূত্রেই খবর, লাতেহারের মনিকা থানা এলাকার ডুন্ডুু জঙ্গলে আজ সকালে উগ্রপন্থী দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল গুলির লড়াই বাধে। জেলার পুলিশ সুপার ক্রান্তিকুমার ঘরদেশি জানিয়েছেন, এই গুলির লড়াইয়ে কারও হতাহত হওয়ার খবর রাত পর্যন্ত মেলেনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি বড় মাপের গ্রেনেড এবং জঙ্গিদের কয়েক জোড়া পোশাক।
|
নেই পর্যাপ্ত পুলিশ, বেহাল উত্তরপ্রদেশ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পুলিশ গবেষণা ও উন্নয়ন সংস্থার প্রকাশ করা তথ্য অনুযায়ী, দেশের মধ্যে প্রতিদিন সব থেকে বেশি অপরাধ ঘটছে উত্তরপ্রদেশে। অথচ তা প্রতিরোধ করার জন্য সেখানে নেই পর্যাপ্ত পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীতে ৬০ শতাংশ পদ খালি রয়েছে অখিলেশ যাদবের রাজ্যে। এ দিকে পুলিশে শূন্যপদের জাতীয় গড় ২৫ শতাংশ। জানুয়ারি ২০১১-র পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে পুলিশ বাহিনীতে প্রায় ৩ লক্ষ ৬৮ হাজার ২৬০ পদের মধ্যে নিয়োগ হয়েছে শুধু ১.৫ লক্ষ ১৬৮ পদে। উত্তরপ্রদেশের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে নেই পর্যাপ্ত পুলিশ বাহিনী। অন্ধ্রপ্রদেশে ৩১ শতাংশ, বিহারে ২৮ শতাংশ, গুজরাতে ২৭ শতাংশ, তামিলনাড়ুতে ১৬ শতাংশ, রাজস্থান, কর্নাটক ও মহারাষ্ট্রে ১১ শতাংশ, ও মধ্যপ্রদেশে ১০ শতাংশ শূন্য পদ রয়েছে। এই তথ্যকে ‘ঘুম ভাঙার ডাক’ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। গত সপ্তাহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সম্মেলনে চিদম্বরম এ বিষয়ে পদক্ষেপ করতে অনুরোধও করেন।
|
স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে খুন |
নিজ্স্ব সংবাদদাতা • পটনা |
বিহারে ভাগলপুর জেলায় কোলা নারায়ণপুর গ্রামে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে খুন করার দায়ে গ্রেফতার করা হয়েছে জলধর দাস নামে এক ব্যক্তিকে। ভাগলপুর জেলা পুলিশ আজ জানায়, কাল সন্ধ্যায় ওই গ্রামে একটি শস্যখেতে হলা কাটা অবস্থায় পড়ে ছিল মালা দেবী (৩৫), শীলা কুমারী (৯) ও করিশ্মার (২) দেহ। খুনের ঘটনাটি সম্ভবত ঘটেছে দিন তিনেক আগে। খোঁজ নিয়ে পুলিশ জেনেছে, বছর চল্লিশের জলধর আদতে রামনগর গ্রামের বাসিন্দা। দ্বিতীয়া স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত তার। দিন কয়েক আগে ভহাগলপুর আদালতে একটি মামলার ব্যাপারে জলধর স্ত্রী-কন্যাদের নিয়ে রওনা দেয়। কিন্তু মাঝপথে কোলা নারায়ণপুরে নেমে স্ত্রী-কন্যাদের নিয়ে যায় একটি মাঠে। সেখানেই ধারালো অস্ত্রে তিনজনকে খুন করে সে গা ঢাকা দিয়েছিল। কিন্তু পূর্ণিয়ায় তাকে গ্রেফতার করে ভাগলপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
|
কংগ্রেসের প্রার্থী প্রদীপ বালমুচুই |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে রাজ্যসভার পুনর্নির্বাচনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রদীপ বালমুচু। রাজ্য কংগ্রেসের বিধায়ক দলের সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ কংগ্রেস হাইকমান্ড ঝাড়খণ্ডের রাজ্যসভার নির্বাচনে প্রদীপ বালমুচুর নাম অনুমোদন করে। আজ সন্ধ্যায় রাজ্য কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ২৩ এপ্রিল মনোনয়নপত্র পেশ করবেন প্রদীপবাবু। ওই দিনই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। উল্লেখ্য, ঝাড়খণ্ডে গত ৩০ মার্চ অনুষ্ঠিত রাজ্যসভার ভোটেও কংগ্রেস প্রার্থী ছিলেন দলের রাজ্য সভাপতি প্রদীপ বালমুচু।
|
রাষ্ট্রপতির পদে রাজনৈতিক ব্যক্তিত্ব চান না পওয়ার |
নিজ্স্ব সংবাদদাতা • মুম্বই |
রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন কোনও ব্যক্তিরই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হওয়া উচিত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার। কয়েক দিন ধরেই এমন খবর রটছিল যে শরদের দল এনসিপি লোকসভা স্পিকার পি এ সাংমাকে পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। কিন্তু আজ সেই খবরকে মিথ্যে বলে উড়িয়ে দেন শরদ। তিনি আরও বলেন, “ইউপিএ এবং এনডিএ দু’তরফেরই রাষ্ট্রপতি পদের জন্য লোকের অভাব রয়েছে। এই কারণে আমার মনে হয় সব রাজনৈতিক দলেরই রাষ্ট্রপতি পদের জন্য প্রয়োজনীয় লোকের খোঁজ করা উচিত।” প্রসঙ্গত, এ বছরের জুলাইয়ের শেষে প্রতিভা পাটিল অবসর নেবেন।
|
চিত্র সাংবাদিক খুন |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রামগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করল একটি সংবাদ চ্যানেলের চিত্র সাংবাদিককে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম শ্রীনিবাস। হত্যাকাণ্ডটি ঘটেছে কাল রাতে। ঘটনার তীব্র নিন্দা করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। ঝাড়খণ্ডে সকল রাজনৈতিক দলের নেতারাই এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। পুলিশ জানিয়েছে, পুরনো একটি অপরাধের মামলার সাক্ষী ছিলেন নিহত ওই চিত্র সাংবাদিক। সামনে সপ্তাহেই মামলাটি আদালতে ওঠার কথা। ওই মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার কথা ছিল শ্রীনিবাসের।
|
কৃষককে পিটিয়ে খুন |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পূর্ণিয়ায় এক কৃষককে তাঁর নিজের খেতেই পিটিয়ে মারল দুষ্কৃতীরা। নৃশংস ঘটনাটি ঘটেছেআজ সকালে মীরগঞ্জ থানার মীরগঞ্জ গ্রামে। নিহতের নাম লালু যাদব (৩৩)। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে প্রতিদিনের মতোই লালু নিজের খেতে চাষ করছিলেন। কিছু পরে কয়েকজন লোক গোরু-সহ চাষের যন্ত্রপাতি নিয়ে ওই জমিতেই চাষ করতে আসে। লালু তাদের বাধা দেন। তবুও তারা জোর করে লালুর জমিতে চাষ করতে চাইলে বচসা বাধে। বচসা চলাকালীনই লালুকে মারধর করতে থাকে তারা। ওই সময় আশপাশে কোনও লোকজন না থাকায় দুষ্কৃতীরা ইবাধে তাঁকে পেটায়। প্রহারে মারা যান লালু।
|
ইস্পাতনগরীতে বাংলা বর্ষবরণ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
|
জামশেদপুরে বঙ্গীয় মঞ্চের বর্ষবরণ। পার্থ চক্রবর্তীর তোলা ছবি। |
বাংলা নববর্ষকে সাড়ম্বরে বরণ করল ইস্পাতনগরী জামশেদপুর। শনিবার সন্ধ্যায় এই শিল্পনগরীর প্রবাসী বাঙালিরা বর্ষবরণ অনুষ্ঠানে মিলিত হলেন বিষ্টুপুরের ইউনাইটেড ক্লাবের মঞ্চে। কলকাতা থেকে আনা হয়েছিল বাংলা সুরের বাজনা। ছিল ‘বাংলা ব্যান্ড’, আবার বাউল গানও। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশিত হয় হরেক রকমের বাঙালি খাবার। শেষ পাতে ছিল রসগোল্লা।
|
থানায় যেতে বাধা, আত্মঘাতী ধর্ষিতা |
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
স্থানীয় পঞ্চায়েতের হস্তক্ষেপে থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করতে না পেরে আত্মঘাতী হলেন ১৩ বছরের এক কিশোরী। ঘটনাটি উত্তরপ্রদেশের গড়মুক্তেশ্বর শহরের। পুলিশ জানায়, বুধবার তিন যুবক ওই মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির পরিবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে পঞ্চায়েত সদস্যরা মেয়েটির বাবা-মাকে থানায় অভিযোগ জানাতে নিষেধ করেন। পঞ্চায়েতের তরফে অভিযুক্তদের ধমকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, হতাশ হয়ে মেয়েটি গত কাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটির তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
বাড়িতে আগুন, ৯ ফরাসি পর্যটক উদ্ধার |
সংবাদসংস্থা • নওয়াদা (বিহার) |
ভিসার নিয়ম না মানার অভিযোগে ন’জন ফরাসি পর্যটককে আটক করে থানার কাছেই সার্কিট হাউসে রেখেছিল পুলিশ। আজ সেই সার্কিট হাউসেই লাগল আগুন। তবে সেই আটক পর্যটকদের কোনও ক্ষতি হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। নওয়াদা জেলা পুলিশ সূত্রে খবর, ওই বাড়িটির রান্নাঘর থেকেই আগুন লাগে।
|
শাশুড়িই ছোড়েন শিশুকে, দাবি মায়ের |
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
নিজের ১১ মাসের ছেলেকে দোতলা বাড়ির বারান্দা থেকে ছুড়ে ফেলার অভিযোগে ধৃত পূজা শর্মার দাবি, শাশুড়িই তাঁর সন্তানের মৃত্যুর জন্য দায়ী। অভিযোগ, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে ছেলেকে ছুড়ে রাস্তায় ফেলে দেন পূজা। |
|