|
|
|
|
টুকরো খবর |
পুলিশকে মারধর, ধৃত পাঁচ |
নিজস্ব সংবাদদাতা |
এক কর্তব্যরত পুলিশকর্মী এবং এক ট্যাক্সিচালককে মারধরের ঘটনায় পাঁচ জন গ্রেফতার হলেন। ধৃতদের নাম অর্পিতা ভট্টাচার্য, শমিত রায়চৌধুরী, প্রসেনজিৎ দাশগুপ্ত, অয়ন বন্দ্যোপাধ্যায় ও উদ্দালক মিত্র। তাঁদের বাড়ি রাসবিহারী অ্যাভিনিউ ও ট্র্যাঙ্গুলার পার্ক এলাকায়। পুলিশ জানায়, শনিবার বেশি রাতে ঢাকুরিয়ার এক পানশালা থেকে ওই পাঁচ জন বেরোন। সামনেই ট্যাক্সি-সহ ছিলেন অরূপ দাস নামে এক চালক। ট্যাক্সিতে যাওয়া নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে পাঁচ জনের। অভিযোগ, অরূপবাবুকে মারধর করেন ধৃতেরা। পুলিশের দাবি, তখন ওখানে টহল দিচ্ছিলেন সুখেন মণ্ডল নামে গড়িয়াহাট থানার এক এএসআই। তিনি থামাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই ওই চার যুবককে ধরা হয় অরূপবাবু ও সুখেনবাবুর অভিযোগের ভিত্তিতে। রবিবার অর্পিতা গ্রেফতার হন। পুলিশ সূত্রের খবর, অর্পিতার বাবা কলকাতা সশস্ত্র পুলিশের অফিসার।
|
তিনটি আগুন |
শহরের তিনটি জায়গায় রবিবার আগুনে লাগার ঘটনা ঘটল। দমকল জানায়, বেলা সাড়ে বারোটা নাগাদ বিবেকানন্দ রোডের এক বহুতলের ছাদের ঘরে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভায়। অনুমান, শর্ট সার্কিটের ফলেই আগুন। দুপুরে গার্ডেনরিচের একটি অফিসে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন যায়। তার আগে অফিসকর্মীরাই আগুন নেভান। এক জন সামান্য আহত হন। তিনটে নাগাদ তিলজলার জিন মসজিদ রোডে কিছু ঝুপড়িতে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন যায়। ওই ঝুপড়িগুলিতে রবারের দোকান চলত। |
|
|
|
|
|