|
|
|
|
‘শুভবুদ্ধি’তে অনশন ভঙ্গ নোনাডাঙায়, মন্তব্য পার্থর |
নিজস্ব সংবাদদাতা |
দেরিতে হলেও নোনাডাঙায় উচ্ছেদ-বিরোধী অনশনকারীদের ‘শুভবুদ্ধি’র উদয় হয়েছে বলে মন্তব্য করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দ্বাদশ দিনের মাথায় রবিবার সকালে নোনাডাঙার বাসিন্দারা অনশন তোলার পরে পার্থবাবু বলেন, “এত দিনে ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। টিউবলাইটের মতো দেরিতে জ্বলে উঠেছে ওরা।”
নোনাডাঙায় পুনর্বাসনের ব্যবস্থা না করে ঝুপড়িবাসীদের উচ্ছেদ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সেখানে অনশনে বসেন উচ্ছেদ বিরোধী প্রতিরোধ কমিটির সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন উচ্ছেদ হওয়া মানুষেরাও। জায়গা ‘জবরদখল’ করতেই শ’খানেক মানুষ ওই এলাকায় ঝুপড়ি বানিয়েছিলেন বলে সরকারের তরফে দাবি করা হয়। সরকার সিদ্ধান্তে অনড় থাকলেও এ দিন অনশনকারীরা অনশন তুলে নিতে বাধ্য হওয়ায় পার্থবাবু বলেন, “সরকার সরকারের কাজ করবে। উন্নয়নের কাজ যেমন চলছে, চলবে।”
অনশন প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই নোনাডাঙায় দমকলমন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক জাভেদ খান-সহ স্থানীয় কাউন্সিলররা মিছিল করেন। এলাকা জুড়ে মিছিল শেষে তাঁরা সেখানকার মানুষকে বোঝান, বহিরাগতরা এলাকায় ঢুকে জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। তাতে এলাকার বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যাতে আর কেউ জবরদখল করতে না পারেন, সে জন্য স্থানীয় মানুষদের তৎপর থাকারও পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতারা। |
|
|
|
|
|