নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
টানা পনেরো দিন বন্ধ থাকার পরে শুক্রবার থেকে মিড-ডে মিল চালু হল রাজনগরের সীতাশাল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে। বৃহস্পতিবার বিকেলে মিড-ডে মিল সংক্রান্ত জট কাটাতে অভিভাবক ও স্কুল পরিচাললন সমিতির বৈঠক হয়। প্রসঙ্গত মিড-ডে মিল রান্নায় পদ্ধতিগত ত্রুটির আভিযোগ তুলে গত ৩ এপ্রিল ওই বিদ্যালয়ের টিচার ইনচার্জকে তৃণমূল স্মারকলিপি দেয়। তার পর থেকেই বন্ধ ছিল মিড-ডে মিল। কেন ‘নিজের’ ইচ্ছানুসারে এই রান্না বন্ধ রাখলেন তার প্রতিবাদ জানতে গত বুধবার টিচার ইনচার্জকে ঘেরাও করেন তৃণমূলের নেতা কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, পছন্দের ব্যবসাদারের কাছ থেকে রান্নার জন্য কাঁচামাল কেনা হত এবং একটি মাত্র স্বনির্ভর দলকে দিয়ে রান্না করা হচ্ছে। শুধু তাই নয় খাবারের মানও খারাপ। টিচার ইনচার্জ বিমল ওঝা অবশ্য ওই দিন তাঁকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন। শনিবার বিমলবাবু বলেন, “সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইচ্ছুক স্বনির্ভর দলগুলিকে লটারির মাধ্যমে পর্যায়ক্রমে রান্নার সুযোগ দেওয়া হবে এবং রান্নার সম্পূর্ণ দায়িত্ব স্বনির্ভর দলের হাতেই ছেড়ে দেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত আগামী ১ মে থেকে কার্যকর করা হবে। তার আগে পর্যন্ত আগের নিয়ম চালু থাকবে।” টিচার ইনচার্জ আরও জানিয়েছেন, মিড-ডে মিল চালু করলেও তাঁদের হেনস্থা করার প্রতিবাদ-সহ শিক্ষকেরা শুক্রবার ক্লাস বয়কট করেছিলেন। তৃণমূলের রাজনগর ব্লক সভাপতি সৌমিত্র সিংহ বলেন, “শিক্ষকেরা ক্লাস বয়কট করেছিলেন কি না জানি না। আমরা চাই সঠিক পদ্ধতি মেনেই মিড-ডে মিল চলুক।” তাঁর দাবি, “অন্যায়ভাবে এত দিন তাঁরা মিড-ডে মিল চালাচ্ছিলেন। সেটারই প্রতিবাদ করা হয়েছিল মাত্র। কাউকেই হেনস্থা করা হয়নি।”
|
নির্বাচন ঘিরে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়ি এফইউসি ফ্রেন্ডস্ ইউনিয়ন সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরদের নিবার্চনকে ঘিরে রবিবার তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই প্রকাশ্যে চলে এল। সংস্থার কোষাধ্যক্ষ অক্ষয় মিত্র বলেন, “জেলায় মোট ১২টি আসন আছে। তারমধ্যে এ দিন সিউড়িতে বাকি আটটি আসনের নির্বাচন ছিল।” এই নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করল তৃণমূলেরই দু’টি গোষ্ঠী। নির্বাচনের একটি প্রচার পত্রে সিউড়ি পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়, উপপুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়-সহ মোট ১১ জন তৃণমূল কাউন্সিলরের নাম আছে। ওই প্রচার পত্রে তৃণমূল নেতা আশিস দে-সহ ৮ জনের পক্ষে ভোট চাওয়া হয়েছে। অন্যদিকে আর এক প্রচারপত্রে অন্য ৮ প্রার্থীর হয়ে ভোট চেয়েছেন তৃণমূলের সিউড়ি শহর সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায় ও কংগ্রেসের শহর সভাপতি রমারঞ্জন চট্টোপাধ্যায়।ভোটের ফলাফল বেরোনোর পর পুরপ্রধান উজ্জ্বলবাবু দাবি করেন, “আমাদের প্রার্থীদের মধ্যে ৭ জনই জয়ী হয়েছেন।” যদিও তাঁর দাবি উড়িয়ে দিয়ে তৃণমূলেরই আর এক কাউন্সিলর দীপক দাস বলেন, “আমাদের দু’জন প্রার্থী জিতেছেন।”
|
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাটে দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার কাজকর্ম ঘুরে দেখলেন নারী-শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। রবিবার সকালে প্রথমে তারাপীঠে পুজো দিয়ে তিনি রামপুরহাটে স্পাস্টিক সোসাইটির দু’টি শাখা, পরে পুষ্পরাগ হোমের আবাসিকদের সঙ্গে কথা বলেন। সংস্থাগুলির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মন্ত্রী তাদের আর্থিক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
|
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
প্রাথমিক স্তরে পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের দায়িত্ব থেকে প্রধান শিক্ষকদের অব্যাহতি দেওয়ার দাবি জানাল তৃণমূল শিক্ষা সেলের রামপুরহাট পশ্চিম, উত্তর ও দক্ষিণ চক্রের প্রতিনিধিরা। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে অনুষ্ঠিত সংগঠনের এক বার্ষিক সম্মেলনে এই দাবি উঠেছে। সম্মেলনে শিক্ষা-বহির্ভূত কোনও কাজে শিক্ষকদের যুক্ত না করার যেমন দাবি রাখা হয়েছে, তেমনি শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যপুস্তক, ছুটির তালিকা, প্রয়োজনীয় খাতাপত্র সরবরাহ করার দাবিও জানানো হয়েছে। এ ছাড়া পাঠ্যক্রমে পরিবর্তন, শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ করার দাবিও উঠেছে।
|