টুকরো খবর
বন্ধে অচল ঢাকা, হত ১
দলীয় নেতা ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)-র ডাকা ২৪ ঘণ্টার বন্ধে আজ অচল হল রাজধানী ঢাকা। গত মঙ্গলবার থেকে ‘নিখোঁজ’ বিএনপি-র সম্পাদক এবং প্রাক্তন সাংসদ ইলিয়াস আলি। পাওয়া যাচ্ছে না তাঁর গাড়ির চালককেও। ইলিয়াস ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় সরকারকে দায়ী করে আজ দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছিল বিএনপি। বন্ধে ঢাকায় বন্ধ ছিল স্কুল-কলেজ এবং বিভিন্ন বেসরকারি অফিস। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ এবং র্যাব। তবুও বন্ধ ঘিরে গোলমালে নিহত হন এক ব্যক্তি। গত কাল ঢাকা শহরে বন্ধ সমর্থকরা আটটি বাসে আগুন লাগিয়ে দিয়েছিল। এই ঘটনায় মারা যান এক বাসচালক। তাই আতঙ্কে মানুষ আজ বাড়ির বাইরে বের হননি। ইলিয়াস আলি ‘নিখোঁজ’ হওয়ার জন্য বিএনপি সরকারকে দায়ী করলেও অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার। সরকারের পাল্টা অভিযোগ, দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য বিরোধীরাই ইলিয়াসকে লুকিয়ে রেখেছেন। কালই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছিলেন, এই ঘটনার পিছনে বিএনপি-র হাত থাকতে পারে। কারণ শাসক দল আওয়ামি লিগ খুন-অপহরণের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, ইলিয়াসের খোঁজে কাল গাজিপুরে পুলিশ-র্যাব মিলে তল্লাশি চালিয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

শিয়া-বিক্ষোভের মধ্যেই শুরু গ্রঁ প্রি
ফর্মুলা ওয়ান গ্রঁ প্রি-র জৌলুসের মধ্যেই অশান্তির পারদ চড়ছে বাহরাইনে। ক্ষমতাসীন সুন্নি শাসকদের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের প্রতিবাদে গত বছরের ফেব্রুয়ারি থেকেই উত্তপ্ত বাহরাইন। এর মধ্যে গত কাল এক প্রতিবাদীর মৃত্যুতে করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর আশপাশের অঞ্চলে। ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা চলাকালীন সারা বিশ্বের নজর থাকবে বাহরাইনের দিকে। সেই পরিস্থিতিকে ‘ব্যবহার’ করে বিক্ষোভকারী শিয়া সম্প্রদায় তাদের প্রতিবাদ-বিক্ষোভ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। গত বছর অশান্তির জেরে বাতিল করে দিতে হয়েছিল বাহরাইনের ফর্মুলা ওয়ান গ্রঁ প্রি। বিশ্বের কাছে মুখরক্ষার তাগিদে তাই এ বছরের গ্রঁ প্রি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কিছুটা মরিয়া ক্ষমতাসীন সুন্নি গোষ্ঠী। কিন্তু সংখ্যাগরিষ্ঠ শিয়া গোষ্ঠীর প্রতিবাদের জেরে সে প্রচেষ্টা ইতিমধ্যেই অনেকটা ধাক্কা খেয়েছে। এর মধ্যেই কাল সন্ধের দিকে খবর ছড়িয়ে যায়, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত এক প্রতিবাদীর দেহ মিলেছে। নিহতের নাম সালা আব্বাস হাবিব মুসা (৩৬)। এর পরই ক্ষমতাসীন রাজা হামাদের অপসারণের দাবিতে নতুন করে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। বাহরাইনের তরফে অবশ্য এই বিক্ষোভকে বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি করা হয়েছে। ফর্মুলা ওয়ান সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে চেষ্টার ত্রুটি নেই শাসকদলের তরফে। কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে ফর্মুলা ওয়ান সার্কিট। রাজা হামাদ এক বিবৃতিতে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। দেশের সংস্কারে তিনি বদ্ধপরিকর বলেও ওই বিবৃতিতে জানান হামাদ।

অ্যালঝাইমার্স ঠেকাতে পারে ঘরোয়া কাজ
মনে পড়ে দেবরাজ সহায়কে। ‘ব্ল্যাক’ ছবিতে মিশেল ম্যাকনালির সেই লড়াকু শিক্ষক। বার্ধক্যে যাঁর স্মৃতি কেড়ে নিয়েছিল অ্যালঝাইমার্স। স্মৃতিভ্রষ্ট হওয়ার এই ভয়ানক অসুখকে প্রতিরোধ করা যাবে শুধু মাত্র প্রতিদিনের সাধারণ ঘরোয়া কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে। বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না করা। নিয়মিত কাজগুলি করলে প্রতিরোধ করা যাবে অ্যালঝাইমার্স ব্যাধিকে। ৭১৬ জন বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে গবেষণা করে এ রকমই দাবি করেছেন শিকাগোর রাশ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের গবেষক অ্যারন বুকানন। ‘নিউরোলজি’ নামের এক পত্রিকায় প্রকাশিত হয়েছে বুকাননের গবেষণাপত্র। তিন বছর ধরে বুকানন যন্ত্রের সাহায্যে নিয়মিত পর্যবেক্ষণ করেছেন ৭১৬ জন বৃদ্ধ-বৃদ্ধার প্রতিদিনের কাজকর্ম। এ ছাড়াও তাঁদের স্মৃতি ও চিন্তাশক্তির পরীক্ষাও নেওয়া হয়েছে। দেখা গিয়েছে ৩ বছরে সেই ৭১ জনই অ্যালজাইমার্সে আক্রান্ত হয়েছেন যাঁরা সারা দিনে সব থেকে কম কাজ করতেন। বুকাননের দাবি, যাঁরা দিনে সব থেকে কম কাজ করেন তাঁদের অ্যালঝাইমার্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে দ্বিগুণ বেশি। অ্যালঝাইমার্স স্যোসাইটির চিকিৎসক অ্যানি কর্বেট জানান, এটা বহুল প্রচলিত যে ব্যায়াম করলে অ্যালঝাইমার্স প্রতিরোধ করা যায়। বুকাননের গবেষণা এ বিষয়ে নতুন তথ্য সংযোজন করল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.