কয়েকমাসের ব্যবধানে একই ব্যক্তি দু’বার আক্রান্ত হলেন কালাজ্বরে। আক্রান্ত ওই ব্যক্তি বোলপুরের কঙ্কালিতলা পঞ্চায়েতের আসড়হরার মঙ্গল মুর্মু বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে।
মঙ্গলবাবু ও তাঁর পরিবারের লোকেদের অভিযোগ, প্রথমবার মঙ্গলবাবুর ঠিকমত চিকিৎসা হয়নি। তাই ফের তিনি কালাজ্বরে আক্রান্ত হলেন। তাঁদের আরও অভিযোগ, ভর্তি হওয়ার পর তিনদিন কেটে গেলেও মঙ্গলবাবু কোনও ওষুধ পাচ্ছেন না।
কঙ্কালিতলা পঞ্চায়েত ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবাবু গত মঙ্গলবার কালাজ্বরের উপসর্গ নিয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর প্রমাণ মেলে তিনি ফের কালাজ্বরেই আক্রান্ত হয়েছেন। সেই অনুযায়ী এতদিনে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু মঙ্গলবাবুর অভিযোগ, “রক্ত দেওয়া-সহ প্রাথমিক চিকিৎসা শুরু হলেও কালাজ্বরের জন্য সুনির্দিষ্ট ওষুধ কিংবা চিকিৎসা পরিষেবা কোনওটাই পাচ্ছি না।’’
বোলপুর মহকুমা হাসপাতালের সুপার সুদীপ মণ্ডল বলেন, “আক্রান্তের প্রাথমিক চিকিৎসা হয়েছে। কালাজ্বরের ওষুধের জন্য বোলপুরের বিএমওএইচ-কে জানিয়েছি। ওই ওষুধ এসে গেলে পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হবে।” মঙ্গলবার থেকে চিকিৎসাধীন রয়েছেন মঙ্গলবাবু অথচ এতদিনেও কেন ওষুধ মিলল না তার কোনও সদুত্তর দিতে পারেননি বিএমওএইচ। বিএমওএইচ সব্যসাচী রায় বলেন, “আমরা প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করছি।” এ দিকে বোলপুরের সহ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত শুকুল বলেন, “গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” |