শীতাতপ যন্ত্রে আগুন, আতঙ্ক হাসপাতালে |
শীতাতপ যন্ত্র থেকে আগুন ও ধোঁয়া বের হওয়ায় বৃহস্পতিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। এ দিন সকালে হাসপাতালে ওই ঘটনায় অবস্য কোনও রোগী বা হাসপাতালের কর্মী হতাহত হননি বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ হাসপাতালের নীচের তলার অস্ত্রোপচারের একটি ঘরের শীততাপ যন্ত্র থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন কয়েকজন স্বাস্থ্যকর্মী। রোগীদের ওয়ার্ডে ধোঁয়া ঢোকায় অনেকে আতঙ্কে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীরা ওই ঘরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। হাসপাতালের সুপার উজ্জলেন্দু মণ্ডল বলেন, “হাসপাতালে তিনটি অপারেশন থিয়েটার রয়েছে। যে শীতাতপ যন্ত্র থেকে ধোঁয়া বের হয়েছিল তা খুলে ফেলা হয়েছে। ওই ঘরে আজ কোনও জরুরি অস্ত্রোপচার ছিল না।” তিনি জানান, শট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। তবে এর জন্য হাসপাতালের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোনও বিঘ্ন ঘটেনি।
|
জবা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্ব স্বাস্থ্যদিবস উপলক্ষে ব্যানার, পোস্টার নিয়ে এলাকা পরিক্রমা করল। এ দিন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা করেন। |