টুকরো খবর
আজ মুখ্যমন্ত্রী বড়জোড়ায়
আজ শুক্রবার, বড়জোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে একগুচ্ছ প্রকল্পের সূচনা হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রেলমন্ত্রী মুকুল রায়ের। এই উপলক্ষে বৃহস্পতিবার থেকে বড়জোড়া এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মুখ্যমন্ত্রীর এখানে ঘণ্টা দেড়েক অনুষ্ঠান করার কথা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর ও রোনালেজোড়া গ্রামের মাঝামাঝি এলাকায় ৬৯৪ একর জমিতে খোলামুখ কয়লাখনি করছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলাপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোপেশন লিমিটেড। মুখ্যমন্ত্রীর ওই ট্রান্স দামোদর কয়লা প্রকল্পের উদ্বোধন করার কথা। এই মঞ্চ থেকেই বড়জোড়ায় আইটি হাবের উদ্বোধন করা হবে। এখান থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরুলিয়া-ভেল্লুপুরম সুপার ফাস্ট সাপ্তাহিক ট্রেনের উদ্বোধন করার কথা রেলমন্ত্রীর। বাঁকুড়া-বড়জোড়া-দুর্গাপুর রেললাইন করার দাবি জানিয়ে এ দিনই বড়জোড়ার বাসিন্দারা রেলমন্ত্রকের কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন। বড়জোড়ার পঞ্চায়েত প্রধান তৃণমূলের অলোক মুখোপাধ্যায় বলেন, “বাসিন্দাদের গণস্বাক্ষরিত ওই রেলপথের দাবি রেলমন্ত্রীর হাতেও দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর সফর নিরাপদ করতে ওই কয়লাখনির কাছে কিছুদিন আগে থেকেই পুলিশ নোতায়েন করা হয়েছে। বুধবার রাত থেকেই দুর্গাপুর-বাঁকুড়া রাস্তায় পুলিশ গাড়ি থামিয়ে পরীক্ষা করছে। ওই রাস্তায় পুলিশের টহলও বাড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনের বিভিন্ন কর্তারা সভাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

ধর্ষণে অভিযুক্ত স্কুলশিক্ষক
বাড়িওয়ালার স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক হাইস্কুল শিক্ষকের বিরুদ্ধে। ইন্দাস থানা এলাকার ঘটনা। বুধবার রাতে ইন্দাস থানায় বধূটি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক পলাতক। তাঁর সন্ধান করা হচ্ছে। রাতেই ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বধূটির ডাক্তারি পরীক্ষা করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছাব্বিশের ওই অভিযুক্ত শিক্ষক বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। ইন্দাসের একটি স্কুলে যোগ দিয়ে প্রায় আট মাস ধরে তিনি ওই বাড়ি ভাড়া নিয়ে বাস করছিলেন। পুলিশের কাছে বধূটি অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে ওই শিক্ষক তাঁর ঘরে ঢোকেন। সেই সময় বাড়িতে তাঁর ছেলে ও স্বামী ছিলেন না। সেই সুযোগ নিয়ে ওই শিক্ষক তাঁকে ধর্ষণ করেন। অন্যদের ঘটনার কথা জানালে তাঁকে ধর্ষণ করার হুমকি দেয় ওই শিক্ষক। বুধবার সকালে তিনি স্বামীকে ঘটনার কথা জানান। সেই রাতে স্বামী তাঁকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”

ব্যাগ ঘিরে বোমাতঙ্ক
ছবি: শুভ্র মিত্র।
পুকুরে ভাসমান একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ধোঁয়া বের হওয়ায় বোমাতঙ্ক ছড়াল বিষ্ণুপুরে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের কাদাকুলির রাস্তায় দিঘিরপাড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বাঁশ দিয়ে ব্যাগটি টেনে পাড়ে তোলেন। পুলিশ জানিয়েছে, ব্যাগে গরুর ইঞ্জেকশনের কয়েকটি অ্যাম্পুল ছিল। তা ঠাণ্ডা রাখার জন্য ব্যাগের ভিতরে রাসায়নিক রাখা ছিল। পুলিশের অনুমান, জলের সংস্পর্শে ওই রাসায়নিক আসায় ধোঁয়া বের হয়। আর তাতেই আতঙ্ক ছড়ায়। পুকুর পাড়ে ভিড়ও জমে যায়। পুলিশ জানিয়েছে, অ্যাম্পুলগুলি কোথা থেকে এলো তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

চালু দু’টি স্কুল
বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে আরও দু’টি প্রাথমিক স্কুল চালু হয়েছে। বৃহস্পতিবার নেতুরপুর পঞ্চায়েতের বরডি ও হাবরা গ্রামে ওই দু’টি স্কুলের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওই দু’টি গ্রামে কোনও প্রাথমিক স্কুল ছিল না। তাই ওই গ্রামের ছেলেমেয়েদের কিছুটা দূরে পাশের গ্রামের স্কুলে যেতে হত।” সারেঙ্গার বিডিও হীরকজ্যোতি মজুমদার জানিয়েছেন, স্কুলঘর নির্মাণের কাজ চলছে।

নতুন এসপি
বাঁকুড়া জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন করলেন মুকেশ কুমার। পূর্বতন পুলিশ সুপার প্রণব কুমার বুধবার তাঁকে দায়িত্বভার দেন। মুকেশ কুমার এর আগে কলকাতা পুলিশের ১ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার ছিলেন। তার আগে তিনি ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.