টুকরো খবর
স্ত্রীকে খুন করার অভিযোগে ধৃত স্বামী
এক গৃহবধূকে পিটিয়ে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আঞ্জুরজান বিবি (৩০) নামে ওই মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার শম্ভুনগরের কামাখ্যাপুরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৯ বছর আগে ক্যানিংয়ের তালদি এলাকার বাসিন্দা আঞ্জুরজান বিবির সঙ্গে বিয়ে হয় কামাখ্যাপুরের আসমান বৈদ্যর। ওই দম্পতির তিন ছেলেমেয়ে রয়েছে। প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীতে অশান্তি লেগেই ছিল। মঙ্গলবার রাতে চা চরম আকার নেয়। পেশায় দিনমজুর আসমান এ দিন ঝগড়ার মধ্যে স্ত্রীকে প্রচণ্ড মারধর করে তাঁর মুখে বিষ ঢেলে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাড়ির লোকজন গোসাবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আঞ্জুরজান বিবির বাবা জুব্বার আলি গাইন পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপরে শারীরিক মানসিক নিযার্তন চালাত আসমান। সে-ই তাঁর মেয়েকে বিষ খাইয়ে খুন করেছে। অভিযোগ পেয়ে পুলিশ আসমানকে গ্রেফতার করে। ওই মহিলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ জানিয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাটানো হয়েছে।

তালা ভেঙে স্কুলে লুঠপাট
স্কুলঘরের তালা ভেঙে টাকা এবং জিনিসপত্র লুঠ করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির দক্ষিণ আখড়াতলা রবীন্দ্র শিক্ষা নিকেতনের ঘটনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্কুলে ঢুকতে গিয়ে এক শিক্ষাকর্মী দেখেন দরজার তালা ভাঙা। খবর পেয়ে প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষকেরা এসে দেখেন তিনটি ঘরে ঢুকে লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। পাঁচটি আলমারি ভাঙা হয়েছে। জরুরি কাগজপত্র ছড়িয়ে নষ্ট করা হয়েছে। প্রধান শিক্ষক উৎপল রায় বলেন, “আলমারি থেকে ৫ হাজার টাকা নিয়েছে দুষ্কৃতীরা। এ ছাড়া লুঠ করেছে লক্ষাধিক টাকার একটি প্রোজেক্টর।”

তৃণমূল অফিস ভাঙচুর
বোমা বন্দুক নিয়ে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ক্যানিংয়ের জীবনতলায় পারগাতি বাজারে হামলা চালায় এক দল দুষ্কৃতী। তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর চালায় তারা। তৃণমূলের তিন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্যানিংয়ের এসডিপিও পিনাকীরঞ্জন দাস বলেন, “পুলিশ গেলে তাদের দিকে বোমা, গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তবে কেউ হতাহত হননি। দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।” তদন্তে জানা গিয়েছে, এ দিনের হামলাকারীরাই ৬ ফেব্রুয়ারি পারগাতিতে পুলিশের রাইফেল ছিনতাইয়ে জড়িত ছিল। তৃণমূলের ক্যানিং-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সওকত মোল্লার অভিযোগ, “দুষ্কৃতীরা পারগাতির অঞ্চল সভাপতি শাহজাহান লস্করকে খুন করতে এসেছিল। তাঁকে না পেয়ে আমাদের তিন কর্মীকে মারধর করে। কার্যালয়েও ভাঙচুর চালায়।”

ধর্ষণের নালিশ, গ্রেফতার
বছর তেরোর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুর গ্রামের। অভিযুক্ত আমির আলি মোল্লাকে বৃহস্পতিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ওই কিশোরী মাঠে গিয়েছিল কাজ করতে। অভিযোগ, সেই সময় আমির আলি ওই কিশোরীকে ঝোপে নিয়ে গিয়ে অত্যাচার চালায়। চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোক। ঘটনার পরেই গ্রাম ছেড়ে পালায় ওই প্রৌঢ়। ওই রাতেই আমির আলির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই কিশোরীর পরিবারের লোকজন। বৃহস্পতিবার ভোরে আমির আলির বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

নতুন বাসরুটের দাবি
দেগঙ্গার বাগজোলা, বেড়াচাঁপা ও হাড়োয়া হয়ে লাউহাটি পর্যন্ত একটি বাসরুটের জন্য জেলাশাসক ও আঞ্চলিক পরিবহণ দফতরের কাছে লিখিত অনুরোধ জানালেন বাদুনিয়া ও দেগঙ্গার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য, বাদুড়িয়া ব্লক হয়ে দেগঙ্গা এবং হাড়োয়া হয়ে রাজারহাট ব্লকের সঙ্গে যোগাযোগের জন্য একটি সরকারি বা বেসরকারি বাসরুট জরুরি। কারণ ওই রুটে বেশ কয়েকটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ছাড়াও কলেজ রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র, রেলস্টেশন, বিভিন্ন সরকারি দফতর, ব্যাঙ্ক রয়েছে। প্রশাসনের তরফে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।

ছাত্রপরিষদের মিছিল
--নিজস্ব চিত্র।
গ্রন্থাগারে নির্দিষ্ট কিছু সংবাদপত্র রাখার নির্দেশিকা এবং স্থানীয় যুব কংগ্রেস নেতা খুনের প্রতিবাদে বসিরহাটে মৌন মিছিল করল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বসিরহাট কলেজের সামনে প্রান্তিক মাঠে শুরু হয় মিছিল। মিছিলে যোগ দেন যুব কংগ্রেস-সহ প্রদেশ নেতৃত্ব।

অজ্ঞাতপরিচয়ের দেহ উদ্ধার
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কৈজুড়ি বিএসএফ ক্যাম্পের কাছে একটি ডোবা থেকে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে অনুমান পুলিশের। তবে এ দিন রাত পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহের পাশে একটি টর্চ, রক্ত মাখা বাঁশ মিলেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এটি একটি খুনের ঘটনা। ওই ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।

পঞ্চায়েত ভবনের শিলান্যাস
পঞ্চায়েত ভবনের শিলান্যাস করতে এসে বাসিন্দাদের জন্য আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুরে মঙ্গলবার ওই শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, এলকার মানুষের জন্য পুকুর কেটে বৃষ্টির জল ধরে পানীয় জলের ব্যবস্থা করা হবে। এ ছাড়া হাসনাবাদে সেতুর কাজ যাতে তাড়তাড়ি শেষ হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.